কলকাতা, 11 সেপ্টেম্বর : আজ রাজ্যজুড়ে চলছে লকডাউন ৷ তবে, আগামীকালের লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য সরকার । আজকের লকডাউনে শহরের চিত্রটা কিছুটা অন্যরকম । শিয়ালদা, রাজাবাজার, মানিকতলা, কাঁকুড়গাছি, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল অ্যাভিনিউসহ বিস্তীর্ণ এলাকায় লকডাউন কিছুটা শিথিল হতেই দেখা গেল ।
সকাল থেকেই দীর্ঘ সময় পুলিশের তৎপরতা ছিল না রাস্তাগুলিতে । আগের লকডাউনগুলিতে যেভাবে নাকা চেকিং হয়েছিল, আজকের লকডাউনে তেমনটা দেখা গেল না । পুলিশি টহল নেই বললেই চলে । অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা তাঁরাই একমাত্র পথে নেমেছেন । যদিও খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোননি মানুষ ।
কোরোনার সংক্রমণ রুখতে লকডাউন কতটা কার্যকরী হবে তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে । পরশু সর্বভারতীয় স্তরের NEET পরীক্ষা । সেকারণে আগামীকাল লকডাউন হচ্ছে না রাজ্যে । কিছু মানুষ লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বেরোলেও, সিংহভাগ মানুষ বাড়িতেই রয়েছেন । স্বতঃস্ফূর্তভাবে তাঁরা লকডাউনকে মেনে চলছেন । তবে, কিছু ব্যতিক্রম থাকেই ৷ তেমনি মুখে মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন মানিকতলা রাজাবাজার চত্বরের কিছু মানুষ । সকাল থেকে লকডাউনের চিত্র ছিল অন্যান্য দিনের মতই । দোকানপাট, বাজার বন্ধ ছিল । তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লকডাউনের শিথিল চিত্রই সামনে এল ৷