কলকাতা, 20 জানুয়ারি: বাকি আর মাত্র কয়েকটা দিন । তারপরেই শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (International Kolkata Book Fair 2023)। সেখানে এ বার একের পর এক নতুন চমক । তার মধ্যেই নতুন স্টল সংখ্যা (Record number of stalls)। এ বার 900টি স্টল থাকছে কলকাতা বইমেলায় । এ বছর ইস্ট-ওয়েস্ট মেট্রো চলার কারণে প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা দেখছে গিল্ড ।
এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবে প্রায় 700টি ছোট-বড় বইয়ের স্টল এবং 200টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে । গত বছর করোনা পরিস্থিতির জেরে লিটল ম্যাগাজিনের জায়গা ও পরিমাপে বদল এসেছিল । তবে এ বার আর তা নয় ৷ লিটল ম্যাগাজিনকে আবারও দেখা যাবে সেই পুরনো ছন্দেই । পাশাপাশি এ বছর বইমেলায় প্রবেশের জন্য 9টি গেট তৈরি করা হচ্ছে ৷ যার মধ্যে একটি হবে স্পেনের তোলেদো গেটের আদলে । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অন্যতম কাব্যগ্রন্থ অগ্নিবীণার এ বছর শতবর্ষ । তাই তাঁকে সম্মান জানিয়ে তাঁর নামেও থাকছে একটি গেট ।
পাশাপাশি এ বছর বইমেলা প্রাঙ্গণে মেলা বসছে । ইস্ট-ওয়েস্ট মেট্রো চলার কারণে যাত্রীদের সুবিধা মিলবে । তবে ওই চত্বরে রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে । তবে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে । বইমেলার কয়েকদিন রবিবার মেট্রো পরিষেবা চালু রাখা এবং প্রতিদিন 12 মিনিট অন্তর যে মেট্রো আসে, সেই সময়ের ব্যবধান কমিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে ।
এ দিন সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, বইমেলায় যাতায়াতের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতর অতিরিক্ত বাস পরিষেবা দিচ্ছে এবং বিধান নগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি রুটের নির্ধারিত অটো ভাড়া করা হবে । এ ছাড়া এ বারে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সরাসরি বা যৌথভাবে অংশগ্রহণ করছে প্রায় 20টি দেশ ৷ তার মধ্যে প্রথম অংশগ্রহণ করছে থাইল্যান্ড ।
আরও পড়ুন: কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ
46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে আগামী 30 জানুয়ারি ৷ দুপুর দুটো নাগাদ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি জগতের মন্ত্রী মারিয়া খোসে গালবেজ সালভাদর । এছাড়াও উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় । ওই উদ্বোধন মঞ্চ থেকেই সিইএসসি সৃষ্টি সম্মান 2023 দেওয়া হবে বর্ষীয়াণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ।
এ বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ফুড স্টলের ক্ষেত্রেও থাকছে বিশেষ চমক । পরিবেশ বান্ধব বইমেলার জন্য মেলা প্রাঙ্গণে কোনও রকম আগুন জ্বেলে রান্না করার ব্যবস্থা রাখা যাবে না বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ । ফুড কোর্টে যাতে সাধারণ মানুষের খেতে কোনও অসুবিধা না হয়, এবং বিক্রেতাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে বইমেলা চত্বর থেকে 100 মিটার দূরে আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে রান্নার জন্য । সেখান থেকে খাবার নিয়ে এসে নিজস্ব স্টলে বিক্রি করতে পারবেন বিক্রেতারা ।