ETV Bharat / state

PM Vishwakarma Scheme: এই কাজে যুক্ত হলে আপনিও পারবেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নাম লেখাতে - Vishwakarma Scheme start in West Bengal

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় রাজ্যে শুরু হল নাম নথিভুক্ত করার কাজ ৷ কোন খাতের কাজ হলে আপনি নাম লেখাতে পারবেন, দেখে নিন এক নজরে ৷

Etv Bharat
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় নাম নথিভুক্ত শুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 9:40 PM IST

কলকাতা, 31 অক্টোবর: রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জীবিকার উপায় করে দিতে এবার শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। মূলত, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীভুক্ত এসটি, এসসি এবং ওবিসিদের এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ঘোষণা করেন। এবার তা লাগু হল বাংলাতেও ৷ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন যে 23-24 আর্থিক বছর থেকে শুরু করে 27-28 সালের অর্থবর্ষ পর্যন্ত 13 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। প্রতি বিধানসভায় প্রায় 1 হাজার মানুষ এই প্রকল্পের আয়তাভুক্ত হবেন। একটি সিলেকশন কমিটিও তৈরি করা হচ্ছে। যাঁদের এই প্রশিক্ষণের প্রকৃত প্রয়োজন রয়েছে তাঁদের চিহ্নিত করে নির্বাচন করা হবে। একসময় এইভাবে চিন বিপ্লব এনেছিল। এবার বাংলা বিপ্লব আনবে।

তিনি আরও জানান যে, এই প্রকল্পের মাধ্যমে যাদের নির্বাচন করা হবে তারা 15 দিনের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে তাঁদের। সংরঞ্জাম কিনতে 15 হাজার টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ে 5 শতাংশ হারে সুদের বিনিময়ে 1 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে। প্রথম ধাপের ঋণের মেয়াদ 18 মাস।
দ্বিতীয় পর্বের ঋণের মেয়াদ 30 মাস।

রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস জানিয়েছেন যে, অনগ্রসর মানুষদের সমাজের মূলস্রোতে এগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। তার মধ্যে এটি একটি। নিঃসন্দেহে এইসব পিছিয়ে পড়া মানুষদের অনেকটাই সাহায্য হবে। শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়ও তাঁরা স্টাইপেন্ড পাবেন। মাত্র 5 শতাংশ সুদে ঋণ পাবেন। এর ফলে তাঁদের কর্ম সংস্থানে অনেকটাই সাহায্য হবে।

রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাম নতিভূক্তকরণ। এরপর সিলেকশন কমিটির মাধ্যমে নাম বাছাইয়ের কাজ শুরু হবে। তারপরেই শুরু হয়ে যাবে প্রশিক্ষণের পালা। জানা গিয়েছে, যাঁদের কাজ খুব ভালো হবে তাঁদের তৈরি জিনিসপত্র রপ্তানি করারও সুযোগ করে দেবে কেন্দ্র।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কাজ তালিকাভুক্ত রয়েছে এই প্রকল্পে :

1) সুতোর মিস্ত্রি 2) যাঁরা নৌকা তৈরি করেন 3) যারা অস্ত্র তৈরি করেন 4) লোহার মিস্ত্রি 5) যাঁরা হাতুড়ি এবং টুলকিট তৈরি করেন 6) যাঁরা তালা তৈরি করেন 7) ভাস্কর এবং যারা পাথর খোদাই করেন 8) যাঁরা পাথর ভাঙেন 9) যাঁরা সোনার গহনা তৈরি করেন 10) কুমোর 11) চর্মকার 12) যাঁরা জুতা তৈরি করেন 13) রাজমিস্ত্রি 14) যাঁরা পুতুল এবং খেলনা তৈরি করেন 15) নাপিত 16) মালাকার বা শোলার কাজ তৈরি করেন, 17) ধোপা 18) দর্জি ও যাঁরা মাছ ধরার জাল তৈরি করেন।

কলকাতা, 31 অক্টোবর: রাজ্যের পিছিয়ে পড়া মানুষের জীবিকার উপায় করে দিতে এবার শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। মূলত, সমাজের পিছিয়ে পরা জনগোষ্ঠীভুক্ত এসটি, এসসি এবং ওবিসিদের এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের ঘোষণা করেন। এবার তা লাগু হল বাংলাতেও ৷ বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন যে 23-24 আর্থিক বছর থেকে শুরু করে 27-28 সালের অর্থবর্ষ পর্যন্ত 13 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। প্রতি বিধানসভায় প্রায় 1 হাজার মানুষ এই প্রকল্পের আয়তাভুক্ত হবেন। একটি সিলেকশন কমিটিও তৈরি করা হচ্ছে। যাঁদের এই প্রশিক্ষণের প্রকৃত প্রয়োজন রয়েছে তাঁদের চিহ্নিত করে নির্বাচন করা হবে। একসময় এইভাবে চিন বিপ্লব এনেছিল। এবার বাংলা বিপ্লব আনবে।

তিনি আরও জানান যে, এই প্রকল্পের মাধ্যমে যাদের নির্বাচন করা হবে তারা 15 দিনের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে তাঁদের। সংরঞ্জাম কিনতে 15 হাজার টাকা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ে 5 শতাংশ হারে সুদের বিনিময়ে 1 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে। প্রথম ধাপের ঋণের মেয়াদ 18 মাস।
দ্বিতীয় পর্বের ঋণের মেয়াদ 30 মাস।

রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস জানিয়েছেন যে, অনগ্রসর মানুষদের সমাজের মূলস্রোতে এগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন। তার মধ্যে এটি একটি। নিঃসন্দেহে এইসব পিছিয়ে পড়া মানুষদের অনেকটাই সাহায্য হবে। শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময়ও তাঁরা স্টাইপেন্ড পাবেন। মাত্র 5 শতাংশ সুদে ঋণ পাবেন। এর ফলে তাঁদের কর্ম সংস্থানে অনেকটাই সাহায্য হবে।

রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাম নতিভূক্তকরণ। এরপর সিলেকশন কমিটির মাধ্যমে নাম বাছাইয়ের কাজ শুরু হবে। তারপরেই শুরু হয়ে যাবে প্রশিক্ষণের পালা। জানা গিয়েছে, যাঁদের কাজ খুব ভালো হবে তাঁদের তৈরি জিনিসপত্র রপ্তানি করারও সুযোগ করে দেবে কেন্দ্র।

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কাজ তালিকাভুক্ত রয়েছে এই প্রকল্পে :

1) সুতোর মিস্ত্রি 2) যাঁরা নৌকা তৈরি করেন 3) যারা অস্ত্র তৈরি করেন 4) লোহার মিস্ত্রি 5) যাঁরা হাতুড়ি এবং টুলকিট তৈরি করেন 6) যাঁরা তালা তৈরি করেন 7) ভাস্কর এবং যারা পাথর খোদাই করেন 8) যাঁরা পাথর ভাঙেন 9) যাঁরা সোনার গহনা তৈরি করেন 10) কুমোর 11) চর্মকার 12) যাঁরা জুতা তৈরি করেন 13) রাজমিস্ত্রি 14) যাঁরা পুতুল এবং খেলনা তৈরি করেন 15) নাপিত 16) মালাকার বা শোলার কাজ তৈরি করেন, 17) ধোপা 18) দর্জি ও যাঁরা মাছ ধরার জাল তৈরি করেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.