ETV Bharat / state

Weather Forecast : দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বিকেলের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা - afternoon time

আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে কমবে নিম্নচাপের প্রভাব ৷ বৃষ্টির পরিমাণও কমবে ৷ তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ৷ বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে ৷ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে, আলিপুর আবহাওয়া অফিস ।

Weather Forecast
দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বিকেলের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনা
author img

By

Published : Sep 15, 2021, 6:58 AM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই । আগামী 24 ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে । সেইসঙ্গে নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে । এর জেরে বৃষ্টির পরিমাণও কমবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,পূর্ব মেদিনীপুর,দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও হলুদ সর্তকতা রয়েছে ।

এই মুহূর্তে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে । নিম্নচাপ আমাদের রাজ্য থেকে বেশ দূরে রয়েছে । তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । অতিরিক্ত পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যে বৃষ্টিপাত চলছে । আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দুর্যোগ কেটে যাবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃষ্টির পরিমাণ কমে আসবে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও । আগামী 24 ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: দফায় দফায় বৃষ্টি, শহর থেকে জেলায় জল যন্ত্রণার চেনা ছবি

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 63.3 মিলিমিটার । তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগেই । আগামী 24 ঘণ্টায় আরও শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হবে । সেইসঙ্গে নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে । এর জেরে বৃষ্টির পরিমাণও কমবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । তবে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,পূর্ব মেদিনীপুর,দক্ষিণ 24 পরগনা ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে ৷ এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও হলুদ সর্তকতা রয়েছে ।

এই মুহূর্তে নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে । আগামী 24 ঘণ্টায় এই নিম্নচাপ উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে । নিম্নচাপ আমাদের রাজ্য থেকে বেশ দূরে রয়েছে । তবে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে রাজ্যে । অতিরিক্ত পরিমাণে জলীয়বাষ্প থাকায় রাজ্যে বৃষ্টিপাত চলছে । আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে দুর্যোগ কেটে যাবে ৷ বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃষ্টির পরিমাণ কমে আসবে ।

আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও । আগামী 24 ঘণ্টাতেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: দফায় দফায় বৃষ্টি, শহর থেকে জেলায় জল যন্ত্রণার চেনা ছবি

আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 63.3 মিলিমিটার । তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.