মানিকতলা, 25 এপ্রিল : মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত মানিকতলা এলাকা । পরে তা রাজনৈতিক আকার ধারণ করে ৷ সময় গড়াতেই বিজেপি এবং তৃণমূলের সদস্যরা একে অন্যের দিকে তেড়ে যায় । সংঘর্ষে দুই দলের সদস্যরাই রক্তাক্ত হন । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতার মানিকতলা থানা এলাকার মুরারিপুকুর এলাকা পুলিশ ।
অভিযোগ রাতে দুই মহিলাকে জড়িয়ে ধরে এক ব্যক্তি । তারপর এক মহিলার জামা ছিড়ে দেয় ওই ব্যক্তি । জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় কলা বিক্রেতা । ওই দুই মহিলা মানিকতলা থানায় অভিযোগ দায়ের করতে গেলে ওই অভিযুক্ত ব্যক্তি সেই সময়ও থানা চত্বরে হাজির ছিল । সূত্রের খবর, ওই দুই মহিলা তৃণমূলের সমর্থক । কিন্তু অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত । কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের প্রায় 100 জন লোক এসে রাস্তায় ফেলে অভিযুক্ত ওই ব্যক্তিকে মারতে শুরু করে । তার খানিক পরেই বিজেপির কিছু সদস্য সেখানে উপস্থিত হয় ৷ দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা , হাতাহাতি ৷ এর ফলে দু’পক্ষের লোকই আহত হন ৷
এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ শেষে পুলিশকে লাঠি চালাতে হয় বলে জানা গিয়েছে । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি ইএসডি অজয় প্রসাদ । এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । বিজেপির এক সমর্থক ওই ব্যক্তির বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ব্যক্তি একজন প্রৌঢ় ৷ তিনি বিজেপি সমর্থক বলে তৃণমূলের মহিলারা প্রৌঢ়ের নামে মিথ্যে অভিযোগ করছে ৷
আরও পড়ুন : দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও