ETV Bharat / state

টালি সরিয়ে পরপর দোকানে চুরি, CCTV ফুটেজের সূত্র ধরে অবশেষে গ্রেপ্তার - thief

পর পর দোকানে চুরির ঘটনার কিনারা করতে পারছিল না পুলিশ । অবশেষে চুরি যাওয়া দোকানের CCTV ফুটেজ দেখে 2017 সালের ছবির সঙ্গে মিলিয়ে গ্রেপ্তার করা হল চোরকে ।

2017 সালের ছবি
author img

By

Published : Nov 2, 2019, 5:25 AM IST

কলকাতা, 2 নভেম্বর : অদ্ভুত কায়দায় একের পর এক দোকানে চুরি । রাতের অন্ধকারে ফাঁকা দোকানের অ্যাজবেস্টার কেটে বা টালি সরিয়ে ঢুকে পড়ত । রোগা চেহারার শরীরটাকে বিভিন্নভাবে বাঁকিয়ে অনায়াসেই করে ফেলত সেই কাজ । পরপর চুরির কিনারা হচ্ছিল না কিছুতেই । কারণ চোরের মুখ ঢাকা থাকত চাদরে । সেই অবস্থাতেই ঘুরিয়ে দিত CCTV-র মুখ । কিন্তু শেষ রক্ষা হল না । চোর পুলিশের খেলায় সফল হল পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে ওই ধুরন্ধর চোরকে ।

25 অগাস্ট 308 APC রোডের একটি লটারির দোকান থেকে পাঁচ লাখ টাকা চুরি যায় । দোকানের মালিক অভিযোগ দায়ের করেন নারকেলডাঙ্গা থানায় । তদন্তে নেমে পুলিশ দোকানের ভেতরে CCTV ফুটেজ খতিয়ে দেখে । তাতে দেখা যায় চোরের মুখ ঢাকা । সেই অবস্থায় সে ঘুরিয়ে দিচ্ছে CCTV-র অ্যাঙ্গেল । খুব ভালো করে বারবার খতিয়ে দেখে খুবই অল্প সময়ের জন্য কোনওভাবে দেখা যায় চোরের মুখ । এবার গোয়েন্দারা হাতে থাকা তথ্যের সঙ্গে মেলাতে শুরু করে । দেখা যায় 2017 সালে নারকেলডাঙ্গা থানা এলাকাতেই একটি চুরির কেসে গ্রেপ্তার হওয়া চোরের সঙ্গে মিলছে তার মুখ । সেই সূত্র ধরেই দেগঙ্গা থেকে আল আমিন মণ্ডল ওরফে বিজয়কে গ্রেপ্তার করল পুলিশ ।

গোয়েন্দাদের বুঝতে অসুবিধা হয়নি কেন সে CCTV-র ব্যাপারে এতটা সজাগ । কারণ আলামিন জানত এর আগে সে CCTV ফুটেজের সূত্র ধরেই গ্রেপ্তার হয় । কিছুদিন আগে টালা থানা এলাকার একটি ওষুধের দোকান এবং কাশীপুর থানা এলাকার একটি দোকানে চুরির কথা স্বীকার করে নিয়েছে সে ।

thief
এভাবেই চুরি করতে ঢুকত সে

কলকাতা, 2 নভেম্বর : অদ্ভুত কায়দায় একের পর এক দোকানে চুরি । রাতের অন্ধকারে ফাঁকা দোকানের অ্যাজবেস্টার কেটে বা টালি সরিয়ে ঢুকে পড়ত । রোগা চেহারার শরীরটাকে বিভিন্নভাবে বাঁকিয়ে অনায়াসেই করে ফেলত সেই কাজ । পরপর চুরির কিনারা হচ্ছিল না কিছুতেই । কারণ চোরের মুখ ঢাকা থাকত চাদরে । সেই অবস্থাতেই ঘুরিয়ে দিত CCTV-র মুখ । কিন্তু শেষ রক্ষা হল না । চোর পুলিশের খেলায় সফল হল পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে ওই ধুরন্ধর চোরকে ।

