কলকাতা, 5 জুলাই: ইডির দফতরে যাচ্ছেন না তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ৷ তার বদলে বর্ধমানে ভোটের প্রচারে যাচ্ছেন। বুধবার এক ভিডিয়োবার্তাই এমনটাই জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আরও জানান, 530 পাতার নথি পাঠিয়েছেন সায়নী। পঞ্চায়েত নির্বাচন মিটলে তবেই ইডির দফতরে যাবেন সায়নী।
আগামী শনিবার পঞ্চায়েত ভোট। তার আগে দলের নির্দেশে ভোটের প্রচারে বর্ধমানের গলসির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সায়নী ঘোষ। বুধবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে তদন্তকারী সংস্থা এই ভোটের মরশুমে যেভাবে সায়নীকে ডেকে পাঠিয়েছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন কুণাল। ব্যাংক ঋণের নথি নিয়ে আজ ইডি দফতরে হাজির হতে বলা হয় সায়নী ঘোষকে। গত শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় 11 ঘণ্টা জেরার মুখোমুখি হন তৃণমূলের এই যুবনেত্রী।
সেদিন তাঁর থেকে কয়েকটি নথি চাওয়া হয়। সেই নথি নিয়েই আজ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। কিন্তু তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আজ ইডির দফতরে যাচ্ছেন না সায়নী ঘোষ। ইতিমধ্যে এডিকে চিঠি পাঠিয়ে সে বিষয়ে স্পষ্ট করেছেন। যে সমস্ত নথি সায়নীর কাছে ইডি চেয়েছিল, সে সংক্রান্ত 530 পাতার নথি ইডিকে পাঠিয়েছেন সায়নি। দু'দিন বাদে ভোট। তার আগে দলের নির্দেশে আজ এবং কাল জেলায় ভোটের প্রচার করবেন যুব তৃণমূল রাজ্যসভার নেত্রী সায়নী ঘোষ।
যদিও এর আগে পরপর তিন থেকে চারদিন পঞ্চায়েত ভোটের প্রচার তালিকা থেকে বাদ পড়েছিলেন সায়নী। গত সপ্তাহে তাঁকে 11 ঘণ্টা জেরা করা হয়েছে। সেদিন জেরা শেষে তিনি জানান, প্রয়োজনে ইডিকে 100 শতাংশ সাহায্য করতে 24 ঘণ্টা সময় দেবেন । কিন্তু এরকম পরিস্থিতিতে তার জন্য যে তৃণমূলের মুখ পুড়েছে তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। পরপর কয়েকদিন নাম বাদ পড়ার পর আজ 5 ও 6 জুলাই তিনি ফের ভোটের প্রচারে নামতে চলেছেন।
আরও পড়ুন: 'সিপিএমটা বড্ড বেড়েছে', নির্বাচনী সাক্ষাৎকারে দাবি মমতার