স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় SME ক্রেডিট অ্যানালিস্ট পদে নিয়োগ । মোট আসন সংখ্যা 20টি । অনলাইন আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।
আসন সংখ্যা :
মোট 20টি শূন্যপদ । জেনেরাল কোটাতে 10 জনকে, OBC কোটাতে পাঁচ জন, SC কোটাতে তিনজন, ST কোটাতে একজন ও EWS কোটাতে একজনকে নিয়োগ করা হবে ।
এই পদের জন্য কী প্রয়োজন :
বয়সসীমা :
1 জানুয়ারি 2020-র হিসেবে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর । সর্বনিম্ন 25 বছর ।
পোস্টিং ও নির্বাচন পদ্ধতি :
ভারতের যে কোনও শাখায় পোস্টিং হতে পারে । প্রথমে শর্টলিস্ট ও পরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর নির্বাচন করা হবে ।
শিক্ষাগত যোগ্যতা :
SME ক্রেডিট অ্যানালিস্ট পদের জন্য প্রার্থীর CA, MBA, PGDM, PGBDM (ফিনান্স) বা যে কোনও বিষয়ে দু'বছরের রেগুলার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে । ব্যাঙ্ক, NBFC, PSU বা ক্রেডিট রেটিং এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো । ব্যালান্স শিট অ্যানালিসিস বা ক্রেডিট মনিটরিংয়ে দক্ষ হলে অগ্রাধিকার পাওয়া যাবে ।
বিশদে জানতে https://bank.sbi/careers ওয়েবসাইটে চোখ রাখুন ।
অ্যাপ্লিকেশন ফি : জেনেরাল, OBC, EWS প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 750 টাকা । SC, ST, PWD প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন ।
আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা https://bank.sbi/careers -এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 13 জুলাই আবেদন করার শেষদিন । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ।
গুরুত্বপূর্ণ তারিখ :
23 জুন থেকে অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে ।
আবেদনের শেষ তারিখ 13 জুলাই ।
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, আরও বিস্তারিত জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।