ETV Bharat / state

হৃদরোগ-ক্যানসার চিকিৎসায় সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান দেবী শেঠী, ঘোষণা বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চে - মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল

Renowned Doctor Devi Shetty at BGBS 2023: নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে মঙ্গলবার শুরু হল দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ সেই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ৷ সেখানে তিনি জানান, হৃদরোগের চিকিৎসা এবং ক্যানসারের চিকিৎসার জন্য তিনি বাংলায় একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান ৷

Renowned Doctor Devi Shetty at BGBS 2023
Renowned Doctor Devi Shetty at BGBS 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 5:46 PM IST

Updated : Nov 21, 2023, 8:17 PM IST

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ড. দেবী শেঠীর বক্তব্য

কলকাতা, 21 নভেম্বর: তিনি বাংলার ছেলে । আজ তিনি যে খ্যাতির চূড়ান্তে এসে পৌঁছেছেন, তা হয়েছে বাংলার জন্যই । তাই বাংলায় হৃদরোগের চিকিৎসা এবং ক্যানসারের চিকিৎসার জন্য একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠী । আগামী দুই বছরের মধ্যেই তা সম্পন্ন হবে বলে এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন এই হৃদরোগ বিশেষজ্ঞ ৷ একই সঙ্গে তিনি জানান, তিনি যে হাসপাতাল তৈরি করবেন, সেখানে প্রায় 10 হাজার মানুষের কর্মসংস্থান হবে । এবং গরিব নিম্নবিত্তের চিকিৎসার জন্য কাজ করতে চান তিনি ।

উল্লেখ্য, মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ সেই সম্মেলনে অতিথিদের মধ্যে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ৷ তিনি এ দিন বলেন, ‘‘33 বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে । এই শহর আমাকে অনেক দিয়েছে । তাই এই শহরের জন্য কিছু করতে চাই । বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি । রাজ্যের যা ক্ষমতা আছে, তাতে অন্য রাজ্যগুলিকে পথ দেখাতে পারবে ।’’

এর পরই হাসপাতাল তৈরির কথা উল্লেখ করেন এই প্রখ্যাত চিকিৎসক ৷ তিনি বলেন, ‘‘আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ‍্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার । যেখানে হার্ট ট্রান্সপ্লান্ট, অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসারের চিকিৎসা হবে । আগামী 2 বছরের মধ্যে হাসপাতাল করার চেষ্টায় আছি । যেটা সম্পূর্ণ হলে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে সেখানে ৷’’

তিনি আরও বলেন, ‘‘একাধিক হাসপাতাল গড়ে উঠেছে । এক হাজার, এমনকি দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে । কিন্তু সেই অনুপাতে চিকিত্‍সক নেই । ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করে চিকি‍ত্‍সকের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে । ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে তৈরি হলে প্রচুর সংখ্যায় চিকিত্‍সক তৈরি হবে দেশে ।’’ তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দেবী শেঠী ৷

আরও পড়ুন:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পার্টনার কান্ট্রি লুক্সেমবার্গ, রাষ্ট্রদূতের নেতৃত্বে থাকছে 18 সদস্যের প্রতিনিধি দল

নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে

আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ড. দেবী শেঠীর বক্তব্য

কলকাতা, 21 নভেম্বর: তিনি বাংলার ছেলে । আজ তিনি যে খ্যাতির চূড়ান্তে এসে পৌঁছেছেন, তা হয়েছে বাংলার জন্যই । তাই বাংলায় হৃদরোগের চিকিৎসা এবং ক্যানসারের চিকিৎসার জন্য একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠী । আগামী দুই বছরের মধ্যেই তা সম্পন্ন হবে বলে এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন এই হৃদরোগ বিশেষজ্ঞ ৷ একই সঙ্গে তিনি জানান, তিনি যে হাসপাতাল তৈরি করবেন, সেখানে প্রায় 10 হাজার মানুষের কর্মসংস্থান হবে । এবং গরিব নিম্নবিত্তের চিকিৎসার জন্য কাজ করতে চান তিনি ।

উল্লেখ্য, মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ সেই সম্মেলনে অতিথিদের মধ্যে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ৷ তিনি এ দিন বলেন, ‘‘33 বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে । এই শহর আমাকে অনেক দিয়েছে । তাই এই শহরের জন্য কিছু করতে চাই । বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি । রাজ্যের যা ক্ষমতা আছে, তাতে অন্য রাজ্যগুলিকে পথ দেখাতে পারবে ।’’

এর পরই হাসপাতাল তৈরির কথা উল্লেখ করেন এই প্রখ্যাত চিকিৎসক ৷ তিনি বলেন, ‘‘আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ‍্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার । যেখানে হার্ট ট্রান্সপ্লান্ট, অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসারের চিকিৎসা হবে । আগামী 2 বছরের মধ্যে হাসপাতাল করার চেষ্টায় আছি । যেটা সম্পূর্ণ হলে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে সেখানে ৷’’

তিনি আরও বলেন, ‘‘একাধিক হাসপাতাল গড়ে উঠেছে । এক হাজার, এমনকি দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে । কিন্তু সেই অনুপাতে চিকিত্‍সক নেই । ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করে চিকি‍ত্‍সকের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে । ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে তৈরি হলে প্রচুর সংখ্যায় চিকিত্‍সক তৈরি হবে দেশে ।’’ তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দেবী শেঠী ৷

আরও পড়ুন:

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পার্টনার কান্ট্রি লুক্সেমবার্গ, রাষ্ট্রদূতের নেতৃত্বে থাকছে 18 সদস্যের প্রতিনিধি দল

নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে

আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

Last Updated : Nov 21, 2023, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.