ETV Bharat / state

Subho Noboborsho Greetings: বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর - pm wb cm and governor

আজ বাংলা নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখ ৷ বঙ্গবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে।

Subho Noboborsho
শুভ নববর্ষ
author img

By

Published : Apr 15, 2023, 10:03 AM IST

Updated : Apr 15, 2023, 10:33 AM IST

কলকাতা, 15 এপ্রিল: আজ বাংলা বছরের প্রথম দিন ৷ 1430 সালের পয়লা বৈশাখ ৷ এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "শুভ নববর্ষ ৷ আগামী বছর আনন্দ নিয়ে আসুক ৷ সবাই সুস্থ থাকুন ৷" প্রায় প্রতিটি উৎসবেই নিয়ম করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এদিনও সেভাবেই শুভেচ্ছা জানালেন তিনি ।

শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ একটি বার্তা পোস্ট করে জানিয়েছেন, বাংলার নববর্ষ মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷ তিনি লেখেন, পয়লা বৈশাখ থেকে বাংলার নতুন বছর শুরু হয়। আশা করি এই নতুন বছর সবার খুব ভালো কাটবে। নতুন আশায় ভর করে সকলের নতুন বছরটা কাটবে ।

শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, নতুন বছর সকলের খুব ভালো কাটুক । তাঁর আশা নতুন বছর সকলের খুব ভালো কাটবে । তাছাড়া বাংলায় শান্তি থেকে শুরু করে সম্প্রীতি এবং সৌহার্দের পরিবেশ বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইট করে সবাইকে শুভকামনা জানিয়েছেন ৷ শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, "'এসো হে বৈশাখ এসো এসো' ৷ 1430 সাল ভালো কাটুক সবার ৷ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ৷"

  • ‘এসো হে বৈশাখ এসো এসো’

    ১৪৩০ সাল ভালো কাটুক সবার। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। pic.twitter.com/TcW9S0O2Mw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি লেখেন, "সবাইকে শুভ নববর্ষ ৷ এই শুভ উৎসব অশুভ শক্তিকে জয় করার শক্তি দিক আমাদের ৷ একটি সমাজ গড়ে তোলার শক্তি দিক, যার মূলে থাকবে শান্তি, সহনশীলতা এবং সমন্বয় ৷ পয়লা বৈশাখের এই উদ্দীপনা আমাদের সব বিভাজনের ঊর্ধ্বে তুলুক ৷ সবার মধ্যে সংহতির সম্পর্ক গড়ে উঠুক ৷"

  • Shubho Nobo Borsho to everyone!

    May this auspicious occasion bring us the strength to overcome divisive forces and build a society rooted in peace, tolerance & inclusivity.

    May the spirit of Poila Boishakh inspire us to rise above differences & come together in solidarity.

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার কলকাতায় রাজভবনে রাজ্যপালের উদ্যোগে 'আনন্দ ধারা' অনুষ্ঠান হবে ৷ আজ থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে ৷ পয়লা বৈশাখ সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে ৷ এনসিসি ক্যাডেটদের বর্ণাঢ্য শান্তি দৌড় হবে কলকাতায়৷ তা পুরো শহর ঘুরবে ৷ এতে এক হাজার ক্যাডেট অংশগ্রহণ করবে ৷ ভারতীয় জাদুঘরের সহযোগিতায় একটি হেরিটেজ ওয়াকের সূচনা হবে সকাল সাড়ে দশটায় ৷ এই হেরিটেজ ওয়াকে দেশের প্রতিটি রাজ্য থেকে একজন প্রতিনিধির উপস্থিত থাকার কথা আছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিশুরাও হাঁটবেন এই হেরিটেজ ওয়াকে ৷

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা রাজ্যপালের, জনসাধারণের জন্য আজই দরজা খুলছে রাজভবনের

কলকাতা, 15 এপ্রিল: আজ বাংলা বছরের প্রথম দিন ৷ 1430 সালের পয়লা বৈশাখ ৷ এই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "শুভ নববর্ষ ৷ আগামী বছর আনন্দ নিয়ে আসুক ৷ সবাই সুস্থ থাকুন ৷" প্রায় প্রতিটি উৎসবেই নিয়ম করে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এদিনও সেভাবেই শুভেচ্ছা জানালেন তিনি ।

শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ একটি বার্তা পোস্ট করে জানিয়েছেন, বাংলার নববর্ষ মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক ৷ তিনি লেখেন, পয়লা বৈশাখ থেকে বাংলার নতুন বছর শুরু হয়। আশা করি এই নতুন বছর সবার খুব ভালো কাটবে। নতুন আশায় ভর করে সকলের নতুন বছরটা কাটবে ।

শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, নতুন বছর সকলের খুব ভালো কাটুক । তাঁর আশা নতুন বছর সকলের খুব ভালো কাটবে । তাছাড়া বাংলায় শান্তি থেকে শুরু করে সম্প্রীতি এবং সৌহার্দের পরিবেশ বজায় থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

পাশাপাশি টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইট করে সবাইকে শুভকামনা জানিয়েছেন ৷ শুভেন্দু অধিকারী টুইট করে লিখেছেন, "'এসো হে বৈশাখ এসো এসো' ৷ 1430 সাল ভালো কাটুক সবার ৷ সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন ৷"

  • ‘এসো হে বৈশাখ এসো এসো’

    ১৪৩০ সাল ভালো কাটুক সবার। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। pic.twitter.com/TcW9S0O2Mw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷ তিনি লেখেন, "সবাইকে শুভ নববর্ষ ৷ এই শুভ উৎসব অশুভ শক্তিকে জয় করার শক্তি দিক আমাদের ৷ একটি সমাজ গড়ে তোলার শক্তি দিক, যার মূলে থাকবে শান্তি, সহনশীলতা এবং সমন্বয় ৷ পয়লা বৈশাখের এই উদ্দীপনা আমাদের সব বিভাজনের ঊর্ধ্বে তুলুক ৷ সবার মধ্যে সংহতির সম্পর্ক গড়ে উঠুক ৷"

  • Shubho Nobo Borsho to everyone!

    May this auspicious occasion bring us the strength to overcome divisive forces and build a society rooted in peace, tolerance & inclusivity.

    May the spirit of Poila Boishakh inspire us to rise above differences & come together in solidarity.

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার কলকাতায় রাজভবনে রাজ্যপালের উদ্যোগে 'আনন্দ ধারা' অনুষ্ঠান হবে ৷ আজ থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হবে ৷ পয়লা বৈশাখ সকাল 7টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে ৷ এনসিসি ক্যাডেটদের বর্ণাঢ্য শান্তি দৌড় হবে কলকাতায়৷ তা পুরো শহর ঘুরবে ৷ এতে এক হাজার ক্যাডেট অংশগ্রহণ করবে ৷ ভারতীয় জাদুঘরের সহযোগিতায় একটি হেরিটেজ ওয়াকের সূচনা হবে সকাল সাড়ে দশটায় ৷ এই হেরিটেজ ওয়াকে দেশের প্রতিটি রাজ্য থেকে একজন প্রতিনিধির উপস্থিত থাকার কথা আছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং শিশুরাও হাঁটবেন এই হেরিটেজ ওয়াকে ৷

আরও পড়ুন: নববর্ষের শুভেচ্ছা রাজ্যপালের, জনসাধারণের জন্য আজই দরজা খুলছে রাজভবনের

Last Updated : Apr 15, 2023, 10:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.