কলকাতা, 17 জুলাই : রয় কৃষ্ণর পর এবার প্রবীর দাসকে দলে রাখল ATK মোহনবাগান । 3 বছরের জন্য এই বাঙালি ডিফেন্ডারকে সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে । গত মরশুমে ATK-র ISL চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর ছিলেন এই ফুটবলারটি । নতুন মরশুমে ফের সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ পেয়ে খুশি সোদপুরের ফুটবলার ।
"ATK মোহনবাগানে যোগ দিতে পেরে আমি খুব খুশি । ATK এবং মোহনবাগান দুই ক্লাব থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি । দু'টি ক্লাবের সঙ্গেই আমি মানসিকভাবে যুক্ত । গর্বিত মনে হচ্ছে নিজেকে । সবুজ-মেরুন জার্সি পরার জন্য মুখিয়ে আছি," প্রবীর দাস বলেন ।
পৈলান অ্যারোজ থেকে শুরু করে ডেম্পো FC-তে খেলার পরে FC গোয়াতে যোগ দেন । তারপর দিল্লি ডায়নামোজে খেলার পরে 2016 সালে ATK-তে যোগ দেন । দলের খেতাব জয়ে বড় ভূমিকাও নেন । কিন্তু 2018-19 মরশুমে চোটের জন্য সারাবছর খেলতে পারেননি প্রবীর । কিন্তু গত মরশুমে দুরন্ত ফর্মে মাঠে ফেরেন । আন্তেনিও লোপেজ হাবাসের দলে তিনি ছিলেন অটোমেটিক চয়েস । 26 বছর বয়সি রাইট ব্যাক গত বছরের ISL-এ 5টি গোলের ক্ষেত্রে সাহায্য করেছিলেন । যা তাঁকে সবচেয়ে আক্রমণাত্মক রাইট ব্যাক হিসেবে স্বীকৃতি দিয়েছে । দু'বারের ISL জয়ের অভিজ্ঞতাসম্পন্ন প্রবীর দাসের যোগ দান ATK মোহনবাগানের রক্ষণভাগকে শক্তিশালী করবে বলে মনে করছেন সবুজ-মেরুন কর্তৃপক্ষ ।