কলকাতা, 7 সেপ্টেম্বর : রাতের বাইপাসে দুর্ঘটনা । ঘটনায় আশঙ্কাজনক গাড়িচালক । তাঁকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে । পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে গেছে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটা নাগাদ উলটোডাঙা দিক থেকে একটি প্রাইভেট গাড়ি রুবির দিকে যাচ্ছিল । বাইপাসে অ্যাপোলো হাসপাতালের ঠিক উলটোদিকে একটি ডিভাইডারের ধাক্কা মারে । তারপর সেটি পালটি খেতে শুরু করে । পরপর বেশ কয়েকটি পালটি খায়। তার জেরে গাড়িটি রীতিমতো দুমড়ে গিয়েছে । স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে প্রাথমিকভাবে । রক্তাক্ত অবস্থায় কোনওভাবে গাড়ি থেকে তাঁকে বের করে স্থানীয়রা । এর মাঝে পুলিশ আসে । তারা আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে ।
গতকাল ভিআইপি রোডের উপর ঘটেছিল দুর্ঘটনা । মৃত্যু হয়েছিল একজনের । আজ ফের বাইপাসে ঘটল দুর্ঘটনা । বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা বলে স্থানীয়দের অভিযোগ । ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠে গেছে ।