কলকাতা, 9 ফেব্রুয়ারি : তারাপীঠ দর্শনের মধ্যে দিয়ে আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কর্মসূচি শুরু হবে । কর্মসূচি শেষ করবেন বিকেলের ঝাড়গ্রামের জনসভার মধ্যে দিয়ে । নাড্ডা তারাপীঠে পৌঁছাবেন সাড়ে 12টা নাগাদ ৷
সামনে বিধানসভা নির্বাচন । এমন পরিস্থিতিতে দলের প্রচারে বার বার রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সাম্প্রতিককালে এটি নাড্ডার দ্বিতীয় রাজ্যসফর । গত শুক্রবার রাতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আজ তারাপীঠ দর্শন করে চিল্লার মাঠে দুপুর 1টায় পরিবর্তন যাত্রার শুভারম্ভ করবেন তিনি ।
আরও পড়ুন : মালদায় রোড শো শেষে কৃষক সম্মাননিধি নিয়ে মমতাকে আক্রমণ নাড্ডার
দুপুর 2টোয় বামাক্ষ্যাপার মূর্তিতে মাল্যদান করবেন ৷ পরে ঝাড়গ্রামের লালগড় সজীব সংঘ ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা । বিকেল সাড়ে 4টেতে সিধু-কানু মূর্তিতে মাল্যদানের পর 5টা 15 নাগাদ ঝড়গ্রামের জনসভায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর ৷ আজকের কর্মসূচিতে সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ সহ রাজ্য়ের বিজেপি নেতৃত্ব ।