ETV Bharat / state

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন : আরিজ় আফতাব - Arij Aftab

মোট 9 জন জখম হয়েছেন । সবমিলিয়ে 231 জনকে গ্রেপ্তার করা হয়েছে । সাতজনকে নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে । চারটি FIR দায়ের করা হয়েছে ।

আরিজ় আফতাব
author img

By

Published : Apr 23, 2019, 7:20 PM IST

Updated : Apr 23, 2019, 7:53 PM IST

কলকাতা, 23 এপ্রিল : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে । আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । পাশাপাশি, তিনি বলেন, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে আরিজ় আফতাব বলেন, "দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ ভোট শান্তিপূর্ণ হয়েছে । সকালে কিছু EVM বিকল হয়েছিল। তা ঠিক দেওয়া হয়েছে । তিনটি ঘটনা ঘটেছে। একটি হল - ভগবানগোলা 2 ব্লক বালিগ্রাম প্রাইমারি স্কুল 188 নম্বর বুথে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে । চারজন জখম হয়েছেন । একজন মারা গেছেন, রানিতলা থানাতে 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।" আরও দুটি ঘটনার কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । তিনি বলেন, "একজন রিজ়ার্ভ ভোটকর্মী রিপোর্ট করেছিলেন। পরে তিনি মারা যান। তদন্তের পর বিষয়টি বলা যাবে । আর একটি ছোটো ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে চাকডোবাতে ভোটদানে বাধা দেওয়া হয়। পরে ফের ভোট শুরু হয় ।"

এই সংক্রান্ত আরও খবর : দু'পক্ষের সংঘর্ষ ; তৃণমূল কর্মীদের অস্ত্রের কোপে মৃত্যু ভোটারের

এছাড়া, রতুয়ায় প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক । মালদার একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ নিয়ে আরিজ় আফতাব বলেন, "রিপোর্ট তলব করা হয়েছে।" ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "মোট 9 জন জখম হয়েছেন । সবমিলিয়ে 231 জনকে গ্রেপ্তার করা হয়েছে । সাতজনকে নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে । চারটি FIR দায়ের করা হয়েছে । দুটি বোমা পাওয়া গেছে ।" সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ? সে প্রসঙ্গে আরিজ় আফতাব বলেন, "এটা বুথের বাইরে হয়েছে। SP, DM-দের থেকে রিপোর্ট পেয়েছি। তবে এটি নির্বাচন সংক্রান্ত হিংসা কি না তা তদন্তের পর বলা যাবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : নির্বাচনী আতঙ্কে আত্মহত্যা ভোটকর্মীর ?

অপরদিকে, বিকেল 5টা পর্যন্ত বালুরঘাটে 80.98 শতাংশ ভোট পড়েছে। মালদা উত্তর ও মালদা দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে 76.43 ও 77.45 শতাংশ । জঙ্গিপুরে 78.58 শতাংশ ভোট পড়েছে । আর মুর্শিদাবাদে 81.41 শতাংশ ভোট পড়েছে । আর রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে 78.97 শতাংশ ।

এই সংক্রান্ত আরও খবর : রানিনগরে বুথের বাইরে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন

কলকাতা, 23 এপ্রিল : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে । আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । পাশাপাশি, তিনি বলেন, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ।"

রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে আরিজ় আফতাব বলেন, "দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ ভোট শান্তিপূর্ণ হয়েছে । সকালে কিছু EVM বিকল হয়েছিল। তা ঠিক দেওয়া হয়েছে । তিনটি ঘটনা ঘটেছে। একটি হল - ভগবানগোলা 2 ব্লক বালিগ্রাম প্রাইমারি স্কুল 188 নম্বর বুথে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে । চারজন জখম হয়েছেন । একজন মারা গেছেন, রানিতলা থানাতে 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।" আরও দুটি ঘটনার কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । তিনি বলেন, "একজন রিজ়ার্ভ ভোটকর্মী রিপোর্ট করেছিলেন। পরে তিনি মারা যান। তদন্তের পর বিষয়টি বলা যাবে । আর একটি ছোটো ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে চাকডোবাতে ভোটদানে বাধা দেওয়া হয়। পরে ফের ভোট শুরু হয় ।"

