কলকাতা, 11 ডিসেম্বর : দুই দিনের সফরে রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ আগামীকাল, 12 ডিসেম্বরই রাজ্যে আসছেন তিনি ৷ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর ৷ 2021-র বিধানসভা নির্বাচনের আগে সংঘ প্রধানের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷
আরএসএস সূত্রে খবর, 13 ডিসেম্বর সংঘের কার্যালয় কেশব ভবনে কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি ৷ পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সংগঠনের বর্তমান অবস্থা জানতে সেখানকার আরএসএস প্রচারকদের সঙ্গে আলোচনা করবেন ৷
বিজেপি সূত্রে খবর, এইসব কর্মসূচির পাশাপাশি ওইদিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গেও বৈঠক করবেন আরএসএস প্রধান।
আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও চাকরি পাননি কেএলও-র প্রাক্তন লিঙ্কম্যানরা
এছাড়া পার্ক সার্কাসে চেম্বার অফ কর্মাস হলেও একটি বৈঠক করতে পারেন বলে সংঘ সূত্রে খবর । আরএসএস প্রধানের এই সফরকে রুটিন সফর বলছেন সংঘের দক্ষিণবঙ্গের সাধারণ সম্পাদক জিষ্ণু বসু ৷ তিনি জানান, মূলত সাংগঠনিক বৈঠক করতেই রাজ্যে আসছেন সংঘ প্রধান।