ETV Bharat / state

Haridevpur Murder Case : হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার আরও এক - Police arrest one more accused

হরিদেবপুরে প্রৌঢ় খুনের ঘটনায় গ্রেফতার আরও 1 অভিযুক্ত । বারুইপুর জেলা থেকে ওই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । এর আগে বিহার থেকে গ্রেফতার হয়েছিল আরও দুই যুবককে (Police arrest one more accused) ৷

Haridevpur
হরিদেবপুর খুনের ঘটনায় গ্রেফতার আরও এক
author img

By

Published : Mar 11, 2022, 1:50 PM IST

হরিদেবপুর, 11 মার্চ : হরিদেবপুর হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক । এই নিয়ে মোট গ্রেফতার হলেন তিনজন । বিহার থেকে গতকাল বিকালেই দু'জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা । তাদের জেরা করে বারুইপুর জেলা থেকে আরও এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Haridevpur Murder Case Police arrest one more accused) । ধৃতের নাম দেবরাজ রায় ।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কাল গ্রেফতার হওয়া দুই যুবকের নাম কুন্দন কুমার এবং জিতেন লামা। প্রত্যেককে আজ আলিপুর আদালতে পেশ করবে পুলিশ । চলতি মাসের 9 তারিখে হরিদেবপুর থানা এলাকার এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃতের নাম বাপ্পা ভট্টাচার্য ।

আরও পড়ুন : Haridevpur murder Case: হরিদেবপুর খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার 2

দেহ উদ্ধার হওয়ার তিনদিন আগে থেকেই প্রৌঢ়ের মেয়ে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না । গত 9 তারিখ রাতে প্রতিবেশীর থেকে খবর পেয়ে বাড়িতে এসে মেয়ে দেখতে পান বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে । দোতলার ঘরের বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, সমস্ত লন্ডভন্ড অবস্থায় রয়েছে । এরপরেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মেয়ে ।

অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী । ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া যায় । ঘটনার কিনারা করতে স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামে লালবাজারের হোমিসাইড বিভাগ । টাকা-পয়সা নিয়ে অশান্তির কারণেই বাপ্পা ভট্টাচার্য খুন করা হয়েছেন বলে মনে করছে পুলিশ (Haridevpur Murder Case) ।

হরিদেবপুর, 11 মার্চ : হরিদেবপুর হত্যাকাণ্ডে গ্রেফতার আরও এক । এই নিয়ে মোট গ্রেফতার হলেন তিনজন । বিহার থেকে গতকাল বিকালেই দু'জনকে গ্রেফতার করেছিল গোয়েন্দারা । তাদের জেরা করে বারুইপুর জেলা থেকে আরও এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Haridevpur Murder Case Police arrest one more accused) । ধৃতের নাম দেবরাজ রায় ।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, কাল গ্রেফতার হওয়া দুই যুবকের নাম কুন্দন কুমার এবং জিতেন লামা। প্রত্যেককে আজ আলিপুর আদালতে পেশ করবে পুলিশ । চলতি মাসের 9 তারিখে হরিদেবপুর থানা এলাকার এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। মৃতের নাম বাপ্পা ভট্টাচার্য ।

আরও পড়ুন : Haridevpur murder Case: হরিদেবপুর খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার 2

দেহ উদ্ধার হওয়ার তিনদিন আগে থেকেই প্রৌঢ়ের মেয়ে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছিলেন না । গত 9 তারিখ রাতে প্রতিবেশীর থেকে খবর পেয়ে বাড়িতে এসে মেয়ে দেখতে পান বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে । দোতলার ঘরের বিছানাপত্র থেকে শুরু করে ঘরের আসবাবপত্র, সমস্ত লন্ডভন্ড অবস্থায় রয়েছে । এরপরেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মেয়ে ।

অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী । ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়া যায় । ঘটনার কিনারা করতে স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামে লালবাজারের হোমিসাইড বিভাগ । টাকা-পয়সা নিয়ে অশান্তির কারণেই বাপ্পা ভট্টাচার্য খুন করা হয়েছেন বলে মনে করছে পুলিশ (Haridevpur Murder Case) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.