প্রোজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর(SSD সমতুল্য) এবং সফটওয়ার ডেভেলপার(ডট নেট)-এর মোট 13টি শূন্যপদে চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ । প্রাথমিকভাবে প্রার্থীদের শর্তসাপেক্ষে এক বছরের জন্য নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীরা পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpds.gov.in-এ আবেদন করতে পারেন । আবেদনকারীর বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই ।
1. প্রোজেক্ট ম্যানেজার
শূন্যপদ : 1টি
শিক্ষাগত যোগ্যতা : i) IT অথবা কম্পিউটার সায়েন্সে 60 শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. অথবা 60 শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে ।
ii) ইনফরমেশন টেকনলজি ইনফ্রাসটাকচার লাইব্রেরি/প্রোজেক্ট ম্যানেজার প্রোগ্রাম-এর সার্টিফিকেট থাকতে হবে ।
iii) ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
iv) অন্তত 20 জনের টিম এবং ন্যূনতম 10 কোটি টাকার প্রোজেক্ট সামলানোর দক্ষতা থাকতে হবে ।
বেতন কাঠামো : 1,50,000 টাকা প্রতি মাসে ।
2. সিনিয়র সফ্টওয়্যার ডেভেলপার
শূন্যপদ : 4টি
শিক্ষাগত যোগ্যতা : i) 60 শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে ।
ii) IT অথবা কম্পিউটার সায়েন্সে 60 শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করে থাকতে হবে ।
iii) সফটওয়্যার ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেন্টেশন সাপোর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে ।
বেতন কাঠামো : 32,000 টাকা প্রতি মাসে ।
3. ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর (SSD সমতুল্য)
শূন্যপদ : 1টি
শিক্ষাগত যোগ্যতা : i) 60 শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে ।
ii) IT অথবা কম্পিউটার সায়েন্সে 60 শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করতে হবে ।
iii) ডেটাবেস ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনে সার্টিফিকেট থাকতে হবে ।
iv) ডেটাবেস ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইম্প্লিমেন্টেশন সাপোর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে ।
বেতন কাঠামো : 32,000 টাকা প্রতি মাসে ।
4. সফটওয়্যার ডেভেলপার(ডট নেট)
শূন্যপদ : 7টি
শিক্ষাগত যোগ্যতা : i) 60 শতাংশ নম্বরসহ MCA করে থাকতে হবে ।
ii) IT অথবা কম্পিউটার সায়েন্সে 60 শতাংশ নম্বরসহ B.E/B.Tech/M.Sc. করে থাকতে হবে ।
iii) সফটওয়্যার ডিজ়াইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশন সাপর্টের প্রমাণিত ট্র্যাক রেকর্ড থাকতে হবে ।
বেতন কাঠামো : 27,000 টাকা প্রতি মাসে ।
বিগত ছয় মাসের মধ্যে যাঁরা আবেদন করেছেন তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ।
প্রার্থী বাছাই প্রক্রিয়া : আবেদনকারীর আবেদন স্ক্রুটিনি এবং বিষয়ের প্র্যাকটিক্যাল জ্ঞান যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনের শেষ তারিখ : 02.11.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।