ETV Bharat / state

Protest in KMC: সরকারি কর্মীদের বিরুদ্ধে মামলা রাজ্যের, প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ পৌরনিগমে - কলকাতা হাইকোর্ট

ডিএ (DA) নিয়ে বিধানসভা অভিযান করায় 47 জন সরকারি কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য ৷ এরই প্রতিবাদে সরব হলেন কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়ার, কর্মী ও শ্রমিকরা (Protest in KMC) ৷

বিক্ষোভ কলকাতা পৌরনিগমে
KMC
author img

By

Published : Jan 10, 2023, 7:36 PM IST

বিক্ষোভ মিছিল শ্রমিক, কর্মী ও ইঞ্জিনিয়রদের

কলকাতা, 10 জানুয়ারি: বকেয়া ডিএ (DA) মেটানোর দাবিতে সম্প্রতি বিধানসভা অভিযানে শামিল হয়েছিলেন বাম প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। অভিযোগ, সেই অভিযানে পা মেলানোর অপরাধে 47 জন সরকারি কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা রুজু করা হয়েছে সরকারের তরফে । তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করল কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মী ও ইঞ্জিনিয়ররা (Protest in KMC demanding withdrawal of cases) ।

বকেয়া ডিএ নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে । যার বহু বার বহিঃপ্রকাশ ঘটেছে পথে আন্দোলনের রূপে । পাশাপাশি সরকারি কর্মীরা বকেয়া ডিএ মেটানো নিয়ে আদালতেও দ্বারস্থ হয়েছেন । এখনও চলছে মামলা । রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ কেন্দ্রীয়হারে মিটিয়ে দিতে হবে । একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করেছিল । তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য সরকার ।

সম্প্রতি বিধানসভা ও অভিযান করে এই একই দাবিতে বাম প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কো-আর্ডিনেশন কমিটি । আর সেই অভিযানে যারা যোগ দেয় তাদের 47 জনের বিরুদ্ধে সরকারের তরফে মামলা করা হয় । এদিন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তালাশের সামনে থেকে মিছিল শুরু হয় । মিছিল বিভিন্ন বিভাগ ঘোরে । মিছিল পৌরনিগমের চারপাশ ঘুরে ভিতরে শেষ হয় । মিছিল ছিল স্লোগান মুখর । মামলা প্রত্যাহারের প্রতিবাদে স্লোগান তোলেন মিছিলকারীরা । মিছিল পা মেলান কেএমসি ইঞ্জিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন, কেএমসি ক্লার্ক ইউনিয়ন, কেএমসি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা । মিছিলের নেতৃত্ব ছিলেন মানস সিনহা, পার্থ গুপ্ত, অনুতোষ সরকার । মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয় । পৌর নেতৃত্বের বক্তব্য, ডিএ তাদের হকের প্রাপ্য । আর বহু বছর ধরে সেই টাকা সরকার দিচ্ছে না । সেই ডিএ মিটাতে হবে । হকের দাবিতে আন্দোলন করে বিধানসভা অভিযান করেন সরকারি কর্মীরা । তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।

আরও পড়ুন: ডিএ'র দাবিতে 47 জন আন্দোলনকারীর জামিন মঞ্জুর আদালতের

উল্লেখ্য, এই মহুর্তে কলকাতা পৌরনিগমে 16 হাজার স্থায়ী কর্মরত কর্মী । যারা গত বছর ফেব্রুয়ারি মাস থেকে অবসর নিয়েছেন তাদের পেনশন হলেও গ্র্যাচুরিটি পাচ্ছে না এক বছর হতে চলল । এছাড়াও এখনও কর্তৃপক্ষ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো পৌর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে রাজি হননি । বর্তমানে প্রায় 30 হাজার শূন্য পদে লোক নিয়োগের দাবি করেছে বাম প্রভাবিত এই সমস্ত কর্মী সংগঠন । চুক্তিভিত্তিকদের মজুরি বৃদ্ধি করার দাবি সহ রাজ্য সরকারের নির্দেশিত ভাতা পাচ্ছে না এবং গ্রেচুরিটি দেওয়ার দাবিতে আন্দোলন করছে ।

বিক্ষোভ মিছিল শ্রমিক, কর্মী ও ইঞ্জিনিয়রদের

কলকাতা, 10 জানুয়ারি: বকেয়া ডিএ (DA) মেটানোর দাবিতে সম্প্রতি বিধানসভা অভিযানে শামিল হয়েছিলেন বাম প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। অভিযোগ, সেই অভিযানে পা মেলানোর অপরাধে 47 জন সরকারি কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা রুজু করা হয়েছে সরকারের তরফে । তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবিতে এদিন বিক্ষোভ মিছিল করল কলকাতা পৌরনিগমের শ্রমিক, কর্মী ও ইঞ্জিনিয়ররা (Protest in KMC demanding withdrawal of cases) ।

বকেয়া ডিএ নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে । যার বহু বার বহিঃপ্রকাশ ঘটেছে পথে আন্দোলনের রূপে । পাশাপাশি সরকারি কর্মীরা বকেয়া ডিএ মেটানো নিয়ে আদালতেও দ্বারস্থ হয়েছেন । এখনও চলছে মামলা । রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ কেন্দ্রীয়হারে মিটিয়ে দিতে হবে । একটি নির্দিষ্ট সময়সীমা ধার্য করেছিল । তবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য সরকার ।

সম্প্রতি বিধানসভা ও অভিযান করে এই একই দাবিতে বাম প্রভাবিত সরকারি কর্মচারী সংগঠন রাজ্য কো-আর্ডিনেশন কমিটি । আর সেই অভিযানে যারা যোগ দেয় তাদের 47 জনের বিরুদ্ধে সরকারের তরফে মামলা করা হয় । এদিন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) তালাশের সামনে থেকে মিছিল শুরু হয় । মিছিল বিভিন্ন বিভাগ ঘোরে । মিছিল পৌরনিগমের চারপাশ ঘুরে ভিতরে শেষ হয় । মিছিল ছিল স্লোগান মুখর । মামলা প্রত্যাহারের প্রতিবাদে স্লোগান তোলেন মিছিলকারীরা । মিছিল পা মেলান কেএমসি ইঞ্জিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশন, কেএমসি ক্লার্ক ইউনিয়ন, কেএমসি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা । মিছিলের নেতৃত্ব ছিলেন মানস সিনহা, পার্থ গুপ্ত, অনুতোষ সরকার । মিছিল শেষে সংক্ষিপ্ত সভা হয় । পৌর নেতৃত্বের বক্তব্য, ডিএ তাদের হকের প্রাপ্য । আর বহু বছর ধরে সেই টাকা সরকার দিচ্ছে না । সেই ডিএ মিটাতে হবে । হকের দাবিতে আন্দোলন করে বিধানসভা অভিযান করেন সরকারি কর্মীরা । তাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।

আরও পড়ুন: ডিএ'র দাবিতে 47 জন আন্দোলনকারীর জামিন মঞ্জুর আদালতের

উল্লেখ্য, এই মহুর্তে কলকাতা পৌরনিগমে 16 হাজার স্থায়ী কর্মরত কর্মী । যারা গত বছর ফেব্রুয়ারি মাস থেকে অবসর নিয়েছেন তাদের পেনশন হলেও গ্র্যাচুরিটি পাচ্ছে না এক বছর হতে চলল । এছাড়াও এখনও কর্তৃপক্ষ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো পৌর কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে রাজি হননি । বর্তমানে প্রায় 30 হাজার শূন্য পদে লোক নিয়োগের দাবি করেছে বাম প্রভাবিত এই সমস্ত কর্মী সংগঠন । চুক্তিভিত্তিকদের মজুরি বৃদ্ধি করার দাবি সহ রাজ্য সরকারের নির্দেশিত ভাতা পাচ্ছে না এবং গ্রেচুরিটি দেওয়ার দাবিতে আন্দোলন করছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.