ETV Bharat / state

Diwali Alpana: বাড়ি বাড়ি দিয়ে আলপনা এঁকে ভালোবাসা ছড়াচ্ছেন সত্তরোর্ধ্ব প্রাক্তন স্কুলশিক্ষিকা - Diwali 2022

অজানা-অচেনা লোকেদের বাড়ি গিয়ে কারওকে কিছু না জানিয়েই বারান্দায় আলপনা (Diwali Alpana) এঁকে দিয়ে যান সত্তরোর্ধ্ব বৃদ্ধা (Spreading Love Via Alpana)৷ ঘুম থেকে উঠে দরজা খুলেই নিজের বাড়িতে আলপনা দেখে আনন্দে মন ভরে যায় বাড়ির মালিকদের (Community Love)৷

Retired school teacher tries to spread community love via Rangoli in Diwali
বাড়ি বাড়ি দিয়ে আলপনা এঁকে ভালোবাসা ছড়াচ্ছেন সত্তরোর্ধ্ব প্রাক্তন স্কুলশিক্ষিকা
author img

By

Published : Oct 24, 2022, 3:36 PM IST

কলকাতা, 24 অক্টোবর: ঘুম জড়ানো চোখে ঘরের দরজা খুলতেই অবাক উত্তর কলকাতার একাধিক শতাব্দী প্রাচীন বাড়ির বাসিন্দা (Community Love)। বাড়ির বারান্দায়, বাইরের অংশে আলপনা (Spreading Love Via Alpana) এঁকে গিয়েছেন কেউ । উত্সবের আবহে আলপনা দেখে যতটা অবাক হয়েছেন, ঠিক ততটাই খুশি হয়েছেন ওই সমস্ত বাড়ির বাসিন্দারা ।

রত্নাবলী ঘোষ । সত্তরোর্ধ্ব প্রাক্তন স্কুল শিক্ষিকা থাকেন দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন এক আবাসনে । সেখান শনিবার সকালে বন্ধু মুদ্দার পাথেরিয়ার সঙ্গে গাড়িতে চেপে রওনা দেন উত্তর কলকাতায় । শ্যামবাজার, আমহার্স্ট স্ট্রিট এলাকায় একাধিক বাড়িতে আলপনা আঁকেন রত্নাবলী ঘোষ । বাড়ির মালিককে না জানিয়েই । যার মধ্যে একটি বাড়ির বয়স 142 বছর এবং অপর বাড়ির বয়স 112 বছর । রত্নাবলী ঘোষ বললেন, "শনিবার উত্তর কলকাতার দশটি ও রবিবার দক্ষিণ কলকাতার দশটি বাড়িতে আলপনা (Diwali Alpana) এঁকেছি । আমি আপ্লুত বন্ধু মুদ্দার আমাকে এই কাজে উৎসাহিত করেছেন ।"

Retired school teacher tries to spread community love via Alpana in Diwali
আলপনা আঁকতে ব্যস্ত প্রাক্তন স্কুলশিক্ষিকা

না জানিয়ে কারও বাড়িতে আলপনা আঁকতে গিয়ে বাধার সম্মুখীন হননি ? প্রশ্নের উত্তরে একমুখ হাসি নিয়ে রত্নাবলী ঘোষ বলেন "যতটা বাধা পেয়েছি, তার থেকে কয়েকগুণ বেশি আনন্দ পেয়েছি । এত সকালে যাঁর বাড়িতে আলপনা এঁকেছি, তাঁরা হয়তো ঘুম থেকেই ওঠেননি । কিন্তু পথচলতি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখেছেন । একজন বয়স্ক লোক প্রথমে বারান্দা থেকে সরে যেতে বলেছিলেন । পরে তিনিই আবার হাসিমুখে আলপনার ছবি তোলেন । আমরা নাম-পরিচয়-ধর্ম না জেনেই আলপনা এঁকেছি । কারণ, যে কোনও উত্সব বা ভালো কাজের শুরুতে আলপনা দেওয়া হয় । সেটাই করেছি । যাতে আলপনা নিয়ে হাসিমুখে আলোচনার পরিধি বাড়ে ।"

Retired school teacher tries to spread community love via Rangoli in Diwali
বাড়ি বাড়ি দিয়ে আলপনা আঁকেন রত্নাবলী ঘোষ

আরও পড়ুন: 4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ও 6 টন বালিতে কালী প্রতিমা বানালেন সুদর্শন

