ETV Bharat / state

DA Movement: ডিএ বকেয়া থাকায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা

author img

By

Published : Jul 24, 2023, 7:26 PM IST

Retired Govt Employees on DA: বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন করছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷ সোমবার তারা জানিয়েছে, ডিএ না পাওয়ায় রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীরা সংসার চালাতে সমস্য়ায় পড়েছেন ৷ তাই তাঁরা রাষ্ট্রপতির কাছে এবার স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবেন ৷

DA Movement
DA Movement

কলকাতা, 24 জুলাই: রাজ্য সরকার ডিএ বকেয়া রাখায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৷ এমনই অভিযোগ তুলে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে চলেছেন ওই অবসরপ্রাপ্ত কর্মচারীদের একাংশ ৷ সোমবার এই কথা জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তিনি জানান, আগামী 4 অগস্ট এই আবেদন গণহারে করা হবে ৷

প্রসঙ্গত, বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷ টানা অবস্থান বিক্ষোভ থেকে মিছিল-সভার মাধ্যমে তারা নিজেদের বক্তব্য তুলে ধরছে ৷ আইনি পথেও প্রাপ্য আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই নিয়ে আন্দোলনের জন্য শহিদ মিনারে যে অবস্থান মঞ্চ করা হয়েছে, তা আগামী 14 অগস্ট 200তম দিনে পড়তে চলেছে ৷ সেই দিন মঞ্চের তরফে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে ৷ তাছাড়া শীঘ্রই বিধানসভা অভিযানও করা হবে মঞ্চের তরফে জানানো হয়েছে ৷

এই নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন, যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না, তাদের সরকারে থাকার নৈতিক অধিকার হারিয়েছে । আমরা তাঁকেও তাঁর পুরনো কথা মনে করিয়ে দেব ও জিজ্ঞাসা করব তাঁর ওই চেয়ারে থাকার নৈতিক অধিকার আছে কি না ? বিধানসভার অধিবেশন চলাকালীন ভারতছাড়ো আন্দোলনকে স্মরণ করে একদিন বিধানসভা অভিযান হবে ।’’

ওই আন্দোলনের তারিখ অবশ্য এখনও ঠিক করেনি যৌথ সংগ্রামী মঞ্চ ৷ তবে এদিন মঞ্চের তরফে বকেয়া ড এ মেটানো, শূন্যপদে স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ করার দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে স্মারকলিপিও পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে

কলকাতা, 24 জুলাই: রাজ্য সরকার ডিএ বকেয়া রাখায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা ৷ এমনই অভিযোগ তুলে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে চলেছেন ওই অবসরপ্রাপ্ত কর্মচারীদের একাংশ ৷ সোমবার এই কথা জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ৷ তিনি জানান, আগামী 4 অগস্ট এই আবেদন গণহারে করা হবে ৷

প্রসঙ্গত, বকেয়া ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যৌথ সংগ্রামী মঞ্চ ৷ টানা অবস্থান বিক্ষোভ থেকে মিছিল-সভার মাধ্যমে তারা নিজেদের বক্তব্য তুলে ধরছে ৷ আইনি পথেও প্রাপ্য আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই নিয়ে আন্দোলনের জন্য শহিদ মিনারে যে অবস্থান মঞ্চ করা হয়েছে, তা আগামী 14 অগস্ট 200তম দিনে পড়তে চলেছে ৷ সেই দিন মঞ্চের তরফে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে ৷ তাছাড়া শীঘ্রই বিধানসভা অভিযানও করা হবে মঞ্চের তরফে জানানো হয়েছে ৷

এই নিয়ে যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন, যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না, তাদের সরকারে থাকার নৈতিক অধিকার হারিয়েছে । আমরা তাঁকেও তাঁর পুরনো কথা মনে করিয়ে দেব ও জিজ্ঞাসা করব তাঁর ওই চেয়ারে থাকার নৈতিক অধিকার আছে কি না ? বিধানসভার অধিবেশন চলাকালীন ভারতছাড়ো আন্দোলনকে স্মরণ করে একদিন বিধানসভা অভিযান হবে ।’’

ওই আন্দোলনের তারিখ অবশ্য এখনও ঠিক করেনি যৌথ সংগ্রামী মঞ্চ ৷ তবে এদিন মঞ্চের তরফে বকেয়া ড এ মেটানো, শূন্যপদে স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ করার দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে স্মারকলিপিও পাঠানো হয়েছে ।

আরও পড়ুন: বকেয়া ডিএ মেটানোর দাবিতে অফিসে কর্মবিরতি, আন্দোলন যৌথ মঞ্চে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.