কলকাতা, 21 নভেম্বর: তিনি বাংলার ছেলে । আজ তিনি যে খ্যাতির চূড়ান্তে এসে পৌঁছেছেন, তা হয়েছে বাংলার জন্যই । তাই বাংলায় হৃদরোগের চিকিৎসা এবং ক্যানসারের চিকিৎসার জন্য একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল করতে চান প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠী । আগামী দুই বছরের মধ্যেই তা সম্পন্ন হবে বলে এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন এই হৃদরোগ বিশেষজ্ঞ ৷ একই সঙ্গে তিনি জানান, তিনি যে হাসপাতাল তৈরি করবেন, সেখানে প্রায় 10 হাজার মানুষের কর্মসংস্থান হবে । এবং গরিব নিম্নবিত্তের চিকিৎসার জন্য কাজ করতে চান তিনি ।
উল্লেখ্য, মঙ্গলবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন৷ সেই সম্মেলনে অতিথিদের মধ্যে ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী ৷ তিনি এ দিন বলেন, ‘‘33 বছর আগে আমি কলকাতা এসেছিলাম হার্ট সার্জেন হিসাবে । এই শহর আমাকে অনেক দিয়েছে । তাই এই শহরের জন্য কিছু করতে চাই । বর্তমানে স্বাস্থ্যতে আমরা অনেক এগিয়ে গিয়েছি । রাজ্যের যা ক্ষমতা আছে, তাতে অন্য রাজ্যগুলিকে পথ দেখাতে পারবে ।’’
এর পরই হাসপাতাল তৈরির কথা উল্লেখ করেন এই প্রখ্যাত চিকিৎসক ৷ তিনি বলেন, ‘‘আমার একটা স্বপ্ন আছে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার । যেখানে হার্ট ট্রান্সপ্লান্ট, অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসারের চিকিৎসা হবে । আগামী 2 বছরের মধ্যে হাসপাতাল করার চেষ্টায় আছি । যেটা সম্পূর্ণ হলে প্রায় দশ হাজার মানুষের কর্মসংস্থান হবে সেখানে ৷’’
তিনি আরও বলেন, ‘‘একাধিক হাসপাতাল গড়ে উঠেছে । এক হাজার, এমনকি দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে । কিন্তু সেই অনুপাতে চিকিত্সক নেই । ছোট ছোট মেডিক্যাল কলেজ তৈরি করে চিকিত্সকের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে হবে । ছোট ছোট মেডিক্যাল কলেজ যেখানে তৈরি হলে প্রচুর সংখ্যায় চিকিত্সক তৈরি হবে দেশে ।’’ তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দেবী শেঠী ৷
আরও পড়ুন:
নারী অধিকার ও উন্নয়নের মুখ প্রাক্তন আফগান শিক্ষামন্ত্রী থাকছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে
আসছেন মুকেশ আম্বানি, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই 7600 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব