ETV Bharat / state

Modi-Mamata Meeting: বছর শেষে গঙ্গা পরিষদের বৈঠকে ফের মুখোমুখি হতে পারেন মোদি-মমতা

বছর শেষে ফের মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আগামী 30 ডিসেম্বর জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council Meeting) বৈঠক রয়েছে কলকাতায় (Modi-Mamata Meeting)৷

ETV Bharat
মোদি ও মমতার ছবি
author img

By

Published : Dec 20, 2022, 12:24 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর: শেষবার জি-20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে মুখোমুখি হয়েছিলেন দিল্লিতে । পরবর্তীতে কলকাতায় ফিরে কালীঘাট মিলন সংঘ থেকে অপর ভার্চুয়াল প্রস্তুতি বৈঠকে যোগ দিলেও বক্তব্য রাখার সুযোগ পাননি বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ বার বছর শেষে আরও একবার মুখোমুখি হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক (National Ganga Council Meeting)। এখনও পর্যন্ত যতটুকু খবর, তাতে যোগ দিতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী । আর এই গুরুত্বপূর্ণ পরিষদের সদস্য হিসাবে বৈঠকে যোগ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীও । এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মোদি এবং মমতা ।

তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ - এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।

যদিও নবান্নের তরফ থেকে এই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি । তবে যেহেতু প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন, তাই এই বৈঠকে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে এক দফা প্রস্তুতি সেরে নিয়েছে নবান্ন । এই নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে । নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে গঙ্গার ভাঙ্গন-সহ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হতে পারে । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে, সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের সামনে উত্থাপন করা হতে পারে । একইভাবে গঙ্গার পার সুন্দরভাবে সাজিয়ে তোলা নিয়ে রাজ্য সরকারের ভাবনাচিন্তাও এখানে আলোচনা হতে পারে । একইভাবে গঙ্গার বিস্তীর্ণ এলাকায় ড্রেজিং-এর বিষয়টিও আলোচনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ।

আরও পড়ুন: ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের, দেশের সেরা প্রকল্পের পুরস্কার পাচ্ছে দুয়ারে সরকার

এখনও পর্যন্ত এই বৈঠক নিয়ে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, তাতে মূল বৈঠকের পাশাপাশি গঙ্গাবক্ষে ভ্রমণেরও একটা কর্মসূচি রয়েছে ।
প্রসঙ্গত, এ বারের এই বৈঠকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগদান করেন, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । কারণ 2019 সালে শেষ যে গঙ্গা পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছিল তাতে যোগ দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সে বার ওই বৈঠক সম্পন্ন হয়েছিল কানপুরে । এ বার যেহেতু এই বৈঠক কলকাতায় সম্পন্ন হচ্ছে, তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের সম্ভাবনা যথেষ্টই রয়েছে বলে মনে করা হচ্ছে । আর সেখান থেকেই আরও একবার মোদি ও মমতার মুখোমুখি বৈঠক নিয়ে জল্পনা বাড়ছে ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দিল্লিতে গিয়ে রাজ্যের দাবি দাওয়া নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । শেষবার তিনি দিল্লি গেলেও জি-20 প্রস্তুতিতে আয়োজিত মূল বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়নি । তবে এখন দেখার এ বার নরেন্দ্র মোদির কলকাতায় আসার সুবাদে আদতেও বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আলাদা করে বৈঠক হয় কি না ।

কলকাতা, 20 ডিসেম্বর: শেষবার জি-20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে মুখোমুখি হয়েছিলেন দিল্লিতে । পরবর্তীতে কলকাতায় ফিরে কালীঘাট মিলন সংঘ থেকে অপর ভার্চুয়াল প্রস্তুতি বৈঠকে যোগ দিলেও বক্তব্য রাখার সুযোগ পাননি বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এ বার বছর শেষে আরও একবার মুখোমুখি হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে, আগামী 30 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক (National Ganga Council Meeting)। এখনও পর্যন্ত যতটুকু খবর, তাতে যোগ দিতে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী । আর এই গুরুত্বপূর্ণ পরিষদের সদস্য হিসাবে বৈঠকে যোগ দিতে পারেন বাংলার মুখ্যমন্ত্রীও । এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মোদি এবং মমতা ।

তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গা পরিষদের সঙ্গে যুক্ত রয়েছে অন্তত কমবেশি দশটি মন্ত্রক । আর যে যে রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে সব রাজ্যই এই গঙ্গা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য । খুব স্বাভাবিকভাবেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ - এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ।

যদিও নবান্নের তরফ থেকে এই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি । তবে যেহেতু প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন, তাই এই বৈঠকে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই এই বৈঠক নিয়ে এক দফা প্রস্তুতি সেরে নিয়েছে নবান্ন । এই নিয়ে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে । নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে গঙ্গার ভাঙ্গন-সহ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হতে পারে । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদের যে বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গা ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে, সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের সামনে উত্থাপন করা হতে পারে । একইভাবে গঙ্গার পার সুন্দরভাবে সাজিয়ে তোলা নিয়ে রাজ্য সরকারের ভাবনাচিন্তাও এখানে আলোচনা হতে পারে । একইভাবে গঙ্গার বিস্তীর্ণ এলাকায় ড্রেজিং-এর বিষয়টিও আলোচনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন ।

আরও পড়ুন: ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের, দেশের সেরা প্রকল্পের পুরস্কার পাচ্ছে দুয়ারে সরকার

এখনও পর্যন্ত এই বৈঠক নিয়ে যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, তাতে মূল বৈঠকের পাশাপাশি গঙ্গাবক্ষে ভ্রমণেরও একটা কর্মসূচি রয়েছে ।
প্রসঙ্গত, এ বারের এই বৈঠকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগদান করেন, তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । কারণ 2019 সালে শেষ যে গঙ্গা পরিষদের বৈঠক সম্পন্ন হয়েছিল তাতে যোগ দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । সে বার ওই বৈঠক সম্পন্ন হয়েছিল কানপুরে । এ বার যেহেতু এই বৈঠক কলকাতায় সম্পন্ন হচ্ছে, তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের সম্ভাবনা যথেষ্টই রয়েছে বলে মনে করা হচ্ছে । আর সেখান থেকেই আরও একবার মোদি ও মমতার মুখোমুখি বৈঠক নিয়ে জল্পনা বাড়ছে ।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দিল্লিতে গিয়ে রাজ্যের দাবি দাওয়া নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । শেষবার তিনি দিল্লি গেলেও জি-20 প্রস্তুতিতে আয়োজিত মূল বৈঠকের বাইরে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ হয়নি । তবে এখন দেখার এ বার নরেন্দ্র মোদির কলকাতায় আসার সুবাদে আদতেও বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আলাদা করে বৈঠক হয় কি না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.