ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটের দিন 10 জনের মৃত্যুর খবর এসেছে, জানালেন রাজীবা সিনহা - ভোটে মৃত

পঞ্চায়েত ভোটের দিন আপাতত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ৷ রবিবার এ কথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 9, 2023, 12:57 PM IST

কলকাতা, 9 জুলাই: পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলা থেকে এসেছে মৃত্যুর খবর ৷ সংখ্যাটা শনিবার বিকেলের দিকেই 15 ছাড়িয়ে গিয়েছিল ৷ পরে তা আরও বেড়েছে ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে অন্তত 19 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ যদিও রাজ্য নির্বাচন কমিশনের হিসেব বলছে, ভোটের হিংসায় মৃত 10 জন ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা রবিবার জানিয়েছেন, এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ।

আজ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করার সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ভোটের দিনে হিংসায় কতজন বলি হয়েছেন, এই প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে নির্বাচন কমিশনার বলেন, "এখনও পর্যন্ত পুলিশ 10টি মৃত্যু কনফার্ম করেছে ।"

শনিবার ভোটে যেভাবে নানা দিকে অশান্তির ঘটনা ঘটেছে, ব্যালট বাক্স নষ্ট করা হয়েছে, তার ফলে রাজ্যে পুনর্নির্বাচন করা হবে কি না, সেই প্রশ্ন করা হলে রাজীবা সিনহা বলেন, "আজ রাতের মধ্যে তা জানানো হবে ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

গতকাল বিভিন্ন জায়গা থেকে একাধিক মৃত্যুর খবর এলেও দুপুর পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে, পুলিশের রিপোর্ট অনুযায়ী তাঁর কাছে তখনও পর্যন্ত মোট তিনটি মৃত্যুর কথা চূড়ান্ত ভাবে জানানো হয়েছে ।

শনিবার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ে হিংসার ছবি ৷ মুহুর্মুহু বোমা, গুলির তাণ্ডব চলতে থাকে ৷ সঙ্গে দেদার ছাপ্পা ভোট ৷ কোথাও ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়া হয়, আবার কোথাও ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়, কোথাও আবার ব্যালট বাক্সের তালা ভেঙে ব্যালট বের করে তা জ্বালিয়ে দেওয়া হয় ৷ একের পর আসতে থেকে মৃত্যুর খবর ৷ সবচেয়ে বেশি মৃত্যুর খবর মেলে মুর্শিদাবাদ থেকে ৷ এক দিনে সেখানেই ভোটের হিংসার বলি হন পাঁচ জন ৷ এ ছাড়াও উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা ও নদিয়া থেকে আসে একাধিক মৃত্যুর খবর ৷ যদিও কমিশন আজ জানিয়ে দিয়েছে যে, ভোটের হিংসায় 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷

কলকাতা, 9 জুলাই: পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলা থেকে এসেছে মৃত্যুর খবর ৷ সংখ্যাটা শনিবার বিকেলের দিকেই 15 ছাড়িয়ে গিয়েছিল ৷ পরে তা আরও বেড়েছে ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে অন্তত 19 জনের মৃত্যুর খবর মিলেছে ৷ যদিও রাজ্য নির্বাচন কমিশনের হিসেব বলছে, ভোটের হিংসায় মৃত 10 জন ৷ রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা রবিবার জানিয়েছেন, এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ।

আজ রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করার সময় রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ভোটের দিনে হিংসায় কতজন বলি হয়েছেন, এই প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে নির্বাচন কমিশনার বলেন, "এখনও পর্যন্ত পুলিশ 10টি মৃত্যু কনফার্ম করেছে ।"

শনিবার ভোটে যেভাবে নানা দিকে অশান্তির ঘটনা ঘটেছে, ব্যালট বাক্স নষ্ট করা হয়েছে, তার ফলে রাজ্যে পুনর্নির্বাচন করা হবে কি না, সেই প্রশ্ন করা হলে রাজীবা সিনহা বলেন, "আজ রাতের মধ্যে তা জানানো হবে ।"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

গতকাল বিভিন্ন জায়গা থেকে একাধিক মৃত্যুর খবর এলেও দুপুর পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে, পুলিশের রিপোর্ট অনুযায়ী তাঁর কাছে তখনও পর্যন্ত মোট তিনটি মৃত্যুর কথা চূড়ান্ত ভাবে জানানো হয়েছে ।

শনিবার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ে হিংসার ছবি ৷ মুহুর্মুহু বোমা, গুলির তাণ্ডব চলতে থাকে ৷ সঙ্গে দেদার ছাপ্পা ভোট ৷ কোথাও ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেওয়া হয়, আবার কোথাও ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়, কোথাও আবার ব্যালট বাক্সের তালা ভেঙে ব্যালট বের করে তা জ্বালিয়ে দেওয়া হয় ৷ একের পর আসতে থেকে মৃত্যুর খবর ৷ সবচেয়ে বেশি মৃত্যুর খবর মেলে মুর্শিদাবাদ থেকে ৷ এক দিনে সেখানেই ভোটের হিংসার বলি হন পাঁচ জন ৷ এ ছাড়াও উত্তর দিনাজপুর, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা ও নদিয়া থেকে আসে একাধিক মৃত্যুর খবর ৷ যদিও কমিশন আজ জানিয়ে দিয়েছে যে, ভোটের হিংসায় 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.