ETV Bharat / state

রবিবার থেকে সুফল বাংলার স্টলে মিলবে 25 টাকা কেজি দরে আলু

author img

By

Published : Jul 25, 2020, 12:54 AM IST

রবিবার থেকে সুফল বাংলার স্টলগুলিতে 25 টাকা কেজি দরে আলু মিলবে । এমনই সিদ্ধান্ত নিল সরকার ।

Lower rate of Potatoes will be available at Sufal Bangla stall
Lower rate of Potatoes will be available at Sufal Bangla stall

কলকাতা, 24 জুলাই : আকাশছোঁয়া আলুর দাম থেকে মধ্যবিত্তকে পরিত্রাণ দিতে এবার উদ্যোগী রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হল সুফল বাংলায় 25 টাকা মূল্যে আলু বিক্রি করা হবে । রাজ্যের সমস্ত সুফল বাংলার স্টলে সরকার নির্ধারিত মূল্যে আলু পাওয়া যাবে বলেই খবর প্রকাশিত হয়েছে । এবং রাজ্য রাজ্য সরকারের নির্দেশিকায় জানান হয়েছে, 40 বস্তার বেশি আলু মজুত করে রাখা যাবে না ।

কোরোনা ও লকডাউন পরিস্থিতির মধ্যেই চড়চড় করে বেড়ে গিয়েছে আলুর মূল্য । বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে । চন্দ্রমুখি আলুর দর কেজি প্রতি 34 বা 35 টাকা । হঠাৎ করে আলুর মূল্য ঊর্ধ্বমুখী হওয়া নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । আলুর দাম কমাতে আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয় । এই বৈঠকেই সিদ্ধান্ত হয় সুফল বাংলার স্টলে 25 টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু ।

বৈঠকে আলু ব্যবসায়ীরা জানিয়েছে, আলুর অত্যাধিক চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে দাম। এছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় ও ওড়িশায় আলু রপ্তানি করছে ব্যবসায়ীরা। এর ফলে বাড়ছে দাম । ব্যবসায়ীরা দাম বেশি পেতে আলু মজুত করছে কোল্ড স্টোরেজে ।

কলকাতা, 24 জুলাই : আকাশছোঁয়া আলুর দাম থেকে মধ্যবিত্তকে পরিত্রাণ দিতে এবার উদ্যোগী রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হল সুফল বাংলায় 25 টাকা মূল্যে আলু বিক্রি করা হবে । রাজ্যের সমস্ত সুফল বাংলার স্টলে সরকার নির্ধারিত মূল্যে আলু পাওয়া যাবে বলেই খবর প্রকাশিত হয়েছে । এবং রাজ্য রাজ্য সরকারের নির্দেশিকায় জানান হয়েছে, 40 বস্তার বেশি আলু মজুত করে রাখা যাবে না ।

কোরোনা ও লকডাউন পরিস্থিতির মধ্যেই চড়চড় করে বেড়ে গিয়েছে আলুর মূল্য । বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে । চন্দ্রমুখি আলুর দর কেজি প্রতি 34 বা 35 টাকা । হঠাৎ করে আলুর মূল্য ঊর্ধ্বমুখী হওয়া নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । আলুর দাম কমাতে আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক হয় । এই বৈঠকেই সিদ্ধান্ত হয় সুফল বাংলার স্টলে 25 টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু ।

বৈঠকে আলু ব্যবসায়ীরা জানিয়েছে, আলুর অত্যাধিক চাহিদা বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে দাম। এছাড়াও প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খন্ড, ছত্তিশগড় ও ওড়িশায় আলু রপ্তানি করছে ব্যবসায়ীরা। এর ফলে বাড়ছে দাম । ব্যবসায়ীরা দাম বেশি পেতে আলু মজুত করছে কোল্ড স্টোরেজে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.