ETV Bharat / state

ইস্টবেঙ্গলের সমর্থকদের সেরা বলছেন ফাওলার - ইস্টবেঙ্গলের সমর্থকদের সেরা বলছেন ফাওলার

নতুন ভারতীয় পোশাকের স্বাচ্ছন্দ্য তাঁর মুখে । তবে সবকিছু সরিয়ে রবি ফাওলার আসন্ন ISL - এর জন্য দল সাজাতে ব্যস্ত ।

Robiee Fowler says East Bengal's supporters are the best
ইস্টবেঙ্গলের সমর্থকদের সেরা বলছেন ফাওলার
author img

By

Published : Oct 24, 2020, 11:03 PM IST

কলকাতা , 24 অক্টোবর : কোরোনা আবহে শারোদৎসব ম্লান । সচেতনতা সর্বক্ষেত্রে । তার রেশ ইস্টবেঙ্গলের ISL শিবিরেও । পুরো দল নিয়ে বাধ্যতামূলক স্বেচ্ছাবন্দী রবি ফাওলার । তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ছোয়া থেকে তিনি নিজেকে সরিয়ে রাখছেন না । তাই পঞ্জাবি কুর্তায় বাঙালিবাবু সেজে লাল হলুদ জনতাকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন লিভারপুলের প্রাক্তনী ।

নতুন ভারতীয় পোশাকের স্বাচ্ছন্দ্য তাঁর মুখে । তবে সবকিছু সরিয়ে রবি ফাওলার আসন্ন ISL - এর জন্য দল সাজাতে ব্যস্ত । ভারতীয় ও বিদেশি ফুটবলারের মধ্যে ভারসাম্য তৈরি করার মধ্যেই সাফল্য লুকিয়ে বুঝতে পারছেন । তাই হাতে সময় কম থাকলেও সেই সেতু বন্ধনের কাজটা করতে চাইছেন যেকোনও মূল্যে । লাল হলুদ সমর্থকদের দল নিয়ে আবেগ দেখে বিস্মিত । তাই, তাদের ভারতীয় ফুটবলের সেরা সমর্থককুল বলতে তার দ্বিধা নেই । ভারতীয় ফুটবলারদের গুণগত মানের উন্নতি করতে চান । সেটাই পাখির চোখ তাঁর । 6 বিদেশি ফুটবলারকে দলে ইতিমধ্যে নিয়েছেন । সপ্তম বিদেশি নেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন ।

আগামী সপ্তাহে দল নিয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল । বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসন ও জৈব বলয়ে থাকার কষ্ট যে রয়েছে, তা মানছেন ফাওলার । তবে, এই স্বার্থত্যাগ নিয়ে বাড়তি চিন্তা করার চেয়ে মাঠে ফেরার আনন্দ উপভোগ করার আশায় দিন গুনছেন লাল হলুদ কোচ । একই সঙ্গে ফুটবলের আনন্দে মেতে উঠতে চান । ইস্টবেঙ্গলের মত ভারতীয় ক্লাব দলের কোচের পদে তাঁর মতো কিংবদন্তি প্রাক্তনীর দায়িত্ব নেওয়া দেখে অনেকেই চোখ কুচকেছেন । যদিও নিজের সিদ্ধান্তের কোনও ভুল দেখেন না ফাওলার । বরং নতুন চ্যালেঞ্জ সামলানোর ভাবনা তাঁর মুখে । তাঁর মতে আই লিগ থেকে ISL - এর মঞ্চে এসে ইস্টবেঙ্গলের সাফল্য সম্ভব হবে , যখন দলের ভারতীয় ফুটবলাররা ভালো পারফরম্যান্স করবেন । প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়ে তোলার পাশাপাশি ভারতীয় ফুটবল প্রতিভার সামগ্রিক উন্নতির কথা তাঁর মুখে । ফাওলার বলছেন, তাতে লিগের মান উন্নত হবে । উদাহরণ হিসেবে তিনি জেজে লালপেকলুয়হার কথা বলেছেন । একটা মরসুম চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মিজোরামের এই স্ট্রাইকার । এই মরসুমে নিজেকে প্রমাণের তাগিদ থাকবে বিশ্বাস করেন ফাওলার । কোচ হিসেবে তাঁর কাজ হবে জেজেকে আরও পরিশালিত করে তোলা । তাতে দল উপকৃত হবে । 6 জন বিদেশি ফুটবলারকে সই করিয়েছেন ফাওলার । তাদের গুনগত মান ভালো বলেই নিয়েছেন । যাতে দলের নিউক্লিয়াস তৈরি হয় । ভালো মানের ফুটবলার থাকার অর্থ সতীর্থরা স্বচ্ছন্দ বোধ করবে । প্রতিদ্বন্দ্বিতামূলক দল গঠনের ইঙ্গিত লাল হলুদ হেডস্যারের গলায় ।

