ETV Bharat / state

CAA-র প্রতিবাদে শিয়ালদায় মশাল মিছিল বামেদের - শিয়ালদা

CAA-র প্রতিবাদে শিয়ালদায় মশাল মিছিল করল বামেরা । DYFI-এর রাজ্য সভাপতি শায়নদীপ মিত্রর নেতৃত্বে আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিল করে তারা ।

rally
মশাল মিছিল
author img

By

Published : Dec 17, 2019, 7:19 PM IST

Updated : Dec 17, 2019, 11:37 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন । আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের বক্তব্য, BJP-র দোসর তৃণমূল এই রাজ্যে নাগরিকত্ব(সংশোধনী) আইন কার্যকর করতে চায় ।

রাজ্যজুড়েই CAA ও NRC-র প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । রাস্তায় টায়ার জ্বালিয়ে, ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হচ্ছে । আজ প্রতিবাদে নামে বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও । ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের দাবি, পশ্চিমবঙ্গে কোনওভাবেই নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর করতে দেওয়া হবে না । মানা হবে না NPR ও NRC-ও ।

বামেদের মশাল মিছিল । দেখুন ভিডিয়ো...

DYFI-এর রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, "50 শতাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক, নেতা-নেত্রীরা BJP-তে চলে গেছে । জনগণের আদালতে এদের শাস্তি হবে । পশ্চিমবঙ্গে NRC, NPR, CAA চালু করতে দেওয়া হবে না । সংবিধানকে বাঁচাতেই হবে । তৃণমূল কংগ্রেস BJP-কে সঙ্গে নিয়ে এ রাজ্যের মানুষকে বিপদে ফেলতে চাইছে ।"

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে পথে নামল বাম ছাত্র ও যুব সংগঠন । আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের বক্তব্য, BJP-র দোসর তৃণমূল এই রাজ্যে নাগরিকত্ব(সংশোধনী) আইন কার্যকর করতে চায় ।

রাজ্যজুড়েই CAA ও NRC-র প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ । রাস্তায় টায়ার জ্বালিয়ে, ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হচ্ছে । আজ প্রতিবাদে নামে বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরাও । ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা । তাদের দাবি, পশ্চিমবঙ্গে কোনওভাবেই নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর করতে দেওয়া হবে না । মানা হবে না NPR ও NRC-ও ।

বামেদের মশাল মিছিল । দেখুন ভিডিয়ো...

DYFI-এর রাজ্য সভাপতি সায়নদীপ মিত্র বলেন, "50 শতাংশ তৃণমূল কংগ্রেসের সমর্থক, নেতা-নেত্রীরা BJP-তে চলে গেছে । জনগণের আদালতে এদের শাস্তি হবে । পশ্চিমবঙ্গে NRC, NPR, CAA চালু করতে দেওয়া হবে না । সংবিধানকে বাঁচাতেই হবে । তৃণমূল কংগ্রেস BJP-কে সঙ্গে নিয়ে এ রাজ্যের মানুষকে বিপদে ফেলতে চাইছে ।"

Intro:নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামল বাম ছাত্র যুবরা। আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মশাল মিছিল করে তারা। বিজেপি এবং তৃণমূলকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বাম ছাত্র যুবরা। বিজেপির দোসর তৃণমূল কংগ্রেস এ রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করতে চায় বলে অভিযোগ করেছে তারা। ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেয় ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি শায়ন দীপ মিত্র।


Body:পশ্চিমবঙ্গে কোন রকম ভাবেই নাগরিকত্ব আইন লাগু করতে দেওয়া হবেনা। এনপিআর এবং এনআরসি মানা হবে না বলে জানিয়েছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি শায়ন দীপ। আজ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত সন্ধ্যেবেলা মশাল মিছিল করলেন তারা। সবকটি বাম সংগঠনের সদস্যরা আজ মিলিত হয়েছিল ধর্মতলায়। সেখানে প্রত্যেকের হাতে ছিল মশাল। মশাল নিয়ে তারা মিছিল করল। ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি শায়ন দীপ মিত্র জানিয়েছেন, 50% তৃণমূল কংগ্রেসের সমর্থক, নেতা-নেত্রীরা বিজেপিতে চলে গিয়েছে। জনগণের আদালতে এদের শাস্তি হবে। পশ্চিমবঙ্গে এনআরসি, এনপিআর এবং সি এ এ চালু করতে দেওয়া হবে না। সংবিধানকে বাঁচাতেই হবে। তৃণমূল কংগ্রেস বিজেপিকে সঙ্গে নিয়ে এ রাজ্যের মানুষকে বিপদে ফেলতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।


Conclusion:
Last Updated : Dec 17, 2019, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.