নিউটাউন, 29 জুলাই : গত সপ্তাহে নিউটাউন থানায় অভিযোগ জানান নিউটাউনের বাসিন্দা দুই তরুণী ৷ তাঁরা অভিযোগ করেন, তাঁদের মডেলিংয়ে চান্স করিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে ওই এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই পর্ন ছবির শুটিং করানো হয়। তদন্তে নেমে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা জানতে পারেন, অভিযোগকারিণীর সঙ্গে প্রথমে স্যোশাল মিডিয়ায় আলাপ হয় ধৃত নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষের।
পুলিশের ধারণা মৈনাক ঘোষ এবং নন্দিতা দত্ত, এই দুজনেই প্রতাপ ঘোষের পর্ন ব্যবসার মূল সমন্বয়কারী হিসাবে কাজ করত।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিউটাউনে এবং শহরতলিতে নীল ছবি ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে।
আরও পড়ুন : Raj Kundra: শিল্পা-রাজকে ₹3 লাখ জরিমানা সেবির, শার্লিন চোপড়াকে যৌন হেনস্থার অভিযোগ
জানা গিয়েছে, নাকতলা অঞ্চল থেকে মৈনাক ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং নন্দিতাকে গ্রেফতার করা হয়েছে দমদম এলাকা থেকে। ধৃতদের বারাসত আদালতে পেশ করে সাতদিনের নিজেদের হেফাজতে রাখার আর্জি জানাবে পুলিশ।
এই ঘটনায় যে প্রশ্নটি গোয়েন্দাদের বারবার ভাবাচ্ছে সেটি হল, বিভিন্ন পর্ন ছবির শুটিং করে সেই বিশেষ ছবি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কি পরিকল্পনা ছিল ধৃতদের।
সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছে। ফলে কলকাতার নিউটাউনে তৈরি হওয়া নীল ছবি কি তাহলে রাজ কুন্দ্রার ওয়েবসাইটে কি আপলোড করা হয়েছিল ? তা জানা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে গোয়েন্দাদের কাছে।