ETV Bharat / state

পাট শিল্পকে এক ছাদের তলায় আনতে খোলা হল পাটসান ভবন, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী - পাট শিল্প

Piyush Goyal: শনিবার নিউ টাউনে 'পাটসান ভবন' উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। পাট চাষকে সুবিধা করে দিতে এবং সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দফতরগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার জন্যেই এই পাটসান ভবন খোলা হল ৷ এমনটাই জানান মন্ত্রী পীযূষ গোয়েল ৷

পাটসান ভবনের উদ্বোধনে পীযূষ গোয়েল
Piyush Goyal
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 6, 2024, 9:28 PM IST

পাটসান ভবনের উদ্বোধনে পীযূষ গোয়েল

কলকাতা, 6 জানুয়ারি: "আগামী লোকসভায় বাংলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'গুণ বেশি সমর্থন পাবেন।" শনিবার এমনটাই দাবি করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে সেভাবেই দেশ আরও উন্নতির দিকে অগ্রসর হোক, সেটা বাংলার মানুষও চায়।"

এদিন নিউটাউনে 'পাটসান ভবন' উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি উল্লেখ করেন, আগামী দু থেকে তিন বছরের মধ্যে ভারত অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহৎ শক্তি হিসেবে পরিচিত হবে। বিশ্বে 50 শতাংশ পাট উৎপাদন ও জোগান দেয় ভারত। আর সেই 50 শতাংশের অর্ধেক পাট যায় বাংলা থেকে। তাই বাংলার পাট চাষ এবং চাষিদের আরও সুবিধা দিতে হবে যাতে তারা আরও ভালোভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।

পীযূষ গোয়েল বলেন, "পাট শিল্প দেশের ভবিষ্যৎ। তাই পাট চাষকে আরও গুরুত্বপূর্ণ জায়গা দিতে চাষিদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।" আর তারই অঙ্গ হিসেবে আজ এই পাটসান ভবনের উদ্বোধন, এমনটাই জানান মন্ত্রী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ও জাতীয় পাট বোর্ডের নতুন সদর দফতর বা হেড অফিস হবে এই পাটসান। পাশাপাশি জুট কমিশনারের দফতর করা হবে এখানেই। মন্ত্রীর কথায়, "দেশে বিশেষ করে এই রাজ্যে পাট চাষ এবং পাট শিল্পের অগ্রগতির জন্য পাটসান ভবনের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

তিনি আরও বলেন, "পাট চাষকে সুবিধা করে দিতে এবং সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দফতরগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার প্রয়োজন ছিল। এতদিনে সেটা হল।" তিনি জানান, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই জুট শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আর এই সব প্রকল্পের সরাসরি লাভ পাচ্ছেন পাট চাষিরা। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে, তিনি জানান টেক্সটাইল নিয়ে দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আগামী 26 থেকে 29 ফেব্রুয়ারি ভারত টেক্স 2024 প্রদর্শনী এবং কনফারেন্স শুরু হতে চলেছে। সেই অনুষ্ঠানে রাজ্যের শিল্প প্রতিনিধিদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি।

আরও পড়ুন:

  1. উদ্বোধনেই অমৃত ভারত এক্সপ্রেসে বিনামূল্যে সওয়ার ,কেমন অভিজ্ঞতা যাত্রীদের?
  2. এক ক্লিকেই বাপুর অজানা তথ্য হাতের মুঠোয়, সায়েন্স সিটিতে গান্ধিপিডিয়ার উদ্বোধন কেন্দ্রের
  3. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও

পাটসান ভবনের উদ্বোধনে পীযূষ গোয়েল

কলকাতা, 6 জানুয়ারি: "আগামী লোকসভায় বাংলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু'গুণ বেশি সমর্থন পাবেন।" শনিবার এমনটাই দাবি করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে সেভাবেই দেশ আরও উন্নতির দিকে অগ্রসর হোক, সেটা বাংলার মানুষও চায়।"

এদিন নিউটাউনে 'পাটসান ভবন' উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি উল্লেখ করেন, আগামী দু থেকে তিন বছরের মধ্যে ভারত অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহৎ শক্তি হিসেবে পরিচিত হবে। বিশ্বে 50 শতাংশ পাট উৎপাদন ও জোগান দেয় ভারত। আর সেই 50 শতাংশের অর্ধেক পাট যায় বাংলা থেকে। তাই বাংলার পাট চাষ এবং চাষিদের আরও সুবিধা দিতে হবে যাতে তারা আরও ভালোভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।

পীযূষ গোয়েল বলেন, "পাট শিল্প দেশের ভবিষ্যৎ। তাই পাট চাষকে আরও গুরুত্বপূর্ণ জায়গা দিতে চাষিদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।" আর তারই অঙ্গ হিসেবে আজ এই পাটসান ভবনের উদ্বোধন, এমনটাই জানান মন্ত্রী। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ও জাতীয় পাট বোর্ডের নতুন সদর দফতর বা হেড অফিস হবে এই পাটসান। পাশাপাশি জুট কমিশনারের দফতর করা হবে এখানেই। মন্ত্রীর কথায়, "দেশে বিশেষ করে এই রাজ্যে পাট চাষ এবং পাট শিল্পের অগ্রগতির জন্য পাটসান ভবনের উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

তিনি আরও বলেন, "পাট চাষকে সুবিধা করে দিতে এবং সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দফতরগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার প্রয়োজন ছিল। এতদিনে সেটা হল।" তিনি জানান, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই জুট শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করা হয়েছে। আর এই সব প্রকল্পের সরাসরি লাভ পাচ্ছেন পাট চাষিরা। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে, তিনি জানান টেক্সটাইল নিয়ে দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আগামী 26 থেকে 29 ফেব্রুয়ারি ভারত টেক্স 2024 প্রদর্শনী এবং কনফারেন্স শুরু হতে চলেছে। সেই অনুষ্ঠানে রাজ্যের শিল্প প্রতিনিধিদের অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি।

আরও পড়ুন:

  1. উদ্বোধনেই অমৃত ভারত এক্সপ্রেসে বিনামূল্যে সওয়ার ,কেমন অভিজ্ঞতা যাত্রীদের?
  2. এক ক্লিকেই বাপুর অজানা তথ্য হাতের মুঠোয়, সায়েন্স সিটিতে গান্ধিপিডিয়ার উদ্বোধন কেন্দ্রের
  3. সীতারামের পর মমতা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে থাকছেন না মুখ্যমন্ত্রীও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.