কলকাতা, 10 অক্টোবর: তৃণমূলের কর্মসূচি বিজেপির জমিদারদের মনে ভয় ধরিয়ে দিয়েছে ৷ রাজভবন অভিযান সাময়িক প্রত্যাহার করার সময় একথাই বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কথা না-রাখলে শক্তি নিয়ে আন্দোলন হবে জানিয়েও দিয়েছিলেন অভিষেক ।
মঙ্গলবার 24 ঘণ্টারও কম সময়ে এই নিয়ে পদক্ষেপ করেছেন রাজ্যপাল । আর তাতেই নৈতিক জয় দেখছে তৃণমূল । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে । তৃণমূল কংগ্রেস বাংলার 'মানুষের যে দাবি' উত্থাপন করেছে, তাকে যথাযথ গুরুত্ব দেওয়ার জন্য রাজ্যপালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক ।
মঙ্গলবার সকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । এরপরই তৃণমূলের অন্দরে যুদ্ধ জয়ের আমেজ দেখা গিয়েছে । মাসে পর মাস অনুরোধ ও চিঠি দিয়েও যা হয়নি । সেই সাফল্যই এবার এসেছে মাত্র কয়েকদিনে ।
আজ এই নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, "আজ রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের গরিব মানুষের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেছেন । বিষয়টা ভালো । আমরা পরিস্থিতির উপর নজর রাখছি । এবারও কাজ না-হলে পয়লা নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনে যাব আমরা । রাজ্যের মানুষের পাওনা না-পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে । বিজেপির জমিদারির শেষ আমরা করবই ।"
রাজ্যের আরেক মন্ত্রী বীরবাহা হাঁসদার কথায়, "অভিষেকের লড়াই বিজেপি সরকারের মেরুদণ্ডে কাঁপন ধরিয়ে দিয়েছে । আমাদের 21 লক্ষ মনরেগা শ্রমিক নিরলস পরিশ্রম করেছেন । আমরা আশা করছি 31 অক্টোবরের মধ্যেই এই নিয়ে ইতিবাচক সাড়া পাব । না হলে আরও কঠিন লড়াই হবে । তার মতে বিজেপির জমিদারির শেষ, উলটো গুনতি শুরু হয়ে গিয়েছে ।
একইভাবে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তিনি লিখেছেন, "অভিষেকের আন্দোলনের প্রাসঙ্গিকতা প্রমাণ হয়েছে ধরনা প্রত্যাহারের 24 ঘণ্টার মধ্যেই । আশা করছি কেন্দ্র এবার গরিব মানুষের প্রাপ্য দেবে । নাহলে আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি । আরও জোরদার আন্দোলন হবে আগামী দিনে যদি কেন্দ্র বঞ্চনার পর থেকে সরে না আসে ।"
আরও পড়ুন : তৃণমূলের দাবি নিয়ে কেন্দ্রের কাছে দরবার রাজ্যপালের, ধন্যবাদ জানালেন অভিষেক