কলকাতা , 24 অক্টোবর : কোরোনা আবহে শারোদৎসব ম্লান । সচেতনতা সর্বক্ষেত্রে । তার রেশ ইস্টবেঙ্গলের ISL শিবিরেও । পুরো দল নিয়ে বাধ্যতামূলক স্বেচ্ছাবন্দী রবি ফাওলার । তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ছোয়া থেকে তিনি নিজেকে সরিয়ে রাখছেন না । তাই পঞ্জাবি কুর্তায় বাঙালিবাবু সেজে লাল হলুদ জনতাকে মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন লিভারপুলের প্রাক্তনী ।

নতুন ভারতীয় পোশাকের স্বাচ্ছন্দ্য তাঁর মুখে । তবে সবকিছু সরিয়ে রবি ফাওলার আসন্ন ISL - এর জন্য দল সাজাতে ব্যস্ত । ভারতীয় ও বিদেশি ফুটবলারের মধ্যে ভারসাম্য তৈরি করার মধ্যেই সাফল্য লুকিয়ে বুঝতে পারছেন । তাই হাতে সময় কম থাকলেও সেই সেতু বন্ধনের কাজটা করতে চাইছেন যেকোনও মূল্যে । লাল হলুদ সমর্থকদের দল নিয়ে আবেগ দেখে বিস্মিত । তাই, তাদের ভারতীয় ফুটবলের সেরা সমর্থককুল বলতে তার দ্বিধা নেই । ভারতীয় ফুটবলারদের গুণগত মানের উন্নতি করতে চান । সেটাই পাখির চোখ তাঁর । 6 বিদেশি ফুটবলারকে দলে ইতিমধ্যে নিয়েছেন । সপ্তম বিদেশি নেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন ।

আগামী সপ্তাহে দল নিয়ে মাঠে নামবে ইস্টবেঙ্গল । বাধ্যতামূলক স্বেচ্ছা নির্বাসন ও জৈব বলয়ে থাকার কষ্ট যে রয়েছে, তা মানছেন ফাওলার । তবে, এই স্বার্থত্যাগ নিয়ে বাড়তি চিন্তা করার চেয়ে মাঠে ফেরার আনন্দ উপভোগ করার আশায় দিন গুনছেন লাল হলুদ কোচ । একই সঙ্গে ফুটবলের আনন্দে মেতে উঠতে চান । ইস্টবেঙ্গলের মত ভারতীয় ক্লাব দলের কোচের পদে তাঁর মতো কিংবদন্তি প্রাক্তনীর দায়িত্ব নেওয়া দেখে অনেকেই চোখ কুচকেছেন । যদিও নিজের সিদ্ধান্তের কোনও ভুল দেখেন না ফাওলার । বরং নতুন চ্যালেঞ্জ সামলানোর ভাবনা তাঁর মুখে । তাঁর মতে আই লিগ থেকে ISL - এর মঞ্চে এসে ইস্টবেঙ্গলের সাফল্য সম্ভব হবে , যখন দলের ভারতীয় ফুটবলাররা ভালো পারফরম্যান্স করবেন । প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়ে তোলার পাশাপাশি ভারতীয় ফুটবল প্রতিভার সামগ্রিক উন্নতির কথা তাঁর মুখে । ফাওলার বলছেন, তাতে লিগের মান উন্নত হবে । উদাহরণ হিসেবে তিনি জেজে লালপেকলুয়হার কথা বলেছেন । একটা মরসুম চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মিজোরামের এই স্ট্রাইকার । এই মরসুমে নিজেকে প্রমাণের তাগিদ থাকবে বিশ্বাস করেন ফাওলার । কোচ হিসেবে তাঁর কাজ হবে জেজেকে আরও পরিশালিত করে তোলা । তাতে দল উপকৃত হবে । 6 জন বিদেশি ফুটবলারকে সই করিয়েছেন ফাওলার । তাদের গুনগত মান ভালো বলেই নিয়েছেন । যাতে দলের নিউক্লিয়াস তৈরি হয় । ভালো মানের ফুটবলার থাকার অর্থ সতীর্থরা স্বচ্ছন্দ বোধ করবে । প্রতিদ্বন্দ্বিতামূলক দল গঠনের ইঙ্গিত লাল হলুদ হেডস্যারের গলায় ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.