ETV Bharat / state

প্রথমে মন্ত্রিসভা পরে পার্থর বৈঠকে গরহাজির রাজীব, তুঙ্গে জল্পনা - Rajiv Banerjee is absent

এর আগে একাধিকবার মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না তিনি । আজ আবারও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অনুপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায় ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 5, 2021, 8:21 PM IST

Updated : Jan 6, 2021, 6:39 AM IST

কলকাতা, ৫ জানুয়ারি : আবারও মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায় । এর আগের কয়েকটি বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন । শুধুমাত্র মন্ত্রিসভার বৈঠকে নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকটিকেও এড়িয়েছেন তিনি । এর ফলে লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ছাড়ার দিন হাওড়ার আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলবদলের জল্পনা তুঙ্গে।

কয়েকদিন ধরেই ক্রমাগত বেসুরো মন্তব্য করে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দু'দিন আগেও হাওড়ার বালিতে রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, "কিছু নেতা রয়েছেন জেলা কর্মীদের নাম ভাঙিয়ে খান। কর্মীদের চাকর-বাকর মনে করেন। কর্মীরা তাঁদের জবাব দেবে। ক্ষমতাচ্যুত করবে ।" রাজীবের এই মন্তব্যে চরম অস্বস্তি তৈরি করেছিল দলের মধ্যে। এরপরই আজ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের দিন স্থির হয়েছিল। এই বৈঠকে যোগ দেননি তিনি। গরহাজির ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও।

কেন তিনি দু'জায়গাতে গরহাজির, তা নিয়ে রাজীববাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । তবে ঘনিষ্ঠ বৃত্তে তিনি জানিয়েছেন শরীর খারাপ থাকার কারণে বৈঠক দুটিতে হাজির হতে পারেননি ।

কলকাতা, ৫ জানুয়ারি : আবারও মন্ত্রিসভার বৈঠকে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায় । এর আগের কয়েকটি বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন । শুধুমাত্র মন্ত্রিসভার বৈঠকে নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকটিকেও এড়িয়েছেন তিনি । এর ফলে লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ছাড়ার দিন হাওড়ার আরও এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলবদলের জল্পনা তুঙ্গে।

কয়েকদিন ধরেই ক্রমাগত বেসুরো মন্তব্য করে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দু'দিন আগেও হাওড়ার বালিতে রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, "কিছু নেতা রয়েছেন জেলা কর্মীদের নাম ভাঙিয়ে খান। কর্মীদের চাকর-বাকর মনে করেন। কর্মীরা তাঁদের জবাব দেবে। ক্ষমতাচ্যুত করবে ।" রাজীবের এই মন্তব্যে চরম অস্বস্তি তৈরি করেছিল দলের মধ্যে। এরপরই আজ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত বৈঠকের দিন স্থির হয়েছিল। এই বৈঠকে যোগ দেননি তিনি। গরহাজির ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও।

কেন তিনি দু'জায়গাতে গরহাজির, তা নিয়ে রাজীববাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি । তবে ঘনিষ্ঠ বৃত্তে তিনি জানিয়েছেন শরীর খারাপ থাকার কারণে বৈঠক দুটিতে হাজির হতে পারেননি ।

Last Updated : Jan 6, 2021, 6:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.