কলকাতা, 7 জুন : আজ CGO কমপ্লেক্সে CBI দপ্তরে হাজিরা দিলেন রাজীব কুমার । সকাল 11 টায় CGO কমপ্লেক্সে তিনি আসেন ।
দুই সপ্তাহ আগে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠায় CBI । তিনি CBI-র কাছে আরও সময় চান । তবে CBI তা দিতে চায়নি । সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি । তখন সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেয় । নির্দেশ মতো বারাসত কোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার । ক্রটিপূর্ণ আবেদনপত্রের জন্য বারাসত কোর্ট তাঁর আবেদন শোনেনি । এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার ।
হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয় । তবে CBI-র মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় । এই মামলার পরবর্তী শুনানি 12 জুন ।
এরপর আজ CGO কমপ্লেক্সে হাজিরার জন্য রাজীব কুমারকে নোটিশ দেয় CBI । তারই পরিপ্রেক্ষিতে CGO কমপ্লেক্সে আসেন তিনি । সারদা তদন্তে SIT-এর ভূমিকা, SIT প্রধান হিসেবে তাঁর ভূমিকা জানতে চাওয়া হবে । সারদার কর্ণধারের একাধিক ডায়েরি, বিভিন্ন নথি সহ মিডল্যান্ড পার্কের হেড অফিসের ফুটেজ কোথায় তা জানতে চাওয়া হবে।
সূত্রের খবর, সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমার যা যা বাজেয়াপ্ত করেছিলেন তা কেন CBI-কে হস্তান্তর করেননি তা জানতে চাওয়া হবে। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে যে চারটে ট্রাঙ্ক ভরতি নথি পাঠানো হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কোনও নথি নেই । ফলে অনেক মিসিং লিঙ্ক তৈরি হয়েছে । ফলে ব্যাহত হচ্ছে তদন্ত । এই সব প্রশ্নেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে তৈরি CBI ।