কলকাতা, 4 জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রচারকের তালিকা থেকে রাতারাতি বেপাত্তা হয়ে গিয়েছিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সায়নী ঘোষ । গত সোমবার পর্যন্ত অন্যান্য মহিলা নেতৃত্বরা প্রচারকের তালিকায় থাকলেও ছিলেন না সায়নী । মঙ্গলবার শাসক দলের দেওয়া প্রচারকের তালিকায় তাঁর নাম ছিল । কিন্তু তবুও তিনি আজ প্রচারে যোগ দিচ্ছেন না । দলকে সায়নী জানিয়েছেন যে, তাঁর মায়ের শরীর খারাপ । তাই পূর্ব নির্ধারিত প্রচারে যেতে পারছেন না তিনি ।
এ দিন দলের তরফে যে প্রচার তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে 22 নম্বরে নাম ছিল সায়নী ঘোষের । পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তাঁর কাটোয়ায় যাওয়ার কথা ছিল । এ দিন শেষ পর্যন্ত সেই প্রচার কর্মসূচিও তিনি বাতিল করলেন । দলকে মায়ের অসুস্থতার কথা জানালেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এর পেছনে অন্য কারণও থাকতে পারে ।
প্রসঙ্গত, গত শুক্রবারের পর আবার আগামিকাল অর্থাৎ বুধবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের এই যুবনেত্রীর । গত শুক্রবার টানা 11 ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি । সেই সময় ইডির দফতর থেকে বেরিয়ে তদন্তকারী সংস্থাকে 100% সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন সায়নী ঘোষ । এরপর আগামিকাল অর্থাৎ বুধবার জিজ্ঞাসাবাদের পরই হয়তো পুরোপুরি প্রচারে মনোনিবেশ করতে চাইছেন তৃণমূল যুবনেত্রী ৷ আর সেই কারণেই হয়তো এ দিন এই প্রচার কর্মসূচি এড়িয়ে গেলেন তিনি ।
আরও পড়ুন: সোমবারও পঞ্চায়েতের প্রচারে নেই সায়নী, ভাবমূর্তির প্রশ্নে কি তৃণমূলে ‘ব্রাত্য’ যুব সভানেত্রী
আগামী বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ প্রচার রয়েছে । এ ক্ষেত্রে ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবে সমস্ত রাজনৈতিক দল । মনে করা হচ্ছে আগামিকাল ইডি দফতরে হাজিরা দেওয়ার পর, শেষবেলার প্রচারে তৃণমূল কংগ্রেসের হয়ে আবারও আসরে নামতে পারেন সায়ানী ঘোষ । এখন দেখার, শেষ পর্যন্ত সেই প্রচারেও তিনি নামেন কি না ।