ETV Bharat / state

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসা চালু রাখতে রেলপথ ব্যবহারের প্রস্তাব রাজ্যের - ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থল বন্দরগুলি বাণিজ্যের জন্য ব্যবহার করতে দিতে চাইছে না রাজ্য সরকার । এর বিকল্প হিসাবে রেলপথ ব্যবহারের জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল রাজ্য সরকার ।

ছবি
ছবি
author img

By

Published : May 11, 2020, 11:32 AM IST

কলকাতা, 11 মে : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থল বন্দরগুলি বাণিজ্যের জন্য ব্যবহার করতে দিতে অনিচ্ছুক । তাই এর বিকল্প হিসাবে রেলপথ ব্যবহারের জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল রাজ্য সরকার । এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

ভারত - বাংলাদেশ সীমান্তে প্রচুর ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে । ফলে, প্রতিদিন ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকার জিনিসপত্রর । দিনের পর দিন এইভাবে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আবেদন করেছেন, অবিলম্বে সীমান্ত বাণিজ্যে ছাড়পত্র দেওয়া হোক । না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে । কিন্তু কোরোনা সংক্রমণের ভয়ে রাজ্য সরকার চাইছে না এখনই স্থল বন্দরগুলি ব্যবহারের ছাড়পত্র দিতে । বরং বিকল্প হিসেবে কেন্দ্রীয় সরকারকে রেলপথ ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার ‌।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব লিখেছেন, " বর্তমান পরিস্থিতিতে বেশ অনেকটাই নিরাপদ এবং গ্রহণযোগ্য হল রেলপথ । ফলে দু'দেশের পণ্য চলাচলের জন্য রেলপথকেই ব্যবহার করা হোক ।" প্রসঙ্গত, লকডাউন জারি হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক । আমদানি-রপ্তানি ব্যবস্থা থমকে রয়েছে । এই অবস্থায় রেলপথের মাধ্যমে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসা চালু রাখা হোক, চাইছে রাজ্য সরকার ।


কলকাতা, 11 মে : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের স্থল বন্দরগুলি বাণিজ্যের জন্য ব্যবহার করতে দিতে অনিচ্ছুক । তাই এর বিকল্প হিসাবে রেলপথ ব্যবহারের জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল রাজ্য সরকার । এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।

ভারত - বাংলাদেশ সীমান্তে প্রচুর ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে । ফলে, প্রতিদিন ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকার জিনিসপত্রর । দিনের পর দিন এইভাবে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে আবেদন করেছেন, অবিলম্বে সীমান্ত বাণিজ্যে ছাড়পত্র দেওয়া হোক । না হলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে । কিন্তু কোরোনা সংক্রমণের ভয়ে রাজ্য সরকার চাইছে না এখনই স্থল বন্দরগুলি ব্যবহারের ছাড়পত্র দিতে । বরং বিকল্প হিসেবে কেন্দ্রীয় সরকারকে রেলপথ ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার ‌।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব লিখেছেন, " বর্তমান পরিস্থিতিতে বেশ অনেকটাই নিরাপদ এবং গ্রহণযোগ্য হল রেলপথ । ফলে দু'দেশের পণ্য চলাচলের জন্য রেলপথকেই ব্যবহার করা হোক ।" প্রসঙ্গত, লকডাউন জারি হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবাহী ট্রাক । আমদানি-রপ্তানি ব্যবস্থা থমকে রয়েছে । এই অবস্থায় রেলপথের মাধ্যমে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যবসা চালু রাখা হোক, চাইছে রাজ্য সরকার ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.