ETV Bharat / state

PSC Merit List Announced: 3 বছর পর নিয়োগপত্র পাবেন 2934 চাকরিপ্রার্থী, মেধাতালিকা প্রকাশ পাবলিক সার্ভিস কমিশনের - PSC Merit List Announced

রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতির মধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 2934 জন চাকরিপ্রার্থীর মেধাতালিকা প্রকাশ করা হল (PSC Merit List Announced)৷

Nabanna ETV Bharat
নবান্ন
author img

By

Published : Feb 3, 2023, 5:13 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল ৷ এই পরিস্থিতির মাঝেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন চাকরিপ্রার্থীদের (PSC Merit List Announced) জন্য সুখবর শোনাল । প্রায় তিন বছরের মাথায় অবশেষে নিয়োগপত্র হাতে পেতে চলেছেন 2900-এর বেশি চাকরিপ্রার্থী । মূলত নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের অধীনে আইসিডিএস সুপারভাইজারের পদে তাঁরা নিযুক্ত হবেন । সেই পদের জন্যই দেওয়া হচ্ছে চাকরির নিয়োগপত্র ।

মেধাতালিকা প্রকাশ কমিশনের: ইতিমধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একটি মেধাতালিকা বা চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইসিডিএস সেন্টারগুলিতে ফাঁকা থাকা শূন্যপদে এ বার নিয়োগ হতে চলেছে ।

নিয়োগ হতে চলেছে চাকরিপ্রার্থীদের: প্রসঙ্গত, রাজ্যে দীর্ঘদিনই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে নিয়োগ দুর্নীতি মামলায় সংযুক্ত করেছে । চাকরিপ্রার্থীদের একটা অংশ দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন । অবশেষে তাঁরা তাঁদের এই আন্দোলনের সুফল পেতে চলেছেন ।

তিন বছর পরও শূন্যপদে নিয়োগ হয়নি: তথ্য বলছে, 2019 সালে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন । সেইমতো 2020 সালে পরীক্ষা নেওয়া হয় । প্রথম পর্যায়ে প্রিলিমিনারি এবং পরবর্তী পর্যায়ে 2021 সালে হয় মেইন পরীক্ষা । এরপর 2022 সালে ইন্টারভিউ নেওয়া হয় । বিজ্ঞপ্তি দেওয়ার সময় থেকে ধরলে বলতেই হয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ইতিমধ্যেই তিন বছর কেটে গেলেও এই শূন্যপদে নিয়োগ এখনও পর্যন্ত হয়নি ।

আরও পড়ুন: আইন মেনেই চাকরি হবে বাংলায়, বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

আইসিডিএস সুপারভাইজারদের নিয়োগের মেধাতালিকা: তিন বছর পরে এই মেধাতালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন । নবান্ন সূত্রে খবর, যে আইসিডিএস সুপারভাইজারদের নিয়োগের জন্য আজ মেধাতালিকা প্রকাশিত হল, সেখানে শূন্য পদ ছিল 2954 টি । এর মধ্যে পাবলিক সার্ভিস কমিশন এ দিন 2941টি আসনের জন্য মেধাতালিকা প্রকাশ করে ।

মুখ্যমন্ত্রীর অনুরোধেই নিয়োগে গতি: প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় শিশু শিক্ষার সঙ্গে জড়িত আইসিডিএস সেন্টারগুলিতে দীর্ঘদিন শূন্যপদ থাকার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনকে নিয়োগে গতি আনার জন্য অনুরোধ করেছিলেন । মনে করা হচ্ছে, এ দিনের এই মেধাতালিকা মুখ্যমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত সওয়ালের কারণেই দ্রুত গতিতে করা হচ্ছে ।

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক: সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 450-রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল । বৃহস্পতিবারই ডব্লিউবিসিএস পরীক্ষার গ্রেড এ এবং গ্রেড বি-এর ফল প্রকাশ্যে এসেছে । এরপর একশোরও বেশি পরীক্ষার্থী নিয়োগের জন্য নিয়োগপত্র হাতে পেয়েছেন । আজ আরও 2934 জনের মেধাতালিকা প্রকাশ্যে আশায় মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে বড়সড় চমক দিতে চাইছে রাজ্য সরকার ।

