কলকাতা, 24 জানুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝায় ঠান্ডার লম্বা ইনিংসের সম্ভাবনা এতবার বাধাপ্রাপ্ত হয়েছে যে আবহবিদরাও শীতের চরিত্র বদল নিয়ে দ্বিধায় রয়েছেন । পৌষ মাসের পর মাঘেও রাজ্যজুড়ে বৃষ্টির অস্বস্তি (West Bengal Weather News)। তবে এখনই এই অস্বস্তি থেকে মুক্তি মিলছে না ৷
আজ দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, নদিয়া ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে ৷ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিসের ডিউটি অফিসার পি কে রায় জানান, উত্তর ও দক্ষিণবঙ্গে আরও আটদিন বৃষ্টিপাতের অস্বস্তি বজায় থাকবে । উত্তর-দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার উচ্চতায় বিহার থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে । যার প্রভাবে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে ।
সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.8 ডিগ্রি সেলসিয়াস । আগামী তিনদিন রাতের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না । তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে । তবে এখনই শীত বিদায়ের কোনও পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস ৷
আরও পড়ুন : Etv Bharat Horoscope For 24th January : সিংহ রাশির জাতক-জাতিকাদের অনুকূল দিন আজ, আপনার ভাগ্যে কী রয়েছে ?