কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন । আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের বক্তব্য, BJP-র দোসর তৃণমূল এই রাজ্যে নাগরিকত্ব(সংশোধনী) আইন কার্যকর করতে চায় ।
রাজ্যজুড়েই CAA ও NRC-র প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । রাস্তায় টায়ার জ্বালিয়ে, ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হচ্ছে । আজ প্রতিবাদে নামে বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও । ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের দাবি, পশ্চিমবঙ্গে কোনওভাবেই নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর করতে দেওয়া হবে না । মানা হবে না NPR ও NRC-ও ।
DYFI-এর রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, "50 শতাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক, নেতা-নেত্রীরা BJP-তে চলে গেছে । জনগণের আদালতে এদের শাস্তি হবে । পশ্চিমবঙ্গে NRC, NPR, CAA চালু করতে দেওয়া হবে না । সংবিধানকে বাঁচাতেই হবে । তৃণমূল কংগ্রেস BJP-কে সঙ্গে নিয়ে এ রাজ্যের মানুষকে বিপদে ফেলতে চাইছে ।"