এই সংক্রান্ত আরও খবর : দু'পক্ষের সংঘর্ষ ; তৃণমূল কর্মীদের অস্ত্রের কোপে মৃত্যু ভোটারের

এছাড়া, রতুয়ায় প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক । মালদার একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ নিয়ে আরিজ় আফতাব বলেন, "রিপোর্ট তলব করা হয়েছে।" ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "মোট 9 জন জখম হয়েছেন । সবমিলিয়ে 231 জনকে গ্রেপ্তার করা হয়েছে । সাতজনকে নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে । চারটি FIR দায়ের করা হয়েছে । দুটি বোমা পাওয়া গেছে ।" সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ? সে প্রসঙ্গে আরিজ় আফতাব বলেন, "এটা বুথের বাইরে হয়েছে। SP, DM-দের থেকে রিপোর্ট পেয়েছি। তবে এটি নির্বাচন সংক্রান্ত হিংসা কি না তা তদন্তের পর বলা যাবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : নির্বাচনী আতঙ্কে আত্মহত্যা ভোটকর্মীর ?

অপরদিকে, বিকেল 5টা পর্যন্ত বালুরঘাটে 80.98 শতাংশ ভোট পড়েছে। মালদা উত্তর ও মালদা দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে 76.43 ও 77.45 শতাংশ । জঙ্গিপুরে 78.58 শতাংশ ভোট পড়েছে । আর মুর্শিদাবাদে 81.41 শতাংশ ভোট পড়েছে । আর রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে 78.97 শতাংশ ।

এই সংক্রান্ত আরও খবর : রানিনগরে বুথের বাইরে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন

Intro:




22-04-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ কলকাতার গন্ডোগল প্রবণ এলাকার তালিকা রাহুলের কাছে চাইলেন নতূন পুলিশ কমিশনার ডঃ রাজেশ কুমার।

এদিন লাল বাজারে নতূন পুলিশ কমিশনার সাথে রাহুল সিনহা বলেন, আমরা আজ প্রথমবার নতূন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের বিভিন্ন আবাসন ও বস্তি এলাকায় যে ভাবে ভোটারদের ভয় দেখানো হয়। ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়। সেই সম্পর্কে জানিয়েছি। নতুন পুলিশ কমিশনার রাজেশ কুমার বলেন আমপনারা ওই সব গন্ডোগল প্রবল এলাকার অতীত ইতিহাস তথ্য দুষ্কতিদের নামের তালিকা আমাদের জানান। আমরা ব্যবস্থা নেবও। আমরা দুই একদিনের মধ্যে CP এর কাছে নামের তালিকা জমা দেবও। আমি নতুন CP এর সঙ্গে আলাপ করে অত্যন্ত খুশি। আশাকরি উনি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা উনি রাখবেন।

রাহুল সিনহা বলেন, আমরা বলেছি যে শুধু বিজেপি নয় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ফোন পুলিশ ট্যাপ করেন। উনি আমাদের আশ্বাস্ত করেছেন। এই ধরণের ফোন ট্যাপিং হবে না।



রাহুল সিনহা অভিযোগ করেন, উত্তর কলকাতার বিজেপির ব্যানার ও হোডিং খুলে দেওয়া হচ্ছে। এই অভিযোগে আজ কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত অভিযোগ জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।


রাহুল সিনহা অভিযোগ করেন, কয়েকটি থানার OC পক্ষপাত মূলক আচারণ করছেন। সেই বিষয়েও লিখিত অভিযোগ জানান আজ। উত্তর কলকাতায় এলাকায় বেশ কিছু ভোটার কেউ ভয় দেখানো হচ্ছে। সেই বিষয়েও পুলিশ কমিশনার কে লিখিত অভিযোগ। উত্তর কলকাতায় বেশ কিছু বস্তি এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। লালা বাজারে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন রাহুল সিনহা।

রাজ্যের একাধিক পুলিশ আধিকারিক কে বদলি ইশুতে রাহুল বলেন, যাতে শান্তিতে, নিবিঘ্নে মানুষ ভোট দিতে পারে তার জন্যই নির্বাচণ কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত পুলিশ অফিসার একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে। তাদেরকেই সরানো হচ্ছে।Body:কপিConclusion:
Last Updated : Apr 23, 2019, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.