রত্নাবলী ঘোষ জানালেন, তিনি তাঁর মায়ের থেকেই আলপনা আঁকা শিখেছেন । তারপর থেকেই আজও কালী পুজো-সহ একাধিক উত্সবে আলপনা আঁকেন । তবে, যেভাবে অজানা, অচেনা বাড়ির বান্দায় আলপনা আঁকলেন, তাতে উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে সেতুবন্ধন হয়েছে ৷ তেমনই ঘুম থেকে উঠেই নিজের বাড়িতে এত সুন্দর আলপনা দেখে সবার মন যে ভালো হয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই ৷

কলকাতা, 24 অক্টোবর: ঘুম জড়ানো চোখে ঘরের দরজা খুলতেই অবাক উত্তর কলকাতার একাধিক শতাব্দী প্রাচীন বাড়ির বাসিন্দা (Community Love)। বাড়ির বারান্দায়, বাইরের অংশে আলপনা (Spreading Love Via Alpana) এঁকে গিয়েছেন কেউ । উত্সবের আবহে আলপনা দেখে যতটা অবাক হয়েছেন, ঠিক ততটাই খুশি হয়েছেন ওই সমস্ত বাড়ির বাসিন্দারা ।

রত্নাবলী ঘোষ । সত্তরোর্ধ্ব প্রাক্তন স্কুল শিক্ষিকা থাকেন দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক সংলগ্ন এক আবাসনে । সেখান শনিবার সকালে বন্ধু মুদ্দার পাথেরিয়ার সঙ্গে গাড়িতে চেপে রওনা দেন উত্তর কলকাতায় । শ্যামবাজার, আমহার্স্ট স্ট্রিট এলাকায় একাধিক বাড়িতে আলপনা আঁকেন রত্নাবলী ঘোষ । বাড়ির মালিককে না জানিয়েই । যার মধ্যে একটি বাড়ির বয়স 142 বছর এবং অপর বাড়ির বয়স 112 বছর । রত্নাবলী ঘোষ বললেন, "শনিবার উত্তর কলকাতার দশটি ও রবিবার দক্ষিণ কলকাতার দশটি বাড়িতে আলপনা (Diwali Alpana) এঁকেছি । আমি আপ্লুত বন্ধু মুদ্দার আমাকে এই কাজে উৎসাহিত করেছেন ।"

Retired school teacher tries to spread community love via Alpana in Diwali
আলপনা আঁকতে ব্যস্ত প্রাক্তন স্কুলশিক্ষিকা

না জানিয়ে কারও বাড়িতে আলপনা আঁকতে গিয়ে বাধার সম্মুখীন হননি ? প্রশ্নের উত্তরে একমুখ হাসি নিয়ে রত্নাবলী ঘোষ বলেন "যতটা বাধা পেয়েছি, তার থেকে কয়েকগুণ বেশি আনন্দ পেয়েছি । এত সকালে যাঁর বাড়িতে আলপনা এঁকেছি, তাঁরা হয়তো ঘুম থেকেই ওঠেননি । কিন্তু পথচলতি অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজ দেখেছেন । একজন বয়স্ক লোক প্রথমে বারান্দা থেকে সরে যেতে বলেছিলেন । পরে তিনিই আবার হাসিমুখে আলপনার ছবি তোলেন । আমরা নাম-পরিচয়-ধর্ম না জেনেই আলপনা এঁকেছি । কারণ, যে কোনও উত্সব বা ভালো কাজের শুরুতে আলপনা দেওয়া হয় । সেটাই করেছি । যাতে আলপনা নিয়ে হাসিমুখে আলোচনার পরিধি বাড়ে ।"

Retired school teacher tries to spread community love via Rangoli in Diwali
বাড়ি বাড়ি দিয়ে আলপনা আঁকেন রত্নাবলী ঘোষ

আরও পড়ুন: 4 হাজারেরও বেশি মাটির প্রদীপ ও 6 টন বালিতে কালী প্রতিমা বানালেন সুদর্শন

রত্নাবলী ঘোষ জানালেন, তিনি তাঁর মায়ের থেকেই আলপনা আঁকা শিখেছেন । তারপর থেকেই আজও কালী পুজো-সহ একাধিক উত্সবে আলপনা আঁকেন । তবে, যেভাবে অজানা, অচেনা বাড়ির বান্দায় আলপনা আঁকলেন, তাতে উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে সেতুবন্ধন হয়েছে ৷ তেমনই ঘুম থেকে উঠেই নিজের বাড়িতে এত সুন্দর আলপনা দেখে সবার মন যে ভালো হয়ে গিয়েছে তাতে কোনও সন্দেহ নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.