কলকাতা, 28 জুলাই: এই রোদ তো, এই ঝমঝমিয়ে বৃষ্টি ৷ বঙ্গের আবহাওয়া এখন এমনই ৷ তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারের পর থেকে । রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । তবে এতেও তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "মালদা ও দুই দিনাজপুরে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়াও উত্তরবঙ্গের উপরের জেলা অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হবে আগামী দু'দিন । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে ।"
জানা গিয়েছে, আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। 30 জুলাই থেকে 1 অগস্ট এই বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গে । তাপমাত্রা দুই বঙ্গে একই থাকবে । বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে তার প্রভাবে উপকূলের জেলাগুলোতে একটু হাওয়ার গতি থাকবে । তাই আজ পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে । কলকাতাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি চলবে । আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি বজায় থাকবে ।
আরও পড়ুন : নতুন উদ্যোগের পরিকল্পনা কর্কটের, বাকিদের ভাগ্যে কি আছে: জানুন রাশিফলে
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা । আজকের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । কলকাতায় আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে । বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে ।
তাপমাত্রার পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 3.7 মিলিমিটার । আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।