অন্ডাল, 13 মার্চ : কয়লাকাণ্ডে বড়সড় সাফল্য় পেল সিআইডি ৷ গ্রেফতার করা হল লালা ওরফে অনুপ মাঝির সঙ্গী রণধীর সিংকে ৷ অন্ডাল থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷
ফেব্রুয়ারি মাসের 5 তারিখ সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে একটি দল দুর্গাপুর ও আসানসোলে পৌঁছায় ৷ সেখানে থাকা তালডাঙা, জে কে রোপওয়ে, বক্তারনগর প্রভৃতি এলাকার কয়লাখনিগুলি ঘুরে দেখে ৷ অবৈধভাবে কয়লা তোলার বিষয়ে খোঁজ নেয় তারা ৷ স্থানীয়দের সঙ্গে কথা বলে চুরির বিষয়ে নিশ্চিত হন গোয়েন্দারা ৷ পাশাপাশি কীভাবে চুরি করা হয় তাও খতিয়ে দেখেন ৷ অতীতে ইসিএল কর্তৃপক্ষ বারবার কয়লা চুরির অভিযোগ করে এসেছে ৷ তার ভিত্তিতে কয়লা চুরির তদন্ত শুরু হয়েছে ৷ সেখানেই বিনয় মিশ্র ওরফে লালার নাম উঠে এসেছে ৷
পুরো এলাকা ঘুরে দেখার মাসখানেক পর গ্রেফতার করা হয় রণধীর সিংকে ৷ কাজোরা এলাকায় তাঁর বাড়ি ৷ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, বাম আমল থেকে অবৈধ কাজে জড়িয়ে পড়েন রণধীর ৷ সেসময় অন্ডাল, পাণ্ডবেশ্বর এলাকায় কয়লা পাচার করতেন ৷ তিনি বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ ৷ যদিও প্রকাশ্য়ে এনিয়ে কেউ মুখ খোলেননি ৷ সিআইডি সূত্রে খবর, অবৈধভাবে কয়লা তোলার পর তা রাজ্য়ের বিভিন্ন জায়গায় ও রাজ্য়ের বাইরের বিভিন্ন জায়গায় পৌঁছে যেত ৷ এবং সেখান থেকে পাওয়া টাকা পৌঁছে যেত বিভিন্ন প্রভাবশালীর কাছে ৷
আরও পড়ুন- কয়লা কান্ডে এবার বাশদ্রোনীর ব্যবসায়ীকে নোটিশ সিবিআইয়ের
এদিকে কয়লাকাণ্ডে মুখ্য়মন্ত্রীর ভাইপো এবং সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্ত্রী রুজিরাকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর বোন মেনকা গম্ভীরকে ৷ এরপর সিবিআইয়ের নোটিস গেছে মেনকার স্বামী অঙ্কুশ আরোরা ও অঙ্কুশের বাবার কাছে ৷ সূত্রের খবর, মেনকা গম্ভীরের একটি অ্য়াকাউন্ট রয়েছে লন্ডনের একটি ব্য়াঙ্কে ৷ সেই ব্য়াঙ্কের লেনদেন সম্পর্কে জানতেই তাঁদের নোটিস পাঠানো হয়েছে ৷ আগামী সোমবার তাঁদের নিজাম প্য়ালেসে যেতে বলা হয়েছে ৷