25 অগাস্ট 308 APC রোডের একটি লটারির দোকান থেকে পাঁচ লাখ টাকা চুরি যায় । দোকানের মালিক অভিযোগ দায়ের করেন নারকেলডাঙ্গা থানায় । তদন্তে নেমে পুলিশ দোকানের ভেতরে CCTV ফুটেজ খতিয়ে দেখে । তাতে দেখা যায় চোরের মুখ ঢাকা । সেই অবস্থায় সে ঘুরিয়ে দিচ্ছে CCTV-র অ্যাঙ্গেল । খুব ভালো করে বারবার খতিয়ে দেখে খুবই অল্প সময়ের জন্য কোনওভাবে দেখা যায় চোরের মুখ । এবার গোয়েন্দারা হাতে থাকা তথ্যের সঙ্গে মেলাতে শুরু করে । দেখা যায় 2017 সালে নারকেলডাঙ্গা থানা এলাকাতেই একটি চুরির কেসে গ্রেপ্তার হওয়া চোরের সঙ্গে মিলছে তার মুখ । সেই সূত্র ধরেই দেগঙ্গা থেকে আল আমিন মণ্ডল ওরফে বিজয়কে গ্রেপ্তার করল পুলিশ ।

গোয়েন্দাদের বুঝতে অসুবিধা হয়নি কেন সে CCTV-র ব্যাপারে এতটা সজাগ । কারণ আলামিন জানত এর আগে সে CCTV ফুটেজের সূত্র ধরেই গ্রেপ্তার হয় । কিছুদিন আগে টালা থানা এলাকার একটি ওষুধের দোকান এবং কাশীপুর থানা এলাকার একটি দোকানে চুরির কথা স্বীকার করে নিয়েছে সে ।

thief
এভাবেই চুরি করতে ঢুকত সে
Intro:কলকাতা, 1 নভেম্বর: অদ্ভুত কায়দায় একের পর এক দোকানে চুরি। রাতের অন্ধকারে ফাঁকা দোকানে আসবেষ্টস কেটে কিংবা তালি শরিয়ে ঢুকে পড়তো।রোগা চেহারার শরীরটাকে বিভিন্নভাবে বাঁকিয়ে অনায়াসেই করে ফেলত সেই কাজ। পরপর চুরির কিনারা হচ্ছিল না কিছুতেই। কারণ চোরের মুখ ঢাকা থাকতো চাদরে। সেই অবস্থাতেই ঘুরিয়ে দিত সিসিটিভির মুখ। কিন্তু শেষ রক্ষা হল না। চোর পুলিশের খেলায় সফল হল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ওই ধুরন্ধর চোরকে।
Body:গত 25 অগাস্ট ৩০৮ APC রোডের একটি লটারির দোকান থেকে পাঁচ লাখ টাকা চুরি যায়। দোকানের মালিক অভিযোগ দায়ের করেন নারকেলডাঙ্গা থানায়। তদন্তে নেমে পুলিশ। দোকানের ভেতরে সিসিটিভি ফুটেজ প্রাথমিকভাবে খতিয়ে দেখা যায় চোরের মুখ ঢাকা। সেই অবস্থায় সে ঘুরিয়ে দিচ্ছে সিসিটিভির অ্যাঙ্গেল। খুব ভালো করে বারবার খতিয়ে দেখে খুবই অল্প সময়ের জন্য কোনো ভাবে দেখা যায় চোরের মুখ। এবার গোয়েন্দারা হাতে থাকা ডাটার সঙ্গে মেলাতে শুরু করে। দেখা যায় 2017 সালে নারকেলডাঙ্গা থানা এলাকাতেই একটি চুরির কেসে গ্রেপ্তার হওয়া চোরের সঙ্গে মিলছে তার মুখ। সেই সূত্র ধরেই দেগঙ্গা থেকে আল আমিন মন্ডল ওরফে বিজয়কে গ্রেপ্তার করল পুলিশ। Conclusion:গোয়েন্দাদের বুঝতে অসুবিধা হয়নি কেন সে সিসিটিভির ব্যাপারে এতটা সজাগ। কারণ আলামিন জানতো এর আগে সে সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই গ্রেপ্তার হয়। কিছুদিন আগে টালা থানা এলাকার একটি ওষুধের দোকান এবং কাশীপুর থানা এলাকার একটি দোকানে চুরির কথা স্বীকার করে নিয়েছে আল আমিন।

*পরিস্কার ছবিটা ২০১৭ সালের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.