ETV Bharat / state

West Bengal Weather Update: ভাইফোঁটার কাঁটা বৃষ্টি, তাল কাটতে পারে ইডেনে সেমিফাইনালেরও - ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া

কালীপুজোর শুরুটা নির্বিঘ্নে হলেও শেষবেলায় তাল কাটতে পারে বৃষ্টি ৷ এমনকী ভাইফোঁটাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা ৷ তাছাড়া ইডেনে আয়োজিত হতে চলা বিশ্বকাপের সেমিফাইনালেও থাকছে বৃষ্টির আশঙ্কা।

Etv Bharat
আবহাওয়ার খবর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 10:07 AM IST

কলকাতা, 13 নভেম্বর: ভাইফোঁটার দিন আকাশের মুখ ভার থাকবে ৷ রয়েছে বৃষ্টির পূর্বাভাসও ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে আলোর উৎসবের শেষবেলায় কিছুটা হলেও তাল কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কেন এই বিপত্তি ?

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার নাগাদ ওড়িশার উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । সেটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বুধবার রাজ্যের উপকূলের জেলা মূলত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে । শুধু এদিনই নয়. তার পরবর্তী দু'দিনও অর্থাৎ, 16 এবং 17 নভেম্বরও ভিজতে পারে দুই 24 পরগনা-সহ দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলি । ফলে 16 নভেম্বর ইডেনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাধা পড়তে পারে ।

আগামিকাল নিম্নচাপ ঘনীভূত হওয়ার পর তার রূপরেখা বুঝে তবেই ভবিষ্যত পরিস্থিতি সম্বন্ধে স্পষ্ট করে বলতে পারবে হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এই নিম্নচাপের প্রভাবে ভিজলেও বাকি অংশে এর প্রভাব পড়ার সম্ভাবনা বেশ কম। এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের উপর পড়বে না । মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোয়। হেমন্তের হিমের পরশ বেশ ভালোভাবে পাওয়া গেলেও তা একটু কম হবে আগামী কয়েকদিন । কারণ পশ্চিমী ঝঞ্ঝা । এর ফলে উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশের যে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছিল তা ধাক্কা খাবে । যার জেরে গতদিনের তুলনায় ঠান্ডা কিছুটা কম থাকবে ।

ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে । বিশেষ করে উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ মিলছে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডা মালুম হচ্ছে । রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ মূলত রৌদ্রজ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 22 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1. লক্ষ্য সেমিফাইনাল, সোমবার থেকেই ইডেনে মহড়া অজি-প্রোটিয়াদের

2. নয়ে নয়, ডাচদের হারিয়ে শেষ চারের মহড়া সারলেন রোহিতরা; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কলকাতা, 13 নভেম্বর: ভাইফোঁটার দিন আকাশের মুখ ভার থাকবে ৷ রয়েছে বৃষ্টির পূর্বাভাসও ৷ আলিপুর আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে আলোর উৎসবের শেষবেলায় কিছুটা হলেও তাল কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু কেন এই বিপত্তি ?

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার নাগাদ ওড়িশার উপকূলবর্তী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । সেটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে বুধবার রাজ্যের উপকূলের জেলা মূলত দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে । শুধু এদিনই নয়. তার পরবর্তী দু'দিনও অর্থাৎ, 16 এবং 17 নভেম্বরও ভিজতে পারে দুই 24 পরগনা-সহ দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া ও হুগলি । ফলে 16 নভেম্বর ইডেনে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাধা পড়তে পারে ।

আগামিকাল নিম্নচাপ ঘনীভূত হওয়ার পর তার রূপরেখা বুঝে তবেই ভবিষ্যত পরিস্থিতি সম্বন্ধে স্পষ্ট করে বলতে পারবে হাওয়া অফিস । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এই নিম্নচাপের প্রভাবে ভিজলেও বাকি অংশে এর প্রভাব পড়ার সম্ভাবনা বেশ কম। এই নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গের উপর পড়বে না । মূলত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোয়। হেমন্তের হিমের পরশ বেশ ভালোভাবে পাওয়া গেলেও তা একটু কম হবে আগামী কয়েকদিন । কারণ পশ্চিমী ঝঞ্ঝা । এর ফলে উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশের যে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছিল তা ধাক্কা খাবে । যার জেরে গতদিনের তুলনায় ঠান্ডা কিছুটা কম থাকবে ।

ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে । বিশেষ করে উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ মিলছে । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডা মালুম হচ্ছে । রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ মূলত রৌদ্রজ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 22 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।

আরও পড়ুন :

1. লক্ষ্য সেমিফাইনাল, সোমবার থেকেই ইডেনে মহড়া অজি-প্রোটিয়াদের

2. নয়ে নয়, ডাচদের হারিয়ে শেষ চারের মহড়া সারলেন রোহিতরা; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.