ETV Bharat / state

কলকাতা পৌরনিগমে সম্পত্তি কর জমা দেওয়ার সময়সীমা বাড়ল 3 মাস - corona

জনসাধারণের কথা ভেবে সম্পত্তি কর দেওয়ার সময়সীমা বাড়িয়ে 31 জুন পর্যন্ত করল কলকাতা পৌরনিগম ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 31, 2020, 9:22 PM IST

কলকাতা, 31 মার্চ : লকডাউনের সময় শহরবাসীকে রেহাই দিতে সম্পত্তি কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ বছরের প্রথম ত্রৈমাসিক সম্পত্তি কর জমা দেওয়ার আজ ছিল শেষ দিন ৷ জনসাধারণের কথা ভেবে এই সময়সীমা বাড়িয়ে 31 জুন পর্যন্ত করা হল ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷

বৈঠকে তিনি বলেন, "দেশজুড়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সকলেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে লকডাউন চলছে ৷ ফলে বহু মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না ৷ সম্পত্তি কর প্রদানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷"

তিনি আরও বলেন, "আজ সম্পত্তি কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ কিন্তু মানুষ গৃহবন্দী থাকায় অনেকেই নির্দিষ্ট দিনের মধ্যে এই কর জমা দিতে পারেননি ৷ তাঁদের জন্য এই করের সময়সীমা আরও বাড়ানো হল ৷" জুন মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করলেন তিনি ৷ সঙ্গে জানান, যাঁরা সম্পত্তি করে ছাড়ের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ছাড়ের আবেদন মঞ্জুর করেছে পৌরনিগম ৷

কলকাতা, 31 মার্চ : লকডাউনের সময় শহরবাসীকে রেহাই দিতে সম্পত্তি কর জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ বছরের প্রথম ত্রৈমাসিক সম্পত্তি কর জমা দেওয়ার আজ ছিল শেষ দিন ৷ জনসাধারণের কথা ভেবে এই সময়সীমা বাড়িয়ে 31 জুন পর্যন্ত করা হল ৷ আজ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷

বৈঠকে তিনি বলেন, "দেশজুড়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ৷ সকলেই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছি ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যে লকডাউন চলছে ৷ ফলে বহু মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না ৷ সম্পত্তি কর প্রদানের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরনিগম ৷"

তিনি আরও বলেন, "আজ সম্পত্তি কর জমা দেওয়ার শেষ দিন ছিল ৷ কিন্তু মানুষ গৃহবন্দী থাকায় অনেকেই নির্দিষ্ট দিনের মধ্যে এই কর জমা দিতে পারেননি ৷ তাঁদের জন্য এই করের সময়সীমা আরও বাড়ানো হল ৷" জুন মাসের 31 তারিখ পর্যন্ত এই সময়সীমা বাড়ানোর কথাও ঘোষণা করলেন তিনি ৷ সঙ্গে জানান, যাঁরা সম্পত্তি করে ছাড়ের জন্য আবেদন করেছিলেন, তাঁদের ছাড়ের আবেদন মঞ্জুর করেছে পৌরনিগম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.