কলকাতা, 22 মার্চ : নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতায় পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যরা ইস্তফা দিলেন । এই ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা পুরনিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বাতিল হয়ে যায় । কলকাতার প্রত্যেকটি ওয়ার্ড এর কো-অর্ডিনেটর ও বোরো কো-অর্ডিনেটর পদের ক্ষমতাও লোপ পেয়েছে । আর এর ফলেই চরম সমস্যায় পড়লেন কলকাতা নাগরিকরা । বাসস্থান , মাসিক আয় শংসাপত্র অথবা শ্মশানে বিনা খরচে দাহ করার জন্য যে সমস্ত সুপারিশের প্রয়োজন হয় এবার থেকে তা আর দিতে পারবেন না বিদায়ী কাউন্সিলররা বা ওয়ার্ড কো-অর্ডিনেটররা । বিভিন্ন প্রকল্পের আওতায় যে টাকা পাওয়া যায় সেইসব সুপারিশ করে ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্থাৎ কাউন্সিলররা । প্রশাসক মণ্ডলীর বোর্ড না থাকায় কোনও কাউন্সিলর অর্থাৎ ওয়ার্ড কো-অর্ডিনেটর কোনওরকম ভাতা বা প্রকল্পের জন্য সুপারিশ করতে পারবেন না।
অনেক সময় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাবার জন্য সুপারিশের আবেদন নিয়ে স্থানীয় কাউন্সিলর এর কাছে যেতেও নাগরিকরা । কাউন্সিলর অর্থাৎ কো-অর্ডিনেটর দেওয়ার ক্ষমতা না থাকায় কোনও হাসপাতালে ভর্তি অথবা বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন না তাঁরা । ফলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যবস্থায় সমস্যা আরও বাড়বে ।
কলকাতা পুরনিগমের প্রশাসক মণ্ডলী ভেঙে যাওয়ার ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হবে । তবে পরিষেবা চালু রাখতে খালিল আহমেদকে প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে । এদিন কলকাতা পুরনিগমের সদর দফতরে এসে ডিজি ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, এবার থেকে বিভিন্ন দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারদের ক্ষমতা দেওয়া হয়েছে সার্টিফিকেটগুলিতে সই করার ।
আরও পড়ুন : রাজ্যে কমল দৈনিক সংক্রমণ
তবে ওয়ার্ড কো-অর্ডিনেটর অর্থাৎ কাউন্সিলরদের কাছে সহজেই বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হতে পারত স্থানীয় মানুষ । কলকাতা পৌর নিগমের আধিকারিকরা যেহেতু সরকারি কর্মচারী তাই নির্দিষ্ট সময় ছাড়া তাদের কাছে পৌছাতে পারবে স্থানীয় মানুষ । স্থানীয় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা পৌর নিগমের প্রাক্তন প্রশাসক মন্ডলীর সদস্য ও প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দার । তিনি জানিয়েছেন এলাকার কোন মানুষের বিপদে পড়লে যেভাবে তিনি সাহায্য করতে পারতেন তিনি আর সেই ভাবে সাহায্য করতে পারবেন না । কোনও মানুষকে হাসপাতলে ভর্তি করা থেকে কোনও প্রকার সুবিধাগুলি করে দিতে পারতেন এখন তা আর করতে পারবেন না । এদিন তিনি বলেন বিজেপি নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের পদ সরিয়ে দেওয়া হোক । কমিশন সেই নির্দেশ মেনে পদত্যাগ করেছেন। কিন্তু এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে । পুর পরিষেবা ব্যাহত হবে।