কলকাতা, 2 জুন : রেশনে ডাল বণ্টন নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন । যা গড়িয়েছিল রাজ্যপাল পর্যন্ত । এবার রেশনের ডাল দেওয়ার বিষয়টিতে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । এই মাস থেকেই রেশনে মিলবে ডাল । খাদ্য দপ্তর সূত্রে এমন খবরই পাওয়া গেছে । খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই মাসে পাওয়া যাবে 1 কেজি করে মুসুর ডাল । জুলাই এবং অগাস্ট মাসে দেওয়া হবে 1 কেজি করে মুগ ডাল । তবে সবাই পাবেন না রেশনের সেই ডাল।
অন্য রাজ্য ঠিকঠাক পেলেও, পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে না পর্যাপ্ত ডাল। এমনটাই অভিযোগ রাজ্যের খাদ্য দপ্তরের। ফলে কথা থাকলেও রেশনে সেই ডাল দেওয়া যাচ্ছে না । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান মুসুর ডাল দেওয়ার জন্য রাজ্যের প্রয়োজন 14 হাজার 530 মেট্রিক টন ডাল । কেন্দ্রের ঘোষণা অনুযায়ী কার্ড পিছু এক কেজি করে মুসুর ডাল দিতে হলে লাগবে ওই পরিমাণ ডাল । কারণ লকডাউন শুরুর পরেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে এপ্রিল মাস থেকেই রেশন দোকানে মিলবে বিনামূল্যে মুসুর ডাল । খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, যেখানে রাজ্যের চাহিদা 14 হাজার 530 মেট্রিক টন গতমাসের 1 তারিখ পর্যন্ত সেখানে পাঠানো হয়েছে মাত্র 4 হাজার 229 মেট্রিকটন । যা দিয়ে চাহিদা পূরণ অসম্ভব। ফলে এরাজ্যে রেশন দোকান থেকে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না । খাদ্যমন্ত্রী বলেন, “ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ করছে না । বৈষম্যের রাজনৈতিক কৌশল কেন্দ্রের । এটা নোংরা রাজনীতি। অবিলম্বে পরিমাণ মতো মুসুর ডাল পাঠাক কেন্দ্র । কেন এই রাজ্যকে বঞ্চনা করা হবে তার জবাব কিন্তু কেন্দ্রকে দিতে হবে ।"
খাদ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আসরে নামেন রাজ্যপাল । তিনি জানিয়েছেন, ধাপে ধাপে ডাল পাঠানো হচ্ছে রাজ্যকে । অভিযোগ জানান, কিন্তু সেই ডালও রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে না । সূত্রের খবর, এক মাস ধরে যে ডাল পাঠানো হয়েছে তাতে রাজ্যবাসীর একটা অংশের চাহিদা পূরণ সম্ভব । আর তারপরেই ডাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মুহূর্তে রাজ্যের সব মানুষ বিনা পয়সায় চাল পাচ্ছেন । কিন্তু সবাই ডাল পাবেন না । খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, যারা AAY, PHH, SPHH কার্ড হোল্ডার তাঁরাই শুধুমাত্র পাবেন এই ডাল। তবে ডাল দেওয়া হবে মাসের দ্বিতীয় ভাগে । ভিড় এড়াতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
এই মাস থেকেই রেশনে মিলবে ডাল, কারা পাবেন জেনে নিন - state goverment
রেশনের ডাল বণ্টন ইশুকে ঘিরে অনেক দিন ধরেই চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত । তবে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই মাসে পাওয়া যাবে 1 কেজি করে মুসুর ডাল । জুলাই এবং অগাস্ট মাসে দেওয়া হবে 1 কেজি করে মুগ ডাল । তবে সবাই পাবেন না রেশনের সেই ডাল। যারা AAY, PHH, SPHH কার্ড হোল্ডার তাঁরাই শুধুমাত্র পাবেন এই ডাল।
কলকাতা, 2 জুন : রেশনে ডাল বণ্টন নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন । যা গড়িয়েছিল রাজ্যপাল পর্যন্ত । এবার রেশনের ডাল দেওয়ার বিষয়টিতে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । এই মাস থেকেই রেশনে মিলবে ডাল । খাদ্য দপ্তর সূত্রে এমন খবরই পাওয়া গেছে । খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই মাসে পাওয়া যাবে 1 কেজি করে মুসুর ডাল । জুলাই এবং অগাস্ট মাসে দেওয়া হবে 1 কেজি করে মুগ ডাল । তবে সবাই পাবেন না রেশনের সেই ডাল।
অন্য রাজ্য ঠিকঠাক পেলেও, পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে না পর্যাপ্ত ডাল। এমনটাই অভিযোগ রাজ্যের খাদ্য দপ্তরের। ফলে কথা থাকলেও রেশনে সেই ডাল দেওয়া যাচ্ছে না । বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান মুসুর ডাল দেওয়ার জন্য রাজ্যের প্রয়োজন 14 হাজার 530 মেট্রিক টন ডাল । কেন্দ্রের ঘোষণা অনুযায়ী কার্ড পিছু এক কেজি করে মুসুর ডাল দিতে হলে লাগবে ওই পরিমাণ ডাল । কারণ লকডাউন শুরুর পরেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে এপ্রিল মাস থেকেই রেশন দোকানে মিলবে বিনামূল্যে মুসুর ডাল । খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, যেখানে রাজ্যের চাহিদা 14 হাজার 530 মেট্রিক টন গতমাসের 1 তারিখ পর্যন্ত সেখানে পাঠানো হয়েছে মাত্র 4 হাজার 229 মেট্রিকটন । যা দিয়ে চাহিদা পূরণ অসম্ভব। ফলে এরাজ্যে রেশন দোকান থেকে মুসুর ডাল দেওয়া যাচ্ছে না । খাদ্যমন্ত্রী বলেন, “ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণ করছে না । বৈষম্যের রাজনৈতিক কৌশল কেন্দ্রের । এটা নোংরা রাজনীতি। অবিলম্বে পরিমাণ মতো মুসুর ডাল পাঠাক কেন্দ্র । কেন এই রাজ্যকে বঞ্চনা করা হবে তার জবাব কিন্তু কেন্দ্রকে দিতে হবে ।"
খাদ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে আসরে নামেন রাজ্যপাল । তিনি জানিয়েছেন, ধাপে ধাপে ডাল পাঠানো হচ্ছে রাজ্যকে । অভিযোগ জানান, কিন্তু সেই ডালও রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে না । সূত্রের খবর, এক মাস ধরে যে ডাল পাঠানো হয়েছে তাতে রাজ্যবাসীর একটা অংশের চাহিদা পূরণ সম্ভব । আর তারপরেই ডাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই মুহূর্তে রাজ্যের সব মানুষ বিনা পয়সায় চাল পাচ্ছেন । কিন্তু সবাই ডাল পাবেন না । খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, যারা AAY, PHH, SPHH কার্ড হোল্ডার তাঁরাই শুধুমাত্র পাবেন এই ডাল। তবে ডাল দেওয়া হবে মাসের দ্বিতীয় ভাগে । ভিড় এড়াতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।