কলকাতা, 2 নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে কালীঘাট মন্দিরের সামনেও দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়েছে ৷ তবে শুরুর 2 বছর পরও কাজ শেষ হল না। অনেক গড়িমসির পর দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে চলতি বছরের 15 ডিসেম্বর মধ্যে কাজ শেষ করার দিনক্ষণ বেঁধে দিয়েছিল কলকাতা কর্পোরেশন। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু পরিস্থিতি যা তাতে সেই নির্ধারিত দিনের মধ্যেও শেষ হচ্ছে না স্কাইওয়াক তৈরির কাজ। কাজ শেষ হতে হতে আরও অতিরিক্ত 2 থেকে 3 মাস লেগে যেতে পারে ৷
সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর সাধের স্কাইওয়াকের উদ্বোধন এ বছর হওয়া কার্যত অসম্ভব। তবে নতুন বছরের প্রথম দিকেই কালীঘাটের দর্শনার্থীরা পেতে পারেন নতুন স্কাইওয়াক। ইস্পাতের পিলার থেকে শুরু করে মূল কাঠামো তৈরির কাজ প্রায় শেষ। নভেম্বরের মাঝামাঝি স্কাইওয়াকের ভিতরে চলাচলের পথ তৈরির কাজ শুরু হবে। প্রথমে ঠিক ছিল চলতি বছরের মার্চ মাসে কাজ শেষ হয়ে যাবে। পরে ডিসেম্বরকে ডেটলাইন ধরে কাজ এগোতে থাকে । কিন্তু তাতেও শেষ হল না কাজ ৷ এখন নতুন বছরের দিকে তাকিয়ে থাকতে হবে।
2021 সাল থেকে স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয়েছিল। 18 মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নানা টালবাহানা এবং কাজের গতি শ্লথ থাকার তা সময়মতো শেষ করা যায়নি । তার জন্য 77 কোটি টাকা বাজেট বেড়ে 90 কোটি ছাড়িয়েছে । দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর বেশ কয়েকমাস আগে কাজে গতি আসে। পাইলিংয়ের কাজ শুরু হয়। একে একে পিলার বসে। কাঠামো নির্মাণের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে।
বারবার কাজ সময় মতো শেষ না হওয়ায় দুর্গাপুজোর আগে কর্পোরেশনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কাজ দ্রুত শেষ করতে বলেন। তারপরও কাজের গতি যা তাতে চলতি বছরের মধ্যে স্কাইওয়াক তৈরি হওয়ার সম্ভাবনা বেশ কম। শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয় এই প্রকল্পকে। একেবারে শুরুর দিকে ছিল হকার সমস্যা। তারপর আর্থিক সমস্যাও দেখা দেয়। এই দুটি সমস্যার হাত থেকে রেহাই পেতে না পেতে নিকাশি সমস্যাও বড় আকার নেয়।
যদিও এই প্রসঙ্গে স্কাইওয়াক নির্মাণের দায়িত্বে থাকা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার বলেন, "আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যেই যতটা সম্ভব কাজ করে নিতে । পুজোর সময় কাজ বন্ধ ছিল। নানা কারণে একটু কাজের গতি ধীর হয়েছে । তাই কাজ পুরো শেষ হতে কয়েকমাস অতিরিক্ত সময় লাগতে পারে ।"
আরও পড়ুন : কেএমডি'র উদ্যোগে রুবি মোড়ে তৈরি হচ্ছে স্কাইওয়াক