কলকাতা, 3 জানুয়ারি: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল ৷ এই পরিস্থিতির মাঝেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশন চাকরিপ্রার্থীদের (PSC Merit List Announced) জন্য সুখবর শোনাল । প্রায় তিন বছরের মাথায় অবশেষে নিয়োগপত্র হাতে পেতে চলেছেন 2900-এর বেশি চাকরিপ্রার্থী । মূলত নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের অধীনে আইসিডিএস সুপারভাইজারের পদে তাঁরা নিযুক্ত হবেন । সেই পদের জন্যই দেওয়া হচ্ছে চাকরির নিয়োগপত্র ।

মেধাতালিকা প্রকাশ কমিশনের: ইতিমধ্যেই রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একটি মেধাতালিকা বা চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইসিডিএস সেন্টারগুলিতে ফাঁকা থাকা শূন্যপদে এ বার নিয়োগ হতে চলেছে ।

নিয়োগ হতে চলেছে চাকরিপ্রার্থীদের: প্রসঙ্গত, রাজ্যে দীর্ঘদিনই নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় হচ্ছে । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডিকে নিয়োগ দুর্নীতি মামলায় সংযুক্ত করেছে । চাকরিপ্রার্থীদের একটা অংশ দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন । অবশেষে তাঁরা তাঁদের এই আন্দোলনের সুফল পেতে চলেছেন ।

তিন বছর পরও শূন্যপদে নিয়োগ হয়নি: তথ্য বলছে, 2019 সালে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন । সেইমতো 2020 সালে পরীক্ষা নেওয়া হয় । প্রথম পর্যায়ে প্রিলিমিনারি এবং পরবর্তী পর্যায়ে 2021 সালে হয় মেইন পরীক্ষা । এরপর 2022 সালে ইন্টারভিউ নেওয়া হয় । বিজ্ঞপ্তি দেওয়ার সময় থেকে ধরলে বলতেই হয়, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ইতিমধ্যেই তিন বছর কেটে গেলেও এই শূন্যপদে নিয়োগ এখনও পর্যন্ত হয়নি ।

আরও পড়ুন: আইন মেনেই চাকরি হবে বাংলায়, বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

আইসিডিএস সুপারভাইজারদের নিয়োগের মেধাতালিকা: তিন বছর পরে এই মেধাতালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন । নবান্ন সূত্রে খবর, যে আইসিডিএস সুপারভাইজারদের নিয়োগের জন্য আজ মেধাতালিকা প্রকাশিত হল, সেখানে শূন্য পদ ছিল 2954 টি । এর মধ্যে পাবলিক সার্ভিস কমিশন এ দিন 2941টি আসনের জন্য মেধাতালিকা প্রকাশ করে ।

মুখ্যমন্ত্রীর অনুরোধেই নিয়োগে গতি: প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জেলায় শিশু শিক্ষার সঙ্গে জড়িত আইসিডিএস সেন্টারগুলিতে দীর্ঘদিন শূন্যপদ থাকার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনকে নিয়োগে গতি আনার জন্য অনুরোধ করেছিলেন । মনে করা হচ্ছে, এ দিনের এই মেধাতালিকা মুখ্যমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত সওয়ালের কারণেই দ্রুত গতিতে করা হচ্ছে ।

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক: সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 450-রও বেশি শূন্যপদে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল । বৃহস্পতিবারই ডব্লিউবিসিএস পরীক্ষার গ্রেড এ এবং গ্রেড বি-এর ফল প্রকাশ্যে এসেছে । এরপর একশোরও বেশি পরীক্ষার্থী নিয়োগের জন্য নিয়োগপত্র হাতে পেয়েছেন । আজ আরও 2934 জনের মেধাতালিকা প্রকাশ্যে আশায় মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের মাধ্যমে বড়সড় চমক দিতে চাইছে রাজ্য সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.