ETV Bharat / state

Bowbazar Robbery : বউবাজারে ডাকাতি, তদন্তে গুন্ডা দমন শাখা - বউবাজার ডাকাতি

বউবাজার থানা এলাকার কলুটোলা স্ট্রিটে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়াল (Bowbazar Robbery) ৷ ঘটনায় আহত অবস্থায় জিতেন্দ্র গুপ্ত নামে এক ব্য়ক্তি হাসপাতালে ভর্তি ৷ তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা ৷

Bowbazar Rubbery news
বউবাজারে ডাকাতি
author img

By

Published : May 3, 2022, 11:37 AM IST

Updated : May 3, 2022, 12:15 PM IST

কলকাতা, 3 মে : খাস কলকাতায় ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Bowbazar Robbery)। এলাকার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা ।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বউবাজার থানা এলাকার কলুটোলা স্ট্রিটের জিতেন্দ্র গুপ্ত নামে 48 বছরের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । অভিযোগ, এদিন জিতেন্দ্র গুপ্ত বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরেন ৷ সেইসময় কলিংবেল বেজে ওঠে । দরজা খুললে আচমকা তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি । প্রথমে তাঁকে ঘুষি মারা হয় ৷ এরপর লোহার রড দিয়ে তাঁকে ক্রমাগত মারধর করা হয় । জিতেন্দ্রবাবুর মাথায় গভীর আঘাত লাগে ।

আরও পড়ুন : মুর্শিদাবাদে ব্যাঙ্ক ডাকাতি, পুলিশি তৎপরতায় উদ্ধার টাকা

অভিযোগ, মারধরের পর লক্ষাধিক টাকা ভর্তি ওই ব্যাগ জিতেন্দ্র গুপ্তের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা । এরপরেই ডায়াল 100 ফোন করে বিস্তারিত জানানো হয় । লালবাজার থেকে খবর যায় বউবাজার থানায় । বউবাজার থানার অফিসার ইনচার্জ-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । ততক্ষণে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যান । মাথায় গভীর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় জিতেন্দ্র গুপ্তকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷

এলাকা ভাল করে ঘুরে দেখেন গোয়েন্দা আধিকারিকরা । পাশাপাশি সেখানকার সিসিটিভি এবং পাশের বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেন গোয়েন্দারা । সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চালানো হচ্ছে । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ । এলাকার লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে ।

কলকাতা, 3 মে : খাস কলকাতায় ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য় ছড়াল (Bowbazar Robbery)। এলাকার সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা ।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বউবাজার থানা এলাকার কলুটোলা স্ট্রিটের জিতেন্দ্র গুপ্ত নামে 48 বছরের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে । অভিযোগ, এদিন জিতেন্দ্র গুপ্ত বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরেন ৷ সেইসময় কলিংবেল বেজে ওঠে । দরজা খুললে আচমকা তাঁর ওপর চড়াও হয় বেশ কয়েকজন ব্যক্তি । প্রথমে তাঁকে ঘুষি মারা হয় ৷ এরপর লোহার রড দিয়ে তাঁকে ক্রমাগত মারধর করা হয় । জিতেন্দ্রবাবুর মাথায় গভীর আঘাত লাগে ।

আরও পড়ুন : মুর্শিদাবাদে ব্যাঙ্ক ডাকাতি, পুলিশি তৎপরতায় উদ্ধার টাকা

অভিযোগ, মারধরের পর লক্ষাধিক টাকা ভর্তি ওই ব্যাগ জিতেন্দ্র গুপ্তের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্তরা । এরপরেই ডায়াল 100 ফোন করে বিস্তারিত জানানো হয় । লালবাজার থেকে খবর যায় বউবাজার থানায় । বউবাজার থানার অফিসার ইনচার্জ-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় । ততক্ষণে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে যান । মাথায় গভীর আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় জিতেন্দ্র গুপ্তকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷

এলাকা ভাল করে ঘুরে দেখেন গোয়েন্দা আধিকারিকরা । পাশাপাশি সেখানকার সিসিটিভি এবং পাশের বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেন গোয়েন্দারা । সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চালানো হচ্ছে । এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার জানিয়েছেন, লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ । এলাকার লোকজনের সঙ্গে কথা বলা হচ্ছে ।

Last Updated : May 3, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.