কলকাতা, 4 এপ্রিল : মেধাবী পড়ুয়াদের বঞ্চিত করে অযোগ্য তৃণমূল নেতাদের নাম রয়েছে পিএইচডি তালিকায়, অবিলম্বে তালিকা বাতিলের দাবি আলিয়ার পড়ুয়াদের (Protest by the students of Aliah University against unlawful names in PhD list) ৷ আলিয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যকে হেনস্তা করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি তালিকায় অনৈতিকভাবে ঢোকানো হয়েছে কিছু অযোগ্য পড়ুয়াদের নাম । এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে এই বিষয়টি নিয়েই প্রতিবাদে সরব হয় পড়ুয়ারা । এদিন পড়ুয়াদের একাংশ পার্কসার্কাস ক্যাম্পাসে তাঁদের দাবিগুলো নিয়ে ব্যক্তি প্রতীকি অবস্থান কর্মসূচীর আয়োজন করে ।
বেশ কিছুদিন ধরেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) একটি বিরাট অংশ যেখানে খেলার মাঠ-সহ আরও বেশ কিছু ব্যবস্থা চালু করার কথা ছিল । পড়ে জানা যায় যে সেই জমি অন্য সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ । বিক্ষোভকারীদের অভিযোগ যে ছাত্রছাত্রীদের হোস্টেলের অভাব রয়েছে, নেই খেলার মাঠ ও স্টাফ কোয়াটার । তা সত্ত্বেও প্রস্তাবিত সেই জমির একটা অংশ অন্য প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে খবর । অন্যদিকে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল । কমিটির ফ্যাক্ট ফাইন্ডিং দেখতে চাইলেও পড়ুয়াদের হাতে আসেনি সে রিপোর্ট ।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সাজিদুর রহমান এ বিষয়ে বলেন, "আলিয়া বিশ্ববিদ্যালয়কে যে জমি দেওয়া হয়েছে সেই জমির ওপর ছাত্র-ছাত্রীদের জন্য একটি হোস্টেল গড়ে তুলতে হবে । এই দাবিতে আমরা দীর্ঘদিন লড়াই করছি । এই সমস্যাকে নিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল হয়েছিল তার ফ্যাক্ট ফাইনডিং রিপোর্ট আমরা বারেবারে দেখতে চেয়েছি । কিন্তু কেউ কোনও কর্ণপাত করেনি । আমরা জানতে চাই, এই দুর্নীতির সঙ্গে কে বা কারা জড়িত ৷"
তিনি আরও বলেন , "অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে যে পিএইচডি-র তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কিছু অযোগ্য ছাত্রের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে । যোগ্য ছাত্ররা সেখানে স্থান পায়নি । এর পেছনে তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ আরও অনেকের মদত রয়েছে । পিএইচডি তালিকায় একাধিক তৃণমূল ছাত্র পরিষদের নেতার নাম রয়েছে । বাদ গিয়েছে একাধিক মেধাবী ছাত্র-ছাত্রীর নাম । এই ধরনের অনিয়ম আমরা কোন মতেই বরদাস্ত করব না । আমরা চাই না আমাদের বিশ্ববিদ্যালয় পার্টি অফিসে রূপান্তরিত হোক ।"
পাশপাশি স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পড়ুয়াদের দাবি যে আলিয়া বিশ্ববিদ্যালয় গবেষণা প্রবেশিকা পরীক্ষা (AURET) কে ঘিরে ইতিমধ্যেই একাধিক বিচ্যুতি ও অনিয়ম সামনে এসেছে । বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নোটিফিকেশন অনুসারে 50 নম্বরের পরীক্ষার কথা বলা হলেও পরীক্ষার হলে গিয়ে বিস্তর অমিল পেয়েছেন পরীক্ষার্থীরা । আবার অনৈতিকভাবে কয়েকজনকে সুযোগ করে দেওয়ার জন্য প্রশ্নপত্র আগাম ফাঁস করে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে ।"
আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া বিশ্ববিদ্যালয় কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ, নাম জড়াল তৃণমূলের