ETV Bharat / state

কবে রবীন্দ্রভারতীর ছাত্রভোট? আলোচনা হতে পারে কাল

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাঁদের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে ৷ আভাস পাওয়া গেছে যাদবপুর থেকেও ৷ কবে ঘোষণা হবে রবীন্দ্রভারতীর ছাত্রভোটের দিনক্ষণ? আগামীকাল বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে ৷ সেই বৈঠকে উঠে আসতে পারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটের নির্ঘণ্ট ৷

rbu
author img

By

Published : Oct 30, 2019, 7:53 PM IST

কলকাতা, 30 অক্টোবর : রাজ্যের মোট চারটি একক বিশ্ববিদ্যালয়কে ছাত্রভোট করানোর অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর । অনুমতি পাওয়ার পর প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্রভোটের দিন ঘোষণা করে । তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় আগামী বছরের শুরুর দিকে হতে পারে ছাত্রভোট । বাকি থাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র জানান, ছাত্রভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি । বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে । আগামীকাল বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে । সেই বৈঠকেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নিল তাঁদের ছাত্রভোট নিয়ে?

রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার সুবীর মৈত্র বলেন, "আমাদের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । আশা করি খুব শীঘ্রই সিদ্ধান্ত হবে । আমাদের কাল এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক আছে । সেখানে এটা তোলা হতে পারে । যেহেতু এটা কারেন্ট ইশু, আর আমাদের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক অনেক আগে হয়েছিল । পুজোর ছুটির মধ্যেই তো ওটা এসেছিল । এটা নিয়ে এখন আলোচনা চলছে । এটার সিদ্ধান্তটা খুব শীঘ্রই জানানো যাবে ।"

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আগামী 14 নভেম্বর ছাত্রভোটের দিন ঘোষণা করেছে । প্রেসিডেন্সির নিজস্ব নির্বাচনী বিধি অনুযায়ী তাঁরা কাউন্সিল মডেলেই ছাত্রভোট করাবে বলে জানিয়েছিলেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিন স্থির না করলেও বিগত ছাত্রভোটে যে মডেল অনুসরণ করা হয়েছিল, সেই ইউনিয়ন মডেলেই তাঁরা ছাত্রভোট করাবেন বলে জানিয়ে দিয়েছেন । রবীন্দ্রভারতী কোন মডেলে ভোট করাবে? সুবীর মৈত্র বলেন, "সেটা নিয়েও প্রশ্ন আছে । সেগুলো আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব ।"

কলকাতা, 30 অক্টোবর : রাজ্যের মোট চারটি একক বিশ্ববিদ্যালয়কে ছাত্রভোট করানোর অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর । অনুমতি পাওয়ার পর প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্রভোটের দিন ঘোষণা করে । তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় আগামী বছরের শুরুর দিকে হতে পারে ছাত্রভোট । বাকি থাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয় । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র জানান, ছাত্রভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি । বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে । আগামীকাল বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে । সেই বৈঠকেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নিল তাঁদের ছাত্রভোট নিয়ে?

রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার সুবীর মৈত্র বলেন, "আমাদের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । আশা করি খুব শীঘ্রই সিদ্ধান্ত হবে । আমাদের কাল এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক আছে । সেখানে এটা তোলা হতে পারে । যেহেতু এটা কারেন্ট ইশু, আর আমাদের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক অনেক আগে হয়েছিল । পুজোর ছুটির মধ্যেই তো ওটা এসেছিল । এটা নিয়ে এখন আলোচনা চলছে । এটার সিদ্ধান্তটা খুব শীঘ্রই জানানো যাবে ।"

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আগামী 14 নভেম্বর ছাত্রভোটের দিন ঘোষণা করেছে । প্রেসিডেন্সির নিজস্ব নির্বাচনী বিধি অনুযায়ী তাঁরা কাউন্সিল মডেলেই ছাত্রভোট করাবে বলে জানিয়েছিলেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিন স্থির না করলেও বিগত ছাত্রভোটে যে মডেল অনুসরণ করা হয়েছিল, সেই ইউনিয়ন মডেলেই তাঁরা ছাত্রভোট করাবেন বলে জানিয়ে দিয়েছেন । রবীন্দ্রভারতী কোন মডেলে ভোট করাবে? সুবীর মৈত্র বলেন, "সেটা নিয়েও প্রশ্ন আছে । সেগুলো আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব ।"

Intro:কলকাতা, ৩০ অক্টোবর: রাজ্যের মোট চারটি একক বিশ্ববিদ্যালয়কে ছাত্রভোট করানোর অনুমতি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। অনুমতি পাওয়ার পর প্রথম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্রভোটের দিন ঘোষণা করে। তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় আগামী বছরের শুরুর দিকে হতে পারে ছাত্রভোট। বাকি রইল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও ডায়মন্ডহারবার উইমেন্স ইউনিভার্সিটি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র জানান, ছাত্রভোট নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তাঁরা নেননি। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে। সেই বৈঠকেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
Body:ছাত্রভোট করানোর অনুমতি পাওয়া একক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দুটি বিশ্ববিদ্যালয় ছাত্রভোট নিয়ে তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কী ছাত্রভোট কবে হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছে? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুবীর মৈত্র বলেন, "আমাদের এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আশা করি খুব শিগগিরই সিদ্ধান্ত হবে। আমাদের কাল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক আছে। সেখানে এটা তোলা হতে পারে। যেহেতু এটা কারেন্ট ইস্যু। আর আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক অনেক আগে হয়েছিল। পুজোর ছুটির মধ্যেই তো ওটা এসেছিল। এটা নিয়ে এখন আলোচনা চলছে। এটার সিদ্ধান্তটা খুব শিগগিরই জানানো যাবে।"

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আগামী ১৪ নভেম্বর ছাত্রভোটের দিন ঘোষণা করেছে। প্রেসিডেন্সির নিজস্ব নির্বাচনী বিধি অনুযায়ী তাঁরা কাউন্সিল মডেলেই ছাত্রভোট করাবেন বলে জানিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিন স্থির না করলেও বিগত ছাত্রভোট যে মডেলে করা হয়েছিল সেই মডেলেই অর্থাৎ ইউনিয়ন মডেলেই তাঁরা ছাত্রভোট করাবেন বলে জানিয়ে দিয়েছেন। রবীন্দ্রভারতী কোন মডেলে ভোট করাবে? সুবীর মৈত্র বলেন, "সেটা নিয়েও প্রশ্ন আছে। সেগুলো আমরা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।"
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.