ETV Bharat / state

Durga Pituri Lane : পৈতৃক বাড়ি ছেড়ে হোটেলের ঘরে নাভিশ্বাস দুর্গা পিতুরির বাসিন্দাদের

মেট্রোর কাজের জন্য দুর্গা পিতুরি লেনে (Durga Pituri Lane)বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে ৷ ফলে বাড়ি ছেড়ে সেখানকার বাসিন্দারা রয়েছেন হোটেলে ৷

Durga Pituri Lane
পৈতৃক বাড়ি ছেড়ে হোটেলের ঘরে নাভিশ্বাস দুর্গা পিতুরির বাসিন্দাদের
author img

By

Published : May 27, 2022, 10:26 PM IST

দুর্গা পিতুরি, 27 মে : বউবাজারের দুর্গা পিতুরি লেনে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে দ্বিতীয়বার বিপর্যয়ের মুখে পড়েছেন বেশ কিছু পরিবার (Residents of Durga pituri Lane leave home and stay at the hotel)। সেদিন থেকেই এখনও পর্যন্ত ঘর ছেড়ে কোনওমতে হোটেলের এক চিলতে ঘরে থাকতে হচ্ছে তাঁদের । অবিলম্বে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আর্তি জানাচ্ছেন তারা ।

দুর্গা পিতুরি লেনের বাসিন্দা রতন লাল সাউ । তিনতলা বাড়ি ছেড়ে বিপর্যয়ের কবলে পড়ে এখন শিয়ালদহ লাগোয়া ক্রিক রো ঠিকানায় একটি হোটেলে 36 বর্গ ফুটের কামরায় বসবাস । একটি ঘরে তিনি ও তাঁর স্ত্রী । অন্য ঘরে তার ছেলে, বউমা, নাতি-নাতনি । খাটের বাইরে মাত্র কয়েক ফুট মেঝে ফাঁকা । সেখানেই স্তুপ করে রাখা রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷ হাঁটা চলার পথ নেই ঘরে । তাই বেশিরভাগ সময় খাটের উপরেই কাটাতে হচ্ছে তাঁদের ।

পৈতৃক বাড়ি ছেড়ে হোটেলের ঘরে নাভিশ্বাস দুর্গা পিতুরির বাসিন্দাদের

রতনলাল সাউ বলেন, "দম বন্ধ হয়ে আসছে । এই ভাবে থাকার পরে কীভাবে বলবো যে ভাল আছি । একেতেই শারীরিকভাবে নানা অসুখে ভুগছি । এভাবে থাকলে মানসিক অসুখ ভুগব ।"
আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

দুর্গা পিতুরি, 27 মে : বউবাজারের দুর্গা পিতুরি লেনে কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে দ্বিতীয়বার বিপর্যয়ের মুখে পড়েছেন বেশ কিছু পরিবার (Residents of Durga pituri Lane leave home and stay at the hotel)। সেদিন থেকেই এখনও পর্যন্ত ঘর ছেড়ে কোনওমতে হোটেলের এক চিলতে ঘরে থাকতে হচ্ছে তাঁদের । অবিলম্বে এই পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আর্তি জানাচ্ছেন তারা ।

দুর্গা পিতুরি লেনের বাসিন্দা রতন লাল সাউ । তিনতলা বাড়ি ছেড়ে বিপর্যয়ের কবলে পড়ে এখন শিয়ালদহ লাগোয়া ক্রিক রো ঠিকানায় একটি হোটেলে 36 বর্গ ফুটের কামরায় বসবাস । একটি ঘরে তিনি ও তাঁর স্ত্রী । অন্য ঘরে তার ছেলে, বউমা, নাতি-নাতনি । খাটের বাইরে মাত্র কয়েক ফুট মেঝে ফাঁকা । সেখানেই স্তুপ করে রাখা রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র ৷ হাঁটা চলার পথ নেই ঘরে । তাই বেশিরভাগ সময় খাটের উপরেই কাটাতে হচ্ছে তাঁদের ।

পৈতৃক বাড়ি ছেড়ে হোটেলের ঘরে নাভিশ্বাস দুর্গা পিতুরির বাসিন্দাদের

রতনলাল সাউ বলেন, "দম বন্ধ হয়ে আসছে । এই ভাবে থাকার পরে কীভাবে বলবো যে ভাল আছি । একেতেই শারীরিকভাবে নানা অসুখে ভুগছি । এভাবে থাকলে মানসিক অসুখ ভুগব ।"
আরও পড়ুন : Bowbazar Metro Disaster : বউবাজার বিপর্যয় নিয়ে কেএমআরসিএল ও পৌরনিগমের মধ্যে উচ্চপর্যায় বৈঠক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.