ETV Bharat / state

WB Weather Update: রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি - Weather Update of West Bengal

বর্ষা প্রবেশ করলেও ভ্যাপসা গরম যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের ৷ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু । বাড়বে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 22, 2023, 6:50 AM IST

কলকাতা, 22 জুন: পঞ্জাব থেকে ধেয়ে আসা শুষ্ক বাতাসের কুণ্ডলী এই মুহূর্তে পশ্চিম অসম, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর অবস্থান করছে । এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বয়ে নিয়ে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস মিশে একযোগে গতকাল এবং আজ অর্থাৎ 21 ও 22 জুন উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে । 23 জুন শুক্রবার থেকে বৃষ্টি কমলেও একেবারে থেমে যাবে না । সপ্তাহভর বৃষ্টিস্নাত হবে উত্তরবঙ্গ ।

আজ বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই । বুধবার দুপুরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ অংশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । ছ'দিন একই অবস্থানে থাকার পর 18 জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু । 19 জুন বর্ষা ঢুকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে । বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু । বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে ।

দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আগামী দু'দিনের মধ্যে প্রভাব পড়বে মৌসুমী বায়ুর । তবে উত্তরবঙ্গের মত টানা ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনই হবে কি না, তা অবশ্য হাওয়া অফিস নিশ্চিত করে বলতে পারেনি । তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলাতে । আগামী 24 ঘণ্টায় উপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা । দার্জিলিং ও কালিম্পং-সহ উপরের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা । পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধসের পাশাপাশি নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।

আরও পড়ুন: লক্ষ্মীবারে সম্পত্তি ক্রয়ের আগে জেনে রাশিতে গ্রহের অবস্থান

দক্ষিণবঙ্গে আজও কিছু জেলায় অস্বস্তিকর গরম থাকবে আর্দ্রতাজনিত কারণে । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা নিচের দিকে । বুধবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া ৷ এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দ্বিতীয় স্থানে ছিল আসানসোল, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি সেলসিয়াস ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে তাপমাত্রা অন্তত 5 ডিগ্রি কমে যেতে পারে । ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে কয়েকটি জেলায় । দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে । আগামী 48 ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আর কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের ।

আরও পড়ুন : বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের

কলকাতায় আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি না হলে অস্বস্তি কিছুটা থাকবে । আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে । তাপমাত্রার পরিসংখ্যানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য । আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 22 জুন: পঞ্জাব থেকে ধেয়ে আসা শুষ্ক বাতাসের কুণ্ডলী এই মুহূর্তে পশ্চিম অসম, উত্তরপ্রদেশ, বিহার ও উত্তরবঙ্গের উপর অবস্থান করছে । এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বয়ে নিয়ে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বাতাস মিশে একযোগে গতকাল এবং আজ অর্থাৎ 21 ও 22 জুন উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে । 23 জুন শুক্রবার থেকে বৃষ্টি কমলেও একেবারে থেমে যাবে না । সপ্তাহভর বৃষ্টিস্নাত হবে উত্তরবঙ্গ ।

আজ বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরে । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে ঢুকলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই । বুধবার দুপুরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারায় বৃষ্টি হয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সিংহভাগ অংশে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । ছ'দিন একই অবস্থানে থাকার পর 18 জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু । 19 জুন বর্ষা ঢুকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে । বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু । বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে ।

দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আগামী দু'দিনের মধ্যে প্রভাব পড়বে মৌসুমী বায়ুর । তবে উত্তরবঙ্গের মত টানা ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনই হবে কি না, তা অবশ্য হাওয়া অফিস নিশ্চিত করে বলতে পারেনি । তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই তিন জেলাতে । আগামী 24 ঘণ্টায় উপরের দিকের জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা । দার্জিলিং ও কালিম্পং-সহ উপরের জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা । পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমি ধসের পাশাপাশি নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ।

আরও পড়ুন: লক্ষ্মীবারে সম্পত্তি ক্রয়ের আগে জেনে রাশিতে গ্রহের অবস্থান

দক্ষিণবঙ্গে আজও কিছু জেলায় অস্বস্তিকর গরম থাকবে আর্দ্রতাজনিত কারণে । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা নিচের দিকে । বুধবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল বাঁকুড়া ৷ এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি । দ্বিতীয় স্থানে ছিল আসানসোল, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.7 ডিগ্রি সেলসিয়াস ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে তাপমাত্রা অন্তত 5 ডিগ্রি কমে যেতে পারে । ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে কয়েকটি জেলায় । দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে । আগামী 48 ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আর কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের ।

আরও পড়ুন : বুধবার দুপুরে মালদায় বজ্রপাতে মৃত্যু 7 জনের

কলকাতায় আকাশ আজ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টি না হলে অস্বস্তি কিছুটা থাকবে । আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে । তাপমাত্রার পরিসংখ্যানে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87 শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য । আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.