কলকাতা, 22 সেপ্টেম্বর : বঙ্গোপসাগর ও অসমে অবস্থিত জোড়া ঘূর্ণাবর্তের জেরে আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের পাঁচটি জেলায় আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টি হবে বলেও জানিয়েছে তারা । এর মধ্যে মালদা ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে ।
উত্তরে দক্ষিণ অসম ও সংলগ্ন অঞ্চলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । যার জেরে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আগামী 24 ঘণ্টা তো বটেই, 48 ঘণ্টায় হালকা থেকে ভারী বৃষ্টি হবে । এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে তুলনামূলক বেশি বৃষ্টি হবে । পাশাপাশি, মালদা ও উত্তর দিনাজপুরেও বৃষ্টির পরিমাণ এই ক'দিন বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । অন্যদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টির বদলে এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা । কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, নদীয়া, বীরভূম সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ও হতে পারে । মৎস্যজীবীদের জন্য এখনও কোনও সর্তকতা জারি করা হয়নি ।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । গত 24 ঘণ্টায় কলকাতা দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ।