কলকাতা, 20 মার্চ : ময়দান প্রদীপ শূন্য । চলে গেলেন প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় । বয়স হয়েছিল 83 বছর ।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় ভরতি থাকার পর আজ দুপুর 2টো বেজে 8 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অশীতিপর ফুটবল কিংবদন্তি । খবর পেয়ে হাসপাতালে পৌঁছেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । হাসপাতালে রয়েছেন ক্রীড়াজগতের বিশিষ্টরা ।
গত একমাস ধরে বার্ধক্য জনিত অসুস্থতায় কাবু হয়ে পড়েছিলেন। ঠান্ডা লাগার কারণে বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন । মাঝে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হয়ে পড়েন । 28 ফেব্রুয়ারি তাঁকে পুনরায় ভরতি করতে হয় হাসপাতালে, তখন থেকেই ICU-তে ছিলেন । কয়েকদিন আগেই কোমায় চলে যান তিনি । আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
আজ বিকেল পাঁচটা নাগাদ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছাবে তাঁর মরদেহ । বাড়িতে মরদেহ ঘণ্টাখানেক শায়িত থাকবে । তারপর সন্ধ্যা সাতটা নাগাদ নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে ।