ETV Bharat / state

NRS-এ ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ালেন BJP-র কেন্দ্রীয় নেতা - BJP - র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন

BJP - র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননকে বাধা কলকাতা পুলিশের । ব্যারাকপুরে BJP নেতা মনীশ শুক্লার দেহ আনতে আজ NRS হাসপাতালে যান তিনি ৷ সেখানে তাঁকে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ ।

Police had an argument with Arvind Menon, the BJP's central observer at NRS , Kolkata
BJP - র কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন
author img

By

Published : Oct 5, 2020, 1:53 PM IST

Updated : Oct 5, 2020, 2:08 PM IST

কলকাতা, 5 অক্টোবর : রাজ্যে BJP-র সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননকে বাধা কলকাতা পুলিশের । ব্যারাকপুরের BJP নেতা মনীশ শুক্লার দেহ আনতে আজ NRS হাসপাতালে যান তিনি ৷ সেখানে তাঁকে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ । এর পর পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন , এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

অরবিন্দ মেনন বলেন, " যারা ক্ষমতায় থাকে তাদের সরানোর জন্য তাদের উপর কেস দিয়ে দেওয়া হয় ৷ নয়ত তাদের পুরোপুরি সরিয়ে ফেলা হয় ৷ কিছুদিন আগেই মণীশ শুক্লার বন্দুকের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় ৷ এরপরই তাঁকে মেরে ফেলা হয় ৷ এভাবে আমাদের প্রায় 120 জনেরও বেশি কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে ৷ দেশে কোথায় লোকতন্ত্র ৷ এত বড় একটা ঘটনা ঘটে গেল , এরপরও যদি প্রশাসন চুপ থাকে তাহলে কী করার আছে ৷ আমরা এই মৃত্যুর ঘটনা CBI তদন্ত দাবি করছি । এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাচ্ছি । "

আরও পড়ুন , টিটাগড়ে BJP নেতাকে গুলি করে খুন, আজ 12 ঘণ্টার ব্যারাকপুর বনধ

NRS-এ ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ালেন BJP-র কেন্দ্রীয় নেতা

গতরাতে উত্তর 24 পরগনার টিটাগড়ে কয়েকজন দুষ্কৃতীর গুলিতে খুন হন BJP নেতা তথা বিদায়ী কাউন্সিলর ও আইনজীবী মণীশ শুক্লা । BJP-র পক্ষ থেকে সরাসরি এই খুনের জন্য তৃণমূলকে দায়ী করা হয় । অর্জুন সিংয়ের ছত্রছায়ায় তিনি ছিলেন । এই ঘটনায় অর্জুন সিং টুইটে লেখেন , " এই কু- কর্মের ফল পেতে হবে তৃণমূলকে । " যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় ৷ পানিহাটির বিধায়ক তথা রাজ্যের শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এই খুনকে BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেন । ঘটনার পরেই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয় । অবরোধ করা হয় B T রোড ।

কলকাতা, 5 অক্টোবর : রাজ্যে BJP-র সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননকে বাধা কলকাতা পুলিশের । ব্যারাকপুরের BJP নেতা মনীশ শুক্লার দেহ আনতে আজ NRS হাসপাতালে যান তিনি ৷ সেখানে তাঁকে ঢুকতে বাধা দেয় কলকাতা পুলিশ । এর পর পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি ।

আরও পড়ুন , এর আগেও একাধিকবার খুনের চেষ্টা হয়েছে BJP নেতাকে

অরবিন্দ মেনন বলেন, " যারা ক্ষমতায় থাকে তাদের সরানোর জন্য তাদের উপর কেস দিয়ে দেওয়া হয় ৷ নয়ত তাদের পুরোপুরি সরিয়ে ফেলা হয় ৷ কিছুদিন আগেই মণীশ শুক্লার বন্দুকের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয় ৷ এরপরই তাঁকে মেরে ফেলা হয় ৷ এভাবে আমাদের প্রায় 120 জনেরও বেশি কার্যকর্তাকে মেরে ফেলা হয়েছে ৷ দেশে কোথায় লোকতন্ত্র ৷ এত বড় একটা ঘটনা ঘটে গেল , এরপরও যদি প্রশাসন চুপ থাকে তাহলে কী করার আছে ৷ আমরা এই মৃত্যুর ঘটনা CBI তদন্ত দাবি করছি । এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাচ্ছি । "

আরও পড়ুন , টিটাগড়ে BJP নেতাকে গুলি করে খুন, আজ 12 ঘণ্টার ব্যারাকপুর বনধ

NRS-এ ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ালেন BJP-র কেন্দ্রীয় নেতা

গতরাতে উত্তর 24 পরগনার টিটাগড়ে কয়েকজন দুষ্কৃতীর গুলিতে খুন হন BJP নেতা তথা বিদায়ী কাউন্সিলর ও আইনজীবী মণীশ শুক্লা । BJP-র পক্ষ থেকে সরাসরি এই খুনের জন্য তৃণমূলকে দায়ী করা হয় । অর্জুন সিংয়ের ছত্রছায়ায় তিনি ছিলেন । এই ঘটনায় অর্জুন সিং টুইটে লেখেন , " এই কু- কর্মের ফল পেতে হবে তৃণমূলকে । " যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয় ৷ পানিহাটির বিধায়ক তথা রাজ্যের শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এই খুনকে BJP-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেন । ঘটনার পরেই টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু হয় । অবরোধ করা হয় B T রোড ।

Last Updated : Oct 5, 2020, 2:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.