ETV Bharat / state

Lake Town Murder : লেক টাউনের বৃদ্ধা খুনের কিনারা, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার পরিচারক - Lake Town Murder

মৃত বৃদ্ধার নাম দীপা মুখোপাধ্যায় ৷ চলতি মাসের 21 তারিখে বৃদ্ধার ছেলে তাপস মুখোপাধ্যায় লেক টাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ ঘরের মেঝে থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ মৃতদেহে পচন শুরু হয়ে গিয়েছিল ৷

লেক টাউনের বৃদ্ধা খুনের কিনারা
লেক টাউনের বৃদ্ধা খুনের কিনারা
author img

By

Published : Jul 31, 2021, 3:37 PM IST

কলকাতা, 31 জুলাই : লেক টাউনে বৃদ্ধাকে খুনের কিনারা করল পুলিশ ৷ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল মৃত বৃদ্ধার পরিচারককে ৷ ধৃতের নাম দীনেশ প্রসাদ ৷ বছর 35-এর দীনেশের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুঠের সামগ্রী ৷

মৃত বৃদ্ধার নাম দীপা মুখোপাধ্যায় ৷ চলতি মাসের 21 তারিখে বৃদ্ধার ছেলে তাপস মুখোপাধ্যায় লেক টাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ ঘরের মেঝে থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ মৃতদেহে পচন শুরু হয়ে গিয়েছিল ৷

তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে অভিযোগ দায়েরের কয়েকদিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে । লেক টাউনের বাড়িতে ওই বৃদ্ধার সঙ্গে থাকত পরিচারক দীনেশ প্রসাদ । তাপসবাবু পুলিশকে জানান, কাজের জন্য তিনি কলকাতার বাইরে থাকেন । প্রতিবেশীদের কাছ থেকে তিনি ফোনে খবর পান তাঁর মাকে কয়েকদিন ধরে বাইরে দেখা যাচ্ছে না । পরিচারক দীনেশের সঙ্গে যোগাযোগ করা হলেও সে ফোন ধরেনি ৷ এরপরে প্রতিবেশীরাই খুনের ঘটনার কথা জানান ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন ; গ্রেফতার এক

তদন্তকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তদন্ত শুরু হয় । বৃদ্ধার খোয়া যাওয়া ফোন এবং পরিচারকের ফোনটি ট্রাকিং করতে শুরু করে পুলিশ । সেখান থেকেই জানা যায় উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়ে আছে দীনেশ । আজ ভোরে উত্তরপ্রদেশ থেকে দীনেশকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধার হয় লুঠের সামগ্রীও ।

কলকাতা, 31 জুলাই : লেক টাউনে বৃদ্ধাকে খুনের কিনারা করল পুলিশ ৷ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হল মৃত বৃদ্ধার পরিচারককে ৷ ধৃতের নাম দীনেশ প্রসাদ ৷ বছর 35-এর দীনেশের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুঠের সামগ্রী ৷

মৃত বৃদ্ধার নাম দীপা মুখোপাধ্যায় ৷ চলতি মাসের 21 তারিখে বৃদ্ধার ছেলে তাপস মুখোপাধ্যায় লেক টাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ ঘরের মেঝে থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ মৃতদেহে পচন শুরু হয়ে গিয়েছিল ৷

তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে অভিযোগ দায়েরের কয়েকদিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে । লেক টাউনের বাড়িতে ওই বৃদ্ধার সঙ্গে থাকত পরিচারক দীনেশ প্রসাদ । তাপসবাবু পুলিশকে জানান, কাজের জন্য তিনি কলকাতার বাইরে থাকেন । প্রতিবেশীদের কাছ থেকে তিনি ফোনে খবর পান তাঁর মাকে কয়েকদিন ধরে বাইরে দেখা যাচ্ছে না । পরিচারক দীনেশের সঙ্গে যোগাযোগ করা হলেও সে ফোন ধরেনি ৷ এরপরে প্রতিবেশীরাই খুনের ঘটনার কথা জানান ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রকাশ্যে কুপিয়ে খুন ; গ্রেফতার এক

তদন্তকারীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । তদন্ত শুরু হয় । বৃদ্ধার খোয়া যাওয়া ফোন এবং পরিচারকের ফোনটি ট্রাকিং করতে শুরু করে পুলিশ । সেখান থেকেই জানা যায় উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়ে আছে দীনেশ । আজ ভোরে উত্তরপ্রদেশ থেকে দীনেশকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধার হয় লুঠের সামগ্